বুক চিরে যদি দেখানো যেত হৃদয়ে জমানো ব্যথা।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, বুক চিরে যদি দেখানো যেত হৃদয়ে জমানো ব্যথা এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
হৃদয়ে জমানো ব্যথা কতটুকু তা আসলে বলে বুঝানো সম্ভব নয়। জীবন যখন ব্যর্থতা চাদরে ঢাকা সফলতা যখন দূর থেকে বহুদূর। তখন হৃদয়ে ব্যথা জমা হয় বিশাল হিমালয়ের মতোন। হিমালয়ের চূড়ায় যেমন মেঘ উড়ে বেড়ায় ঠিক তেমনি হৃদয়ের মাঝে ব্যথা উড়ে উড়ে হৃদয়কে ক্ষতবিক্ষত করে। পুরুষ মানুষ সহজে ভেঙে পড়ে না আর যদি একবার ভেঙ্গে পড়ে তাহলে অতি অল্প সময়ের মধ্যে আর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে না এটাই বাস্তবতা। আমার এই জীবনটা এমন। আসলে জীবনটা এলোমেলো হওয়ার পেছনে অনেকের প্রত্যক্ষ এবং পরোক্ষ হাত রয়েছে ।
যারা প্রত্যক্ষ ভাবে জড়িত তাদেরকে আমি ক্ষমা করলেও সৃষ্টিকর্তা ক্ষমা করবে না। কারণ যারা অন্যের আশা বিফলে করে দিতে একবার ভাবে না তাদের আশা আজ নয়তো কাল বিফলে হবে। যাদের অবহেলা এবং অব্যবস্থাপনার জন অন্যের জীবন বিপন্ন তারা কি আর সুখে থাকতে পারবে। আমাদের সবাই মনে রাখা উচিত কারো চোখের জল বৃথা যায় না। চোখের জল এমনি এমনি আসে না হয়তো অধিক আনন্দে আসে আর না হয় অধিক কষ্টে চোখের অশ্রু জড়িয়ে পড়ে। কতটা ব্যথা নিয়ে ঘুরে বেড়াই তারা যদি জানত তাহলে সিদ্ধান্ত নেয়া সময় বারবার প্রতিটি বিষয় দেখতো।
কিন্তু আমি যেই অভাগা। আমার জীবনটা এমন। সবার খাবারের জন্য মাছ মাংস জুটলেও আমার খাবারের জন্য এক চিমটি লবণ জোটে না। কি করবো এখন কষ্ট নিয়ে ঘুরে বেড়াই ছন্নছাড়া পাখির মতোন। জানি না আবার ফিরে আসতে পারবো কিনা স্বাভাবিক অবস্থায়। তবে এখন মৃত্যুর খুব কাছাকাছি দাঁড়িয়ে পৃথিবীর বাস্তবতাকে কে দেখছি। প্রতিটি নিশ্বাসে হৃদয়ের মাঝে কষ্ট গুলো চাপ সৃষ্টি করছে। যেদিকে তাকাই কষ্ট অনুভব করছি। বুক চিরে যদি দেখানো যেত হৃদয়ে জমানো ব্যথা দেখানো যেত তাহলে হয়তো কিছু মানুষ কষ্টগুলো বুঝতে পারতো।
চোখের জল নিয়েও এখন অনেকেই মজা করে। আসলে মজা করাটাই স্বাভাবিক কারণ তাদের জীবন সফলতায় ভরপুর। কেউ বৃষ্টির ফোঁটা হাতে নিলে মুক্তা তে রূপান্তরিত হয়। সব কপাল আমার কপাল হতে সবার থেকে আলাদা । তা না হলে আর এমন জীবন কি কারো হয়? কারো জীবনের প্রতিটি মুহূর্তে সূর্যের আলোক রশ্মি ছড়িয়ে পড়ে। আর কারো জীবন ব্যর্থতা আঁধারে ঢাকা থাকে।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
Upvoted! Thank you for supporting witness @jswit.
কিছু কিছু হৃদয়ের ব্যথা হৃদয়ে জমা থাকে। ইচ্ছে হলে বুক চিরে দেখানো সম্ভব হয় না। প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি বেদনা থেকে থাকবে এটাই স্বাভাবিক। তবুও সবকিছুর মধ্য থেকে নিজেকে মানিয়ে চলতে হবে ভাই। আপনার জন্য শুভকামনা রইল।
জি ভাই, কিছু কিছু ব্যথা হৃদয়ে জমা থাকে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
এভাবে ভাববেন না ভাই। জীবন হলো সুখ দুঃখের একটি চক্রাকার আবর্ত। এই আবর্তে কোন সময় খারাপ গেলেও পরমুহূর্তে ভালো সময় অপেক্ষা করে থাকে। হয়তো ঈশ্বরের ইচ্ছায় আবার ভালো সময় আপনার জন্য অপেক্ষা করে আছে। কখনো ভাববেন না হেরে গেছেন। হেরে গেছেন ভাবলেই তো সব শেষ। জীবনে যখন জন্মেছেন লড়াই করে বাঁচতেই হবে। তাই লড়াই করুন, কিন্তু নিজেকে পরাজিত ভাববেন না। শুধু ভাববেন পৃথিবীতে বহু মানুষ আছে যারা আপনার থেকেও খারাপ থাকে। ধীরে ধীরে উঠে দাঁড়াতে চেষ্টা করুন।
কি করবো ভাই? হৃদয়ের ক্ষত গুলো অনেক গভীর। ধন্যবাদ আপনাকে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।