RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭৫
অনুগল্প:
আম্মা নতুন চালের খোলাজালি পিঠা তৈরি করছে পরিবার সকলের জন্য । পরিবারের প্রত্যেকের জন্য তিনটা করে। আমার বন্ধু আকাশ সকাল সকাল আমাদের বাড়িতে আসলো। আমার আম্মা আকাশকে দেখে বললো বাবা টেবিলে বসো নাস্তা করতে তাকে খেজুরের রস, নারিকেল আর চিনি দিলো। আর ১২ টা খোলাজালি পিঠা রান্নাঘর থেকে নিয়ে এসে বললো, এখানে পিঠা আছে খেজুরের রস, নারিকেল আর চিনি দিয়ে খাও। আর আমাকে বললো আজিম মুখ ধুয়ে নেয় নাস্তা করতে। আমি আম্মাকে বললাম, এইতো আম্মু মুখ ধুয়ে আসছি। আমি মুখ ধুতে গেলাম আর আম্মা গেলো রান্না ঘরে আরো কয়েকটি পিঠা তৈরি করা বাকি আছে তা তৈরি করতে। আমি মুখ ধুয়ে এসে দেখি আকাশ পিঠা খাচ্ছে খেজুরের রস দিয়ে। পিঠা একটা বাকি আছে। পিঠা একটা দেখে আম্মাকে বললাম, আম্মা পিঠা দেন। আম্মা বললো টেবিলের উপর যেগুলো আছে ঐ গুলো থেকে খেয়ে নেয় । এই তিনটা তোর আব্বুর জন্য। আমি আম্মুকে বললাম ,আম্মু টেবিলে পিঠা একটা আছে । আম্মু বললো কি বলিস ? আমি বারোটার পিঠা রেখে আসলাম ভালো করে দেখ। আমি আবারও বললাম, আম্মু পিঠা একটা আছে। তখন আম্মু এসে দেখে একটা পিঠা। আম্মু আকাশকে জিজ্ঞেস করলো বাবা এখানে আর কেউ এসেছে? তুমি হয়তো একটা দুইটা খেয়েছো তাহলে আর গুলো পিঠা গেলে কোথায়? আমি তো এখানে অনেক পিঠা রেখেছি । তখন আম্মুকে আমি বললাম, সে তো একটা খেয়েছে আমি এখনো খাই নি। তখন আম্মু বেশ চিন্তিত হয়ে পড়লো আম্মু নিজে নিজে বলছে, এখানে রাখলাম পিঠা কোথায় গেলো? তখন আমার বন্ধু আমাকে ইশারা দিয়ে বললো সে সব পিঠা খেয়ে নিয়েছে। তখন আমি খুবই আচার্য হলাম। তখন আম্মাকে বললাম আম্মা পিঠা গুলো মনে হয় বিড়ালের নিয়ে গেছে। আম্মু বলে কি বলিস? এতো গুলো পিঠা কিভাবে নিয়ে যায়। তখন আমি বললাম মনে হয় সারারাত ধরে বিড়াল ইঁদুর মারতে পারে নাই তাই সেই রাগ করে সব পিঠা নিয়ে গেছে। তখন আম্মা বললো, আমি লাঠি খুঁজে বের করছি দেখি বিড়াল কিভাবে আসে?