আমড়া মাখা আমার খুব পছন্দের। সত্যিই আমড়া মাখা খেতে খুবই দারুণ। বাসায় যখন আমার আপু আসতো তখন বেশ আমড়া মাখা তৈরি করতো। আপনার আমড়া মাখা রেসিপি খুব অসাধারণ হয়েছে। আমড়া মাখা দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। এইতো সুন্দর লোভনীয় রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
বাসায় আপু আসলে এভাবে আমড়া মাখানো জেনে খুব ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন জন্য।