আমার লেখা স্বরচিত কবিতা ""বসন্ত""

আমার লেখা স্বরচিত কবিতা ""বসন্ত""

images.jpeg
Source

           **বসন্ত**

    বসন্তের আসন্ন আলো, ফুলের রঙিন ঝরা ফুল।  
    বাতাসে মুখ খোলে পাখিরা গান গাইতে গাইতে দুলে।  

     বৃষ্টির সৃষ্টি করে পৃথিবী পুণ্যময়,  
     বসন্তের দেশে উঠে মানুষের আনন্দের ঝোল।  

     মাটিতে লুকিয়ে আছে সবুজের ছবি মুখে,  
     বসন্তের আমন্ত্রণে মন মেলায় সুখের স্বপ্নে।  

     ফুলের মধুর গন্ধে ভরে উঠে বৃষ্টির জল,  
     হৃদয়ে বাজে সুরে বসন্তের সংগীতের প্রবণ।  

     বসন্তের মধুর বাতাসে সবাই মগ্ন,  
     আসলে বসন্তকালে সব কিছু তো হয় অতুলনীয়।  

      বসন্তের আলোয় ছড়িয়ে থাকে সবুজ ভূমি,  
      আনন্দের প্রদীপে জ্বলে সবার মনের যুগল।  

      সূর্য আর মেঘের খেলা বাঁধে দেশে,  
      বসন্তকালে পৃথিবী হয় রমণীয় নেশে।  

       বসন্তের আসন্ন সুখ ও আনন্দে মোহিত,  
       সবার মনে প্রবল বাসনা বাধা নেই আর।  

       বসন্তকালে পাখিরা উড়ে,  
       বৃষ্টির জলে মুখ ধোয়া, সুখে হাসিতে সবাই হাসে।  

       বসন্তের আলোয় পৃথিবী বন্ধুত্বে মেলে,  
       হৃদয়ে আবার জাগে নতুন স্বপ্ন মেলে।

শুভেচ্ছান্তে
@akash1111

Sort:  
 4 months ago 

বসন্তে নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে আপনার কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল। এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ

 4 months ago 

আপনি কমিউনিটি রুলস ভঙ্গ করেছেন। আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।

কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source : Unknown

Ami tw picture er source link diyesi

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57097.85
ETH 3049.62
USDT 1.00
SBD 2.30