অজানা সমাধি অজানা কিছু কথা|@alaminridoy| 10%বেনিফিট @shy-fox এর জন্য|০২-০৩-২০২২

আসসালামু আলাইকুম
আজ ১৭ই ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ
রোজ-বুধবার,২ই মার্চ২০২২ ইং

IMG_20220302_145059.jpg

Source

ফাল্গুনের এই মিস্টি রোদেলা দিনে আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আপনাদের এই ভালোবাসার বাগানের হাজারো ফুটোন্ত 🌹গোলাপের মাঝে আমি নতুন অতি সুদর্শন একটি কলি🌷। অনেকে ভাবছেন কেমন রে বাবা নিজেকে নিজে সুদর্শন বলছে। আসলে আমি নিজেকে প্রকাশ করতে ভালোবাসি,আর সবার আগে আমি আমার প্রতি বেশি ভরসা রাখি। যেমন এই পোস্টি করার সময় আমার প্রতি আমার এই ভরসা ছিলো যে আমি যাই লিখি, তা আপনি পড়বেন। কি বলেন আপনি পড়ছেন কিনা😁। আর হ্যা আজ আপনাদের মাঝে আমি যে বিষয় টি নিয়ে আলোচনা করবো তাহলো বাংলাদেশের ইতিহাসের ধারক অজানা সমাধি।

অজামা সমাধি

IMG_20220301_125755.jpg
Source

নামডিভাইস
আলামিন রিদয়PoCO M2
অজান সমাধি নামে মোহাম্মদপুর একটা ছোট সমাধি রয়েছে। এটা মোহাম্মদপুর বাস স্টান সুপার মার্কেটের পাশে অবস্থিত। বাহির থেকে দেখলে আপনাদের মনে হবে ছোট একটা মহল কিন্তু ভিতরে রহস্যপুরী। এই সমাধি কে অজানা সমাধি বলার কারন হলো এই সমাধিতে যে কবর আছে সেটা আসলে কার কবর তা কেউ সঠিক জানে না।তবে অনেকে ধারনা করেন ১৬৮০ সালে নবাব শায়েস্তা খাঁ এর ছোট রাজকন্যার সমাধি হতে পারে।শায়েস্তা খাঁ ছিলে বাংলা শাসক। তিনি ২২ বছর বাংলার মুঘল আমলের সম্রাট ছিলেন। এই সমাধির দুই পাশে আরো ২ টি সমাধি রেয়েছে। যার একটি হলো এই সমাধির খাদেম ও অপরটি তার স্ত্রীর।

সাত গুম্বজ মসজিদ

IMG_20220301_125659.jpg
Source

নামডিভাইস
আলামিন রিদয়PoCO M2
সাত গুম্বজ মসজিদ হলো এই সমাধিরই একটি অংশ।এই মসজিদ সম্পর্কে মজার একটা কথা বলি-এক সময় এই মসজিদটি নিয়ে আমি ভাবতাম এটা মাটির নিচ থেকে উঠেছে।আসলে পরে জানতে পারি এটা বাংলাদেশে অটোয়াশির বন্যায় পানি নিচে ডুবে যায়, যা বন্যার পর পানি কমতে থাকার কারোনে আস্তে আস্তে প্রকাশ পায়।এই এলাকার বাসিন্দা থেকে জানতে পারি এটা নবাব এর কন্যা মসজিদ টি তৈরি করেন।যার কারনে তার সমাধিটি এই মসজিদের পাশেই করা হয়।আরো জানান ওনি এই মসজিদটি বুড়িগঙ্গার তীরে ছিলো যার কারনে এই মসজিদের ঘাটে অনেক বড় বড় নৌকা ভিরতো।

culture-g6111d6fbd_1920.png
Source

আমাদের এই বাংলাদেশে এর রকম আরো অনেক রাজবাড়ি,সমাধি রয়েছে, রয়েছে আরো রহস্যময় ঘটনা।আমার ইচ্ছা সে সকল কাহিনী আপনাদের মাঝে শেয়ার করবো।কিন্তু আজ আর লিখিতে পারছি।কেননা আগামী ৫ তারিখ আমার ফাইলান পরিক্ষা।তাই আমার এই অল্প লেখা টাও যদি আপনাদের ভালো লেগে থাকে, তবুও আমি ধন্য।
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় হতে কিছু সময় দিয়ে আমার পোস্টি পড়ার জন্য।

@alaminridoy

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62170.06
ETH 2415.65
USDT 1.00
SBD 2.65