কাগজের তৈরি পেপার ক্রাফ্ট
আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি পেপার ক্রাফট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি কাগজ দিয়ে একটি কাগজের নকশা তৈরি করেছি। এ ধরনের কাগজের নকশা দেখতে খুবই সুন্দর দেখায়। এই কাগজের নকশা টি তৈরি করা খুবই সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যে এই দারুন ডিজাইন টি তৈরি করা যায়। আশা করি, আপনাদের কাছে কাগজের এই নকশাটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
উপকরণ সমূহ :
১. কাগজ
২. কলম
৩. স্কেল
৪. সিজার
ধাপ-০১
কাগজের নকশা বানানোর জন্য প্রথমে চারিদিক সমান করে মাপ মতো একটি কাগজ কেটে নিয়েছি।
ধাপ-০২
এরপর কাগজটি আড়াআড়ি ভাবে মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-০৩
এরপর ভাঁজ করা কাগজটির ডান পাশ থেকে এভাবে ত্রিভুজের মতো করে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-০৪
এরপর কাগজটির বাঁ পাশ থেকে একইভাবে আরও একটি ভাজ দিয়ে নিয়েছি।
ধাপ-০৫
এরপর এই ভাঁজ করা কাগজটির মাঝখান থেকে লম্বালম্বি করে আরও একটি ভাজ দিয়ে নিয়েছি।
ধাপ-০৬
এরপর ভাজ করার কাগজটির বাড়তি অংশগুলো এভাবে সমান করে কেটে নিয়েছি।
ধাপ-০৭
এরপর কলম দিয়ে ভাঁজ করা কাগজটির উপর এভাবে দাগ কেটে নিয়েছি।
ধাপ-০৮
এরপর কাগজটির উপর এই ভাবে ডিজাইন এঁকে নিয়েছি।
ধাপ-০৯
এরপর সিজার দিয়ে কাগজটি দাগ বরাবর কেটে নিয়েছি।
ফলাফল
এরপর কাগজটির ভাঁজ খুলে নিতেই এমন একটি নকশা তৈরি হয়ে গেছে।
অনেকদিন পর আপনার পোষ্টে দেখে ভীষণ ভালো লাগলো ভাই। এই কাজগুলি করার জন্য যথেষ্ট ধৈর্য লাগে। আপনি দারুণ দক্ষতার প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং এই কাজগুলো যদি সঠিকভাবে সম্পন্ন করতে হয় তাহলে ভাঁজগুলি খুবই গুরুত্বপূর্ণ। অনেক ধৈর্য নিয়ে কাজটি সম্পন্ন করেছেন বোঝায় যাচ্ছে। এই কাজটির জন্য আপনি প্রশংসার দাবিদার। আমি তো দেখে রীতিমত মুগ্ধ হয়ে গেলাম।এত দারুন লাগতেছে, একদম নিখুঁত হাতের কাজ। আপনার জন্য শুভেচ্ছা রইল। এত সুন্দর একটি পেপার ক্রাফট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খুব সুন্দর ভাবে আপনি ভাজ করে, মার্ক করলেন এবং তার ওপর দিয়ে কাচি চালনা করলেন। তৈরি হয়ে গেল চমৎকার একটা ডিজাইন।
অনেক সুন্দর একটি অরিগামি করেছেন। এরকম একটি অরিগামি আমিও কিছুদিন আগে করেছিলাম। এটা করতে মনে হয় আপনার বেশি সময় লাগে নি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
সবাই দেখছি রঙিন কাগজ ব্যবহার করে বিভিন্ন ডিজাইনের ফুল এবং ক্রাফ্ট এগুলো তৈরি করছে দেখতে ভালোই লাগে। যেটা নিজের অভিজ্ঞতা এবং দক্ষতা বাড়ায়। আপনারটা অনেক সুন্দর হয়েছে এর আগেও অনেকে সুন্দর সুন্দর করে এই ধরনের কিছু তৈরি করেছিল ভালো লেগেছে।
অনেক দিন পর আপনি খুব সুন্দর পোস্ট শেয়ার করেছেন যা দেখে ভালো লাগলো। কাগজের এই নকশাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনি কাগজ দিয়ে খুব সুন্দর নকশা বানিয়েছেন। এই ধরনের নকশা বানানো সহজ কিন্তু কাঁটার সময় খুব সাবধানে কাটতে হয়। ধন্যবাদ এত সুন্দর নকশা আমাদের সাথে শেয়ার করার জন্য।
কাগজের নকশাগুলো দেখতে ভীষণ ভালো লাগে। এ ধরনের নকশাগুলো করতে খুব বেশি সাবধানতা অবলম্বন করতে হয়। সাবধানতা অবলম্বন করে আপনি খুব সুন্দর একটি কাগজের নকশা আমাদের মাঝে শেয়ার করলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর এই নকশাটি শেয়ার করার জন্য।
কাগজ দিয়ে ক্রাফ্ট অনেক অসাধারণ হয়ে থাকে৷ আর আজকে আপনি একদম অসাধারণ ভাবে এই ক্রাফ্ট তৈরি করেছেন৷ এটি দেখতে একদম অন্যরকম মনে হচ্ছে৷ খুব সুন্দর ভাবে আপনি এটি তৈরি করে ফেলেছেন। এটি তৈরি করতে আপনি অনেক কষ্ট করেছেন৷ যা আপনার এই ক্রাফ্ট দেখে বোঝা যাচ্ছে৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি ক্রাফ্ট শেয়ার করার জন্য৷
কাগজ দিয়ে খুব সুন্দর পেপার ক্রাফট তৈরি করেছেন। ডিজাইনটি দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। কাগজ দিয়ে এত সুন্দর একটি পেপার ক্রাফট আমাদের সাথে ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনি সাদা কাগজ দিয়ে অনেক সুন্দর করে নকশা তৈরি করেছেন। কাগজের নকশাগুলো অল্প সময়ের মধ্যে করা যায় তবে এইগুলোর ভাঁজ কাটা অনেক কষ্টকর। বিশেষ করে ভাঁজ গুলো সঠিকভাবে না কাটা হয় তাহলে নকশাগুলো নষ্ট হয়ে যায়। এবং কাগজের নকশা তৈরি খুব সুন্দর করে উপস্থাপনা করছেন তাই ধন্যবাদ আপনাকে।