You are viewing a single comment's thread from:
RE: এবিবি ফান প্রশ্ন- ৪৬৭ | কিছু পরিষ্কার করতে গেলে অপরিষ্কার কাপড় কেন ব্যবহার করি?
কিছু পরিষ্কার করতে গেলে অপরিষ্কার কাপড় কেন ব্যবহার করি?
ভাই এটা হচ্ছে বাঙালির বুদ্ধি😄😁। বাঙালি কোন কাজে টাকা খরচ করতে চাই না😀। সাধারণত আমরা কখনো ভালো গামছা বা, নতুন কাপড় দিয়ে কিছু পরিষ্কার করি না। কারণ নতুন কাপড় দিয়ে পরিষ্কার করতে গেলে কাপড় পুরাতন বা, নষ্ট হয়ে যাবে। এতে করে আবার নতুন গামছা বা, কাপড় কিনতে হবে। বাঙালি এমনভাবে কাজ করে সাপ মরবে তবে লাঠি ভাঙবে না ঠিক তেমনি কিছু পরিষ্কার করতে গেলে অপরিষ্কার কাপড় ব্যবহার করে নতুন কাপড় ব্যবহার করে না। বাঙালি তেল দিবে অল্প তবে ভাজি করবে মচমচে সময় বেশি লাগলেও।
আমরা বাঙালি বুদ্ধি তো থাকবেই 🤣।
বাঙালি বলে কথা!
হ্যাঁ একদম ঠিক বলেছেন বাঙালি কোন কাজেই টাকা খরচ করতে চায়না। চমৎকার যুক্তি দিয়েছেন ভাই।