কিছু কচি সবজির আলোকচিত্র।
বিসমিল্লাহি রহমানির রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু কচি সবজি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্ট টি দেখবেন। আমাদের দেশে বৈচিত্র্যময় সবজি উৎপাদন হয়ে থাকে। বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন হয়ে থাকে। আবার কিছু সবজি সারা বছর ধরে পাওয়া যায়। আমরা অনেকে সবজি খেতে খুব পছন্দ করে থাকি । শাকসবজি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। শাকসবজি মাঝে অনেক পুষ্টি উপাদান রয়েছে। শাক সবজির মাঝে যে সব পুষ্টি উপাদান রয়েছে তা অন্যকিছু মাঝে পাওয়া যায় না। শাক সবজির পুষ্টি উপাদান মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমরা অনেকে বাজার থেকে শাকসবজি কিনে থাকি। তবে গাছের তরতাজা শাকসবজি রান্না করলে খেতে খুব ভালো লাগে। বিশেষ করে নিজের গাছের শাকসবজি রান্না করলে খেতে বেশ মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে।
ধুন্দুল ফুলের আলোকচিত্র |
---|
লোকেশন
Device :- realme C55
ধুন্দুল আমাদের সকলের বেশ পরিচিত সবজি। ধুন্দুল হচ্ছে বর্ষজীবী বিশাল আরোহী বীরুৎ লতা জাতীয় উদ্ভিদ। ধুন্দুল সারা বছর পাওয়া যায়। তবে গ্রীষ্ম এবং বর্ষাকালে বেশি উৎপাদন হয়ে থাকে। সাধারণত ধুন্দুল ভাজি করে খাওয়া হয়। তাছাড়া ধুন্দুল দিয়ে নানা ভাবে অনেক মজাদার এবং সুস্বাদু রেসিপি তৈরি করা হয়ে থাকে। বিশেষ করে ধুন্দুল চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খেতে খুবই ভালো লাগে।
বেগুনের আলোকচিত্র |
---|
লোকেশন
Device :- realme C55
আমাদের পরিচিত সবজি গুলোর মধ্যে বেগুন অন্যতম। বেগুন সারা বছর ধরে পাওয়া যায়। তবে শীতকালে বেশি উৎপাদন হয়ে থাকে। বেগুনের অনেক জাত রয়েছে । জাত ভেদে বেগুনের আকার এবং আকৃতির পার্থক্য হয়ে থাকে। বেগুন সাধারণত গোলাকার এবং লম্বাকৃতির হয়ে থাকে। বেগুন সবুজ সাদা ডোরাকাটা এবং বেগুনি রঙের দেখতে পাওয়া যায়।
চাল কুমড়া আলোকচিত্র |
---|
লোকেশন
Device :- realme C55
চাল কুমড়ার সাথে আমরা সকলে বেশ পরিচিত। সাধারণত বর্ষাকালে চাল কুমড়া উৎপাদন হয়ে থাকে। কুমড়া অনেক ধরনের রয়েছে। তার মধ্যে চাল কুমড়া অন্যতম। গ্রামাঞ্চলে ঘরের চালে এই কুমড়া বেশি উৎপাদন হয়ে থাকে তাই একে চাল কুমড়া বলা হয়। চাল কুমড়ার অনেক অনেক পুষ্টি উপাদান রয়েছে। চালকুমড়া সাধারণত ডাল দিয়ে রান্না করা হয়। চাল কুমড়া ডাল দিয়ে রান্না করলে বেশ মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে।
মিষ্টি কুমড়ার আলোকচিত্র |
---|
লোকেশন
Device :- realme C55
এখন শীতকাল চলছে। শীতকালীন সবজির মধ্যে মিষ্টি কুমড়া অন্যতম। শীতকালে বেশি মিষ্টি কুমড়া উৎপাদন হয়ে থাকে। তবে সারা বছর পাওয়া যায়। আমাদের দেশে সর্বত্র মিষ্টি কুমড়া দেখা যায়। মিষ্টি কুমড়া কাঁচা এবং পাকা উভয় অবস্থায় খাওয়া যায়। কাঁচা অবস্থায় মিষ্টি কুমড়া উপরে সবুজ এবং পাকলে হলুদ বর্ণ ধারণ করে। মিষ্টি কুমড়া দিয়ে হালুয়া, মোরব্বা, কেকসহ অনেক রকম মুখরোচক খাবার তৈরি হয়ে থাকে ।
কাঁচকলার আলোকচিত্র |
---|
লোকেশন
Device :- realme C55
কাঁচকলার বেশ পুষ্টি সমৃদ্ধ সবজি। আমাদের দেশে কাঁচকলা বেশ জনপ্রিয় সবজি।
কাঁকরোলের আলোকচিত্র |
---|
লোকেশন
Device :- realme C55
কাঁকরোল সবার নিকট খুবই পরিচিত বেশ জনপ্রিয় সবজি। গাছে ঝুলন্ত অবস্থায় সবুজ এবং হলুদ রঙের কাঁকরোল দেখতে খুবই সুন্দর লাগে। কাঁকরোল খুবই পুষ্টিকর সবজি৷ কাঁকরোলে ক্যালোরির, ফাইবার, মিনারেল, ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। কাঁকরোল ফাইবারসমৃদ্ধ হওয়ায় হজমে সাহায্য করে।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
শ্রেণী | আলোকচিত্র |
---|---|
ক্যামেরা | realme C55 |
পোস্ট তৈরি | @ah-agim |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্ট টি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
সবজির এই আলোক চিত্রগুলো দেখে ভীষণ ভালো লাগলো। কি দারুন ভাবে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন আপনি। সব ধরনের সবজির মধ্যে বেগুন আমার একটু বেশিই ভালো লাগে। প্রতিটি ফটোগ্রাফি কিষণ সুন্দর হয়েছে। মিষ্টি কুমড়ার ফটোগ্রাফি আমার কাছে একটু আলাদা রকম ভাবে ভালো লাগলো।ফটোগ্রাফির সহ সুন্দর বর্ণনায় পোস্ট আমাদের সামনে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
আপনাকে আপু অসংখ্য ধন্যবাদ জানাই। ফটোগ্রাফি দেখে এতো চমৎকার অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য।
এত ছোট ছোট সবজির আলোকচিত্র গুলো দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা সবজি দেখতে অনেক সুন্দর লাগছে। প্রত্যেকটা ফটোগ্রাফি যেমন সুন্দরভাবে করেছেন, তেমনি সুন্দর করে বর্ণনা ও তুলে ধরেছেন। যেটা দেখে আমার কাছে আরো বেশি ভালো লেগেছে।
আপনার মন্তব্য দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।
কচি কচি এই সবজিগুলো দেখে তো খেতে ইচ্ছে করছে। এই ধরনের ফটোগ্রাফি গুলো আমি বেশ পছন্দ করি। সবগুলো ফটোগ্রাফি অসাধারণ ছিল তবে বেগুন এবং মিষ্টি কুমড়ার ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সবজি গুলো দেখে ইচ্ছে করছে এখনই গাছ থেকে নিয়ে নেই। সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
মিষ্টি কুমড়ার ফটোগ্রাফি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে আপু।
https://x.com/MdAgim17/status/1870880819805663252?t=iw_zwHuls-1Vq4fHiyBxiA&s=19
আপনি বেশ কিছু সবজির ফটোগ্রাফি নিয়ে এসেছেন।আসলে ভাইয়া কচি সবজি আমাদের জন্য অনেক উপকারী। আর সবজি যদি সরাসরি গাছ থেকে পেড়ে রান্না করা যায় তাহলো তো কথায় নিই।ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কচি তাজা সবজিগুলো ফটোগ্রাফি দেখে বেশ সুন্দর অনুভূতি শেয়ার করেছেন। আপু ধন্যবাদ আপনাকে।
খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আসলে ফটোগ্রাফি অনেক যত্ন করে করতে হয়। আমি নিজেও সব সময় ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়েছি। অনেক ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ফটোগ্রাফি গুলো দেখে এতো চমৎকার প্রশংসা করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
সুন্দর সবজির ফটোগ্রাফি করেছেন। এই ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর সবজির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।
এভাবে গাছে থাকা অবস্থায় কাঁকরোল কখনও দেখিনি। দেখে বেশ দারুণ লাগল। বেগুন সহ অন্য সবজিগুলো একেবারে ফ্রেশ লাগছে। দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো ভাই। ধন্যবাদ আমাদের সাথে ফ্রেশ সবজির ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।
জি ভাই, কাঁকরোল দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে ভাই, সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আজকে আপনি অনেক সুন্দর করে তাজা কচি কিছু সবজির ফটোগ্রাফি করেছেন। কচি তাজা সবজিগুলো ফটোগ্রাফি দেখে সত্যি আমার কাছে অনেক ভালো লাগলো। তবে আপনার এক একটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আসলে আপনি ধৈর্য ধরে চমৎকার ফটোগ্রাফি করেন। ভালো লাগার মত চমৎকার কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
কচি তাজা সবজি গুলোর ফটোগ্রাফি দেখে আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে ভাই।