যার অহংকার যতো বেশি তার পতন ততো বেশি সন্নিকটে।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, যার অহংকার যতো বেশি তার পতন ততো বেশি সন্নিকটে। এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
আমরা মানুষ আমাদের বিবেক এবং মনুষত্ববোধ রয়েছে। মানুষ হিসেবে আমাদের ভালো আর খারাপ কিছু অভ্যাস বা, গুণাবলী রয়েছে। আমাদের জীবনে ভালো অভ্যাস গুলো আমাদেরকে ধীরে ধীরে সফলতার দিকে নিয়ে যায়। আর খারাপ অভ্যাস গুলো খুব দ্রুত জীবনকে ধ্বংস বা, কষ্টের দিকে নিয়ে যায়। ভালো অভ্যাস সমূহ নিজের জীবনে আয়ত্ত করতে বা, ধারণ করতে বেশ সময়ের প্রয়োজন হয়। আর খারাপ অভ্যাস গুলো খুব অল্প সময়ের মধ্যে আমাদের জীবনের সাথে মিশে যায়। কিছু কিছু খারাপ অভ্যাস খুব দ্রুত আমাদের জীবনকে অধঃপতনের দিকে নিয়ে যায় যা আমরা বুঝতে পারি নাই।
তার মধ্যে অহংকার অন্যতম। সাধারণ ভাবে অহংকারকে আমরা গর্ব মনে করি। গর্ব করা অনেক ভালো। যদি এই গর্ব করাকে আমরা যে কোনো ভাবে অন্য মানুষকে হেয় প্রতিপন্ন, ঠাট্টা, বিদ্রুপ, অবহেলা করার জন্য ব্যবহার করি তাহলে তা মারাত্মক অহংকারে রূপান্তরিত হয়। যেমন একজন ছাত্র সে লেখাপড়া বেশ ভালো। পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করেছে। ঐ ছাত্র অন্য ছাত্রছাত্রীদের বলতে পারে আমি ভালো রেজাল্ট করেছি আমার কাছে বেশ আনন্দ লাগছে এটা বলা তার গর্বের বিষয়। কিন্তু সে যদি অন্য ছাত্রছাত্রীদের বলে, আমি সেরাদের সেরা। আমার মতোন ভালো রেজাল্ট আর কেউ করতে পারবে না।
তোরা সবাই মূর্খ গাধা, তোরা লেখাপড়া করে কি করবি। শিক্ষকেরা সবাই আমাকে ভালোবাসে। তোদের কে ভালোবাসে না। এই ধরনের আত্ম অহংকার বোধ করা, নিজের যা আছে তা নিয়ে অন্যকে ঠাট্টা বিদ্রুপ, অবহেলা করাই হলো অহংকার। আর এই অহংকার হচ্ছে পতনের মূল। যে যতো বেশি অহংকার করে সে ততো বেশি খুব দ্রুত সময়ের মধ্যে পতনের দিকে ধাবিত হয়। অহংকার করা খুবই মারাত্মক বদ অভ্যাস গুলোর মধ্যে একটি। তাই আমাদের কোনভাবে অহংকার করা যাবে না। অহংকার মানুষ কখনো প্রকৃতপক্ষে সুখী হতে পারে না।
নিজের যশ-খ্যাতি, সম্মান, অর্থসম্পদ, প্রভাবপ্রতিপত্তি এই সব বিষয় নিয়ে অন্যকে অবহেলা করা যাবে না। যতো বেশি বিনয়ী হওয়া যায় ততো বেশি প্রকৃত সুখ উপলব্ধি করা যায়। অহংকার মনে নিয়ে অন্য জনকে তুচ্ছ-তাচ্ছিল্য করা উচিত নয়। যার সবকিছু থাকা সত্ত্বেও নিজে বিনয় হয় তার সম্মান সব দিকে ছড়িয়ে পড়ে। আর যে অহংকার প্রদর্শন করে তার সম্মান দিনে দিনে কমতে থাকে এইটাই প্রকৃত সত্য। জীবনে যেকোনো কিছু নিয়ে অহংকার করা খুবই মারাত্মক বদ অভ্যাস।
আমাদের অহংকার পরিহার করতে হবে। আমাদের মন রাখতে হবে এই অহংকার আমাদের জীবনকে পতনের দিকে নিয়ে যায়
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
হ্যাঁ কিছু মানুষ আছে যারা আত্ম অহংকারে এরকম খোঁচা মেরে কথা বলে অর্থাৎ অতিরিক্ত অহংকারে অন্যদেরকে ছোট করে দেখে তাদের একসময় পতন হয়ে যায় অর্থাৎ তারা সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে না।
জি ভাই অহংকার ব্যক্তি কখনো সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে না। ধন্যবাদ আপনাকে ভাই।
অহংকার কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না। অহংকারী মানুষ কখনোই ভালো কিছু করতে পারবে না। নিজেকে বড় মনে করে কখনো কিছু করা করাকে আমার তেমন একটা পছন্দের না। যাইহোক, আপনি আজকে খুবই সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করেছেন। বেশ ভালো লাগলো।
জি ভাই, অহংকারী মানুষ কখনোই ভালো কিছু করতে পারবে না। ধন্যবাদ আপনাকে ভাই।
রাজা রাজড়াদেরও অহংকার থাকত।কিন্তু তারা তাদের যশ প্রতিপত্তি নিয়ে অপারক মানুষদের সামনে নিজেকে তুলনায় বসিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রজাতি বলে প্রমাণ করার চেষ্টা করত না। মানুষের এই তুলনামূলক চিন্তাভাবনাটাই খুবই হানিকারক। যার যেটা আছে সেটা বলবেই তাকে অহংকার করা বললেও বলবে আর না বললেও বলবে, কিন্তু কোন একটি দুর্বল ব্যক্তি কে নিয়ে বা তার থেকে কমজরি মানুষকে তুলনায় এনে নিজেকে উঁচু দেখানোটা অত্যন্ত অসভ্যতার। তবে আজকাল তুলনামূলক জীবনই যেন অত্যধিক ভাবে পৃথিবী দখল করছে।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে আপু অসংখ্য ধন্যবাদ জানাই।
ভাই আজ আপনি খুব সুন্দর একটি টপিক নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন। আপনি একদম ঠিক বলছেন যার অহংকার যত বেশি তার পতন তত বেশি। আমাদের কোন ক্ষেত্রে অহংকার করা উচিত নয়।কিছু কিছু মানুষ আছে অতিরিক্ত অহংকার দেখায় এবং অন্যকে খোঁচা দিয়ে কথা বলে। অহংকারী মানুষ কখনোই ভালো কিছু কাজ করতে পারে না। যার অহংকার যত বেশি তার পতন ও হবে দ্রুত।
জি আপু এইটাই প্রকৃত সত্য যার অহংকার যতো বেশি তার পতন ও হবে দ্রুত। ধন্যবাদ আপনাকে আপু।
শুকরিয়া ভাই।
please follow this ,
https://steemit.com/hive-129948/@rex-sumon/very-important