You are viewing a single comment's thread from:
RE: এবিবি ফান প্রশ্ন- ৪৩৯ | দেয়ালের কান আছে সবাই বলে, তবে মুখ আছে কেউ বলে না কেন?
দেয়ালের কান আছে সবাই বলে, তবে মুখ আছে কেউ বলে না কেন?
দেয়ালের কান আছে সবাই বলে, তবে মুখ আছে কেউ বলে না তার কারণ হলো আশেপাশের কিছু লোকজন অন্যের কথা দেয়ালের সাথে কান লাগিয়ে শুনে। কিন্তু ঐ মুহূর্তে ঐ ব্যক্তি কোন শব্দ করে না। তাই যে কথা বলে সে বুঝতে পারে না তার কথা দেয়ার সাথে কানে লাগিয়ে কেউ শুনছে🤭। দেয়ালের আশেপাশে থেকে যদি কোন শব্দ বের হতো তাহলে সে সতর্ক হয়ে যেতো। দেয়ার শুধু কথা অন্য পাশে প্রেরণ করে। তবে অন্য পাশের কোন শব্দ বা, কথা এপাশে প্রেরণ করে না বেশ নীরব থাকে 😚😄। তাইতো বলা হয় দেয়ালের কান আছে , তবে মুখ নেই।
কান কথা অনেক খারাপ। আর দেয়ালের মুখ থাকলে তো আরো বিপদ হাঁ হাঁ।
ঠিক বলেছেন ভাই।
বেশ মজা পেলাম।