সন্দেশ আমার খুব পছন্দের। আমার এক বন্ধু ছিলো তাদের পুজোর সময় আমাদের জন্য বিভিন্ন রকমের সন্দেশ নিয়ে আসতো। আমার বন্ধু আজ কয়েক বছর বাইরে আছে তাই সন্দেশ খাওয়া হয় না । আপনার দুধের সন্দেশ দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। দুধের সন্দেশ রেসিপি খুবই দুর্দান্ত হয়েছে। দেখে মনে হচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে। আপনার দুধের সন্দেশ তৈরির প্রস্তুত প্রণালী বেশ অসাধারণ । এত চমৎকার রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
হ্যাঁ পুজোয় নানান রকমের বাহারি সন্দেশ বানানো হয়।ধন্যবাদ আমার সন্দেশ এর পোস্ট টি ভালো লাগার জন্য।