স্বরচিত কবিতা" পথ চেয়ে থাকা "
আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি প্রেমের কবিতা লিখেছি। কবিতাটিতে একজন প্রেমিক তার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য তার মনের ভেতরের বিরহ প্রকাশ করেছে। সে তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য কতটা ব্যাকুল , তার ভালোবাসার মানুষ তার কাছে কতটা প্রিয় তাই কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি, কবিতাটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
পথ চেয়ে থাকা
কতটা ভালোবাসি তোমায়
বলতে পারিনি আজও
প্রেমের বিরহে একাই পুড়ছি,
দহনে দহন হচ্ছে এ মন।
কেন তুমি বুঝলে না আমায় !
কতটা ভালোবাসে এ মন তোমায়
যতটা বিরহে জ্বলছি আমি,
তা থেকেও গভীরভাবে ভালোবাসি তোমায়।
হয়তো একদিন পাবো তোমায়
যতটা ভালোবাসায় পেতে চেয়েছি তোমায়।
আজও আমার গানের সুরে
তোমার বলা প্রতিটি কথা,
আমার বুকের স্পন্দনে
শুধু তোমারই নাম লেখা।
জানি আমি তুমি এখন অনেকখানি দূরে
তবুও তুমি আছো আমার অন্তর জুড়ে
জানি একদিন তুমি ফিরবে আমার নীড়ে,
আমার জীবনের প্রতিটি ক্ষণ
শুধু বিলিয়েছি তোমার নামে।
একরাশ ভরসা, আর একটুখানি আশা
সেই আলোতেই তোমার জন্য
আজও পথ চেয়ে থাকা।
অসাধারণ কবিতা লিখেছেন ভাই। আপনার স্বরচিত- পথ চেয়ে থাকা কবিতা পড়ে খুব ভালো লাগলো। প্রিয় জনকে ভালোবাসে কবিতার ছন্দ গুলো উপস্থাপন করেছেন । প্রিয়জন দূরে থাকলেও হৃদয়ের খুব কাছে মনে হয়। প্রেমের বিরহে মন পুড়ে থাকে। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
পথ চেয়ে থাকা কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো অসাধারণ হয়েছে। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
পথ চেয়ে থাকা এই কবিতা পড়তে পেরে খুব ভালো লাগলো। এই কবিতা পড়ার মাধ্যমে বুঝতে পারলাম আপনার কবি প্রতিভার কোনো জবাব নেই। কবিতার সবগুলো লাইন এর সামজ্ঞস্যতা খুবই ভালোভাবে রেখেছেন। অসংখ্য ধন্যবাদ এরকম ইউনিক একটি কবিতা শেয়ার করার জন্য।
প্রেমিক তার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার বিরহটা এই কবিতার মাধ্যমে ফুটে উঠেছে, যেটা আমার খুব ভালো লেগেছে পড়তে। পথ চেয়ে থাকা কবিতাটার সবগুলো লাইন অনেক সুন্দর ছিল। আসলে ভালোবাসার মানুষ সবার জন্য অনেক বেশি প্রিয়। আর সবাই চায় ভালোবাসার মানুষটাকে কাছে পেতে। ভালোবাসার মানুষটা যখন আমাদের কাছে থাকে, তখন মনে হয় দুনিয়ার সব সুখ নিজেদের মধ্যে রয়েছে। আপনার কবিতা লেখার প্রশংসা করা লাগে ভাইয়া। অনেক সুন্দর কবিতা লিখেন আপনি।
সবার ভালোবাসার মানুষ সবার কাছেই অনেকটা প্রিয় থাকে। আর তাকে নিয়ে সব চিন্তা ভাবনা থাকে। এবং কি সবাই চায় প্রিয় মানুষটাকে কাছে পেতে। সারা জীবনের জন্য নিজের করে পেতে চায় তাকে। এই সবকিছুকে তুলে ধরা হয়েছে এবং এসব কিছু ফুটিয়ে তোলা হয়েছে পুরো কবিতার মধ্যে। আমার কাছে সম্পূর্ণটা খুব ভালো লেগেছে পড়তে। কবিতার লাইনগুলো অনেক সুন্দর ছিল ভাই।
ভালোবাসা এমন যে প্রিয় মানুষের জন্য মনটা ব্যাকুল থাকে। আজকে আপনি অনেক সুন্দর করে পথ চেয়ে থাকা কবিতাটি লিখেছেন। কবিতার মাধ্যমে খুব সুন্দর করে ভালোবাসা ফুটিয়ে তুলেছেন। একজন প্রেমিক তার প্রেমিকার জন্য কতটুকু ভালোবাসা থাকে এবং তার জন্য কতটুকু ব্যাকুল থাকে তা তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।