RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭৬
শিক্ষক রতন স্যার নির্দিষ্ট বিষয় পড়ানোর পর ছাত্রদের উদ্দেশ্য করে বললো আজ তোমাদের সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন করবো।
শিক্ষক:- আকাশ বলতো দেখি পাখি কাকে বলে?
আকাশ:- যার ডানা আছে যে উড়তে পারে এবং গুনগুন করে গাইতে পারে তাকে পাখি বলে।
শিক্ষক:- উদাহরণ দাও তো দেখি?
আকাশ:- উদাহরণ হচ্ছে মশা।
শিক্ষক:- আচ্ছা এবার বলতো দেখি তোমাদের বাসায় যদি চুলায় লারকি এবং গ্যাস না থাকে তাহলে আগুন জ্বালাবে কি দিয়ে?
আকাশ:- রবি সিম চুলার মধ্যে দিয়ে বলবো জ্বলে উঠো আপন শক্তিতে।
শিক্ষক:- এবার প্রশ্ন উত্তর তুমি খুব বুঝে শুনে দিবে। আকাশ বলোতো এসএসসি শব্দের অর্থ কি?
আকাশ:- কিছুক্ষণ চুপ রয়েছে তারপর বললো, হেডমাস্টার স্যান্ডেল চোর।
শিক্ষক:- রাগ করে বললো দাঁড়িয়ে থাকো আমি অফিস রুম থেকে আসি। কিছুক্ষণ পরে দেখছি হেডমাস্টার ডান হাতে বেত আর বাম হাতে একটি সাধারণ জ্ঞানের বই নিয়ে আসতেছে। আর রতন স্যার তার পেছনে পেছনে আসতেছে।