পড়ন্ত সন্ধ্যা সাথে এক কাপ চা || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা🥰


সম্মানিত আমার বাংলা ব্লগ সকল ভাই ও বোনদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। সবার জন্য রইল অন্তর থেকে আন্তরিক ভালোবাসা।

20211211_133054.jpg

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরেকটি পোস্ট নিয়ে হাজির। আজ আমি আপনাদের মাঝে একটি পড়ন্ত সন্ধ্যাএক কাপ চা নিয়ে কিছু সুমধুর সময়। জানিনা আপনাদের কতটা ভালো লাগবে। তবে বিশেষ করে ছেলেদের এটি একটি শখ বা ইচ্ছা বা নেশা। আমরা অনেকেই আছি চা পাগল বা চায়ের নেশায় ডুবো ডুবো। আর চা ছাড়া যেন আড্ডা জমে না। তবে আমার চায়ের নেশা অনেক। আর অধিক সময় আমরা কি করি চা খাওয়ার জন্য অনেক দূরে যায় বাইক রাইডিং করি আর সেটি যদি ঠাণ্ডা আবহাওয়া হয় তাহলে তো কথাই নেই। গরম গরম চা সাথে বন্ধুরা আর সূর্য ঢলে পড়া। চা খাওয়ার আনন্দটা যেন আরো বেড়ে যায়। আমরা যখন পৌঁছায় তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়া হওয়া অবস্থা।

20211209_172855.jpg

আমি বাসায় থাকলে অধিক সময় চা খাওয়ার জন্য রামপুরা গ্রামের দিকে যাই। সত্য কথা বলতে রামপুরা বিনয় মামার দোকানের চা টা সত্যিই অসাধারণ। শুধু আমি না অনেক দূর দূর থেকে অনেক মানুষ বিনয় মামার দোকানে চা খেতে আসে। দোকানে সব সময় ভিড় লেগেই থাকে। চা খাওয়ার জন্য সিরিয়ালে থাকার লাগে। আমিও আমার ফ্রেন্ডরা প্রায়ই চা খেতে চাই। এক কথায় বলতে গেলে বিনয় মামার হাতে যেন জাদু রয়েছে।

20211209_173144.jpg

আমি ও আমার বন্ধুরা মিলে প্রায়ই চা খেতে যাই। বাসায় তেমন একটা আসা হয় না পড়াশোনার জন্য বাইরে থাকা লাগে। তবে বাসায় আসলে প্রায় বলতে আমি প্রতিদিনই চা খেতে যাই। আমরা দুই তিন জন একটি বাইক নিয়ে বিনয় মামার দোকানে যাবই। শুধু আমরা না এমন অনেক মানুষ আছে অনেক দূর দূর থেকে বিনয় মামার দোকানে চা খাওয়ার জন্য যায়। আর ওখানকার পরিবেশ টা এত সুন্দর সাথে চা আর এই শীতে আবহাওয়াটা উফ-ফ-ফ বলে বুঝাতে পারব না কি সুন্দর।

আর আমরা বাঙালিরা এমন চা ছাড়া যেন কিছুই বুঝিনা। কোন অনুষ্ঠান বা কোন আড্ডা চা ছাড়া যেন জমে না। মনে হয় চিনি ছাড়া পায়েস। আড্ডাটা জমানোর জন্য চা খুব জরুরী হয়ে পড়ে।

20211209_170039.jpg

আমরা চা খাওয়ার জন্য আমি আমার বন্ধু ও সোহান চাচ্চু মিলে চা খেতে যাব। সোহান চাচ্চুকে ফোন দিলাম ফোন ধরে না। পরে কি করলাম আমি ও আমার বন্ধু সোহান চাচ্চুর বাসার সামনে গেলাম। তারপর আমরা চাচ্চুকে নিয়ে টোটাল তিনজন মিলে চা খাওয়ার উদ্দেশ্যে বাইক নিয়ে রওনা দিলাম। আবহাওয়া টা প্রচন্ড ঠান্ডা বললে ভুল হবে। তবে যখন আমরা শহর থেকে একটু দূরে চলে গিয়েছি গ্রাম অঞ্চলের দিকে ঢোকা ঢোকা অবস্থা তখন বেশ ভালই ঠাণ্ডা লাগছিল। তবে গ্রামে প্রচন্ড ঠান্ডা পরে আমরা যখন গ্রামে ঢুকে গিয়েছে তখন অতিরিক্ত ঠাণ্ডা লাগছিল। সত্য কথা বললে আসলে গ্রামে বেশ ভালোই ঠান্ডা পড়ে আমার শহর থেকে ঠান্ডা অতটা অনুভব করতে পারিনা। বিনয় মামার দোকানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হওয়া হওয়া অবস্থা।

20211209_173200.jpg

যাইহোক অনেক কথাই বললাম আশা করি সকলের ভাল লাগবে।

❤️সবাইকে অসংখ্য ধন্যবাদ ❤️


আমার সম্পর্কে কিছু কথা:-

আমি মোঃ আবু সাঈদ আকাশ।‌ আমায় ভালবেসে সবাই আকাশ বলে ডাকে।আমি নতুন কিছু জানা,শেখা,দেখা ও পড়তে অত্যন্ত ভালবাসি। টেকনোলজি সম্পর্কে জানার আগ্রহটা আমার সব সময় অত্যন্ত বেশি। ভ্রমণ করতে অত্যন্ত পছন্দ করি ও ভালোবাসি। এবং নতুন মানুষদের সাথে মেলামেশা করতে ভালো লাগে।
Sort:  
 3 years ago 

আপনার পোস্টটা বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন। তবে চেষ্টা করবেন এই ধরনের পোস্টে অবশ্যই লোকেশন কোড দিতে এবং সাথে যে ক্যামেরা ছবি তোলার জন্য ব্যবহার করেছেন সেটা সম্বন্ধে লিখবেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আর অবশ্যই এরপর থেকে আমি লোকেশন ও ক্যামেরা অর্থাৎ ফোনটির নাম উল্লেখ করে দেবো। 🥰 পাশে থাকবেন ভাইয়া ❤️

 3 years ago 

লিখা, লিখার ধরণ এবং ছবি সবকিছুই সুন্দর হয়েছে। তবে আমিও রূপক ভাইয়ের মতো বলবো আপনি আপনার পোষ্টের লোকেশন কোড ব্যবহার করবেন এবং কোন ডিভাইস দিয়ে ছবি তুলেছেন ওই ডিভাইসের নাম উল্লেখ্য করবেন। কিভাবে লোকেশন কোড দিবেন তার জন্য আমাদের কমিউনিটি তে টিউটোরিয়াল আছে। খুব সহজেই পেয়ে যাবেন এবং ব্যবহার করতে পারবেন, ধন্যবাদ অনেক।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা মন্তব্য ও ভুল ধরিয়ে দাওয়ার জন্য।🥰

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 67685.37
ETH 3498.92
USDT 1.00
SBD 2.71