স্বরচিত কবিতা " শীত "| |10% Beneficiary To @shy-fox | |

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি কবিতা নিয়ে হাজির হয়েছি। বছর ঘুরে দেখতে দেখতে শীত চলেই এসেছে। এখন দিনের বেলা খুব একটা ঠান্ডা না পড়লেও রাত্রে এবং ভোরের দিকে বেশ ভালোই ঠান্ডা পড়ছে। আর আমরা এখন রাস্তাঘাটে বের হলেই শীত প্রধান বিভিন্ন খাবার পিঠাপুলি এবং শীতের বিভিন্ন সবজি দেখতে পাচ্ছি। তাছাড়া গ্রামের দিকে এখন খেজুরের রস‌ও পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে দেখতে দেখতে পুরোপুরি ভাবে শীতের আমেজ চলেই এসেছে। তাই ভাবলাম শীত নিয়ে একটি কবিতা লেখা যাক। তো ‌যেই ভাবনা সেই কাজ শীত নিয়ে একটি কবিতা লিখে ফেললাম। আশা করি, কবিতাটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

winter-landscape-636634_1280.jpg

source

শীত

সকালে শীতের রবি কুয়াশাতে ঢাকে
শিশির ভেজা ঘাসে শিহরণ জাগে,
কুয়াশায় ভেজা মাটি স্নিগ্ধ লাগে
শীতের চাদর মুড়ে মিষ্টি রোদে
ভিজতে বড্ড ভালো লাগে।
শীতের সকালে উঠে গরম চা হলে,
চুমুক দিয়ে খেতে বড্ড ভালো লাগে।
সন্ধ্যেবেলা পিঠাপুলির জুড়ি নেই তবে,
খেজুরের রসে ভেজা পিঠা
হলে জমে যায় স্বাদে।

শীতের তীব্রতা অনেকের কাছে প্রিয় ঋতু
বলে গণ্য করে বড়লোকে,
শীত মানে আনন্দ, খাওয়া দাওয়া
রকমারি পরিধেয় আর ভ্যাকেশন
নানা দেশ বিদেশে,
তবে গরিবের কাছে শীত অভিশাপ বটে।
নেই লেপ, কম্বল, গরম কাপড় তাদের হাতে
গরিবেরা অসহায় শীত ঋতুর কাছে।

তবে শীত ঋতু ভারি মজা সব ঋতু থেকে
লেপ মুড়ে ঘুমাতে বড্ড আরাম লাগে,
শীতের প্রকোপ থেকে মুক্তি পেতে
গরম কাপড় গায়ে দিয়ে প্রাণ বাঁচে তবে।
পৌষ মাঘ এই সময় শীতকাল রবে
প্রকৃতির নিয়মে বছর ঘুরে এভাবেই শীত আসবে।

IMG_20230325_232520.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড

ধন্যবাদ সবাইকে।


Sort:  
 last year (edited)

আপনি ঠিকই বলেছেন ভাই এখন দিনের বেলাতে খুব একটা ঠান্ডা না পড়লেও রাতের বেলায় বেশ ভালই ঠান্ডা পড়ে। শীতের আগমন ঘটা নিয়ে বেশ সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন পড়েও খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। সামনে শীতের মৌসুম আসছে বেশ সুন্দর হয়েছে আপনার লেখা কবিতাটি। ঠিক বলেছেন ভাই আপনি গরিবের কাছে শীত অভিশাপ। কারণ শীতের পোশাক কেনার জন্য কিছু টাকা পয়সা দরকার হয় সেটা গরিবের কাছে অনেক কষ্টকর। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 last year 

আসলে এটা সত্যি বছর ঘুরে দেখতে দেখতে শীত চলে এসেছে। আর শীতকাল আমার অনেক বেশি পছন্দের। আপনি আজকে শীত নিয়ে অনেক সুন্দর করে সম্পূর্ণ কবিতাটা লিখেছেন, যেটা পড়তে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। কবিতার লাইন গুলো ছন্দের সাথে ছন্দ মিলিয়ে লেখার কারণে জাস্ট অসাধারণ লেগেছে। ভাবনা থেকে অনেক সুন্দর করে কবিতাটা লিখেছেন আপনি। এরকম কবিতা আশা করছি পরবর্তীতেও আপনি আমাদের মাঝে ভাগ করে নিবেন।

 last year 

আসলে দিনের বেলায় শীত না লাগলেও, রাতে এবং ভোর বেলায় কিন্তু বেশ ভালোই শীতের প্রভাব দেখা যায়। শীতকাল আমার অনেক বেশি পছন্দের। আর আপনি শীত নিয়ে এত সুন্দর করে কবিতা লিখেছেন দেখে আরো বেশি ভালো লেগেছে। আপনার লেখা কবিতাটা আমি যত পড়ছিলাম, ততই কবিতার মাঝে হারিয়ে যাচ্ছিলাম।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 92640.23
ETH 3113.67
USDT 1.00
SBD 3.17