কিছু ফুলের আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগ9 days ago (edited)

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

1000041635.jpg

জবা ফুলের আলোকচিত্র

IMG20231211093948.jpg

IMG20230802101502.jpg
লোকেশন
Device :- realme C55

জবা ফুল আমাদের সকলের বেশ পরিচিত ফুল। আমাদের দেশের সর্বত্র জবা ফুল দেখতে পাওয়া যায় । জবা হলো চিরসবুজ গুল্ম পুষ্পধারী উদ্ভিদ । জবা ফুল অনেক রঙের হয়ে থাকে। জবা ফুলের কয়েকটি প্রজাতি রয়েছে। এই ফুলগুলো রাস্তার দুই পাশে, বসতবাড়ি আঙিনায়, খাল বিল জলাশয়ের ধারে, ফুল বাগিচায় দেখতে পাওয়া যায়। জবা ফুল সাধারণত লাল, সাদা, হলুদ, গোলাপি এবং খয়রি রংয়ের হয়ে থাকে। ‌জবা গ্রীষ্মকাল ও শরৎ কালে ফোটে থাকে। পাঁচ পাপড়ির বৈশিষ্ট্য জবা ফুল দেখতে খুবই সুন্দর। ‌

বাগান বিলাস ফুলের আলোকচিত্র

IMG20240218130826.jpg

IMG20231109100324.jpg
লোকেশন
Device :- realme C55

বাগান বিলাস ফুল দেখতে খুবই সুন্দর‌ । বাগান বিলাস ফুল গুলো সৌন্দর্য খুবই অসাধারণ। বাড়ির সামনের সৌন্দর্য বৃদ্ধির জন্য গেটের পাশে এই ফুল গুলো লাগানো হয়ে থাকে। এই ফুল গুলোকে অনেকে গেইট
ফুল বলে থাকে। বাগান বিলাস হচ্ছে লতা জাতীয় বৃক্ষ। বাগান বিলাসের পাপড়ি উজ্জ্বল রঙের কাগজের ন্যায় হয়ে থাকে। বাগান বিলাসের অনেক জাত রয়েছে। এই ফুল গুলো গোলাপি, সাদা, এবং হলুদ রঙের হয়ে থাকে।

শাপলা ফুলের আলোকচিত্র

IMG20230810115118.jpg
লোকেশন
Device :- realme C55

শাপলা আমাদের জাতীয় ফুল। শাপলা সপুষ্পক জলজ উদ্ভিদ। শাপলা ফুল দেখতে খুবই সুন্দর। শাপলা ফুল পুকুর, খাল, বিল, বিভিন্ন জলাশয়ে ফুটে থাকে‌ । ফুলের কাণ্ড বা, ডাটি ভাজি করে খাওয়া হয়। শাপলা ফুল নানা রঙের দেখা যায় । শাপলা ফুল গোলাপী, সাদা, নীল এবং বেগুনি রঙের হয়ে থাকে। গোলাপী, সাদা রঙের শাপলা ফুল বেশি দেখতে পাওয়া যায়। শাপলা ফুল বর্ষা ও শরৎ কালে ফুটে থাকে‌। ‌ জলাশয়ে যখন একসাথে অনেকগুলো শাপলা ফুল ফুটে থাকে তখন দেখতে খুব সুন্দর লাগে। ভোরবেলা শাপলা ফুল ফুটে থাকে।

গন্ধরাজ ফুলের আলোকচিত্র

IMG20230803134145.jpg
লোকেশন
Device :- realme C55

গন্ধরাজ ফুলের সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। গন্ধরাজ চির সবুজ উদ্ভিত। সাদা পাপড়ির ফুলের সৌন্দর্য বেশ অসাধারণ। গন্ধরাজ ফুল আমাদের কাছে অতি পরিচিত ফুল। সুগন্ধের জন্য গন্ধরাজ বেশ জনপ্রিয়‌ । দো-আঁশ ও বেলে মাটি গন্ধরাজ চাষের জন্য বেশ উপযোগী। গন্ধরাজগাছে ফুল রাতের বেলা ফোটে। এই ফুল গুলো গ্রীষ্মকালে বেশি ফোটে থাকে। এই ফুল গুলো সৌন্দর্য বেশ মনোমুগ্ধকর।

মোরগ ফুলের আলোকচিত্র

IMG20231109095944.jpg

IMG20231109095908.jpg
লোকেশন
Device :- realme C55

মোরগ ফুল দেখতে খুবই সুন্দর। এই ফুল গুলো আমাদের বেশ পরিচিত। বাগানে সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুল গুলো ব্যাপক জনপ্রিয়। এই ফুল গুলোর সৌন্দর্য বেশ অসাধারণ। এই ফুল গুলো দেখতে মোরগের মাথার ঝুঁটির মতো লাগে। মোরগ ফুলের পাপড়ি উজ্জ্বল রঙের মোলায়েম পালকের মতো। বসতবাড়ির উঠোনের পাশে, রাস্তার ধারে, বিভিন্ন জায়গায় মোরগ ফুল ফুটে থাকে। এই ফুল গুলো গন্ধহীন হয়ে থাকে। মোরগ ফুলের পাতা লম্বাটে হয়ে থাকে। মোরগ ফুল হেমন্ত কালে ফুটে থাকে।

সালভিয়া ফুলের আলোকচিত্র

IMG20240211110048.jpg

IMG20230914170400.jpg

লোকেশন
Device :- realme C55

সালভিয়া ফুল দেখতে খুবই সুন্দর।
সালভিয়া ফুল সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে থাকে। লাল পাপড়ির ফুল গুলো সৌন্দর্য বেশ অসাধারণ। এই ফুল গুলো টবের মধ্যে বাসার বারান্দায় এবং ছাদে লাগানো যায়।
সালভিয়া ফুল গ্রীষ্ম এবং শরত কালো ফুটে থাকে।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্ট টি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 8 days ago 

আজ আপনি আমাদের মাঝে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি ছিল অসাধারণ। অনেকদিন হলো গন্ধরাজ ফুল দেখিনা। তবে আজ আপনার পোষ্টের মাধ্যমে ফুলটি দেখতে পেয়ে খুব ভালো লাগলো। আপনার ফটোগ্রাফির মধ্যে বাগান বিলাস ফুলটি দেখতে খুব সুন্দর লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।

 2 days ago 

বাগান বিলাস ফুলটি দেখতে আপনার কাছে খুব সুন্দর লাগছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 9 days ago 

আপনি আজকে বেশ কয়েকটি জনপ্রিয় ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন, আপনার তোলা প্রতিটি ফুলের ফটোগ্রাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আমার কাছে আপনার তোলা শাপলা ফুলের আলোকচিত্র টি অনেক বেশি ভালো লেগেছে। দীর্ঘ দিন আপনার মাধ্যমে শাপলা ফুলের ফটোগ্রাফী দেখার সুযোগ হলো।

 2 days ago 

অনেকদিন পর শাপলা ফুলের আলোকচিত্র দেখেছেন জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 9 days ago 

সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন ভাইয়া। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনার ফটোগ্রাফির হাত ভীষন ভালো। আমার কাছে আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি দারুন লেগেছে।ধন্যবাদ ভাইয়া চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 days ago 

আসলে আপু সুন্দর ফটোগ্রাফি করার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য।

 8 days ago 

দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ সুন্দর লেগেছে ভাই। বিশেষ করে জবাফুলের সৌন্দর্যটা আমার কাছে বেশি ভালো লেগেছে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 days ago 

জি ভাই জবা ফুলের সৌন্দর্য খুবই অসাধারণ ধন্যবাদ আপনাকে।

 8 days ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমি রীতিমত মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া। আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি এতটাই সুন্দরভাবে শেয়ার করেছেন তা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছে। বিশেষ করে শাপলা ফুলের ফটোগ্রাফি এবং জবা ফুলের ফটোটি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 days ago 

ফটোগ্রাফি গুলো দেখে আপনার কাছে ভালো লাগছে যেন খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে ভাই।

 8 days ago 

হলুদ জবা টা বেশি ভালো লাগছে। এককথায় চমৎকার। অনেকদিন পর শাপলা ফুল দেখলাম। মনে হচ্ছে একেবারে সকালের ফ্রেশ শাপলা। শাপলার পাশাপাশি অন্য ফুলের ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর করেছেন ভাই। সবমিলিয়ে দারুণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 days ago 

জি ভাই শাপলা ফুলের ফটোগ্রাফি সকাল বেলায় করেছি‌। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 8 days ago 

অনেক সুন্দর দেখতে কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। যেগুলো দেখে আমি তো ফুল গুলোর ফটোগ্রাফির মধ্যেই হারিয়ে গিয়েছিলাম। প্রত্যেকটা ফুলের সৌন্দর্য এত বেশি সুন্দরভাবে ফুটে উঠেছে যে, আমি তো কোনো রকমেই চোখ ফেরাতে পারছিলাম না ফটোগ্রাফি গুলো দিক থেকে। ভিন্ন ভিন্ন রকমের এই ফুলগুলো ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে করেছেন। আর দুই কালারের একই রকম ফুলের ফটোগ্রাফিও ভালো লেগেছে দেখতে। আপনার সবগুলো ফুলের ফটোগ্রাফি ছিল একেবারে মন ছোঁয়া।

 2 days ago 

ফটোগ্রাফির দেখে এতো দুর্দান্ত প্রশংসা করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 8 days ago 

যে কোন কিছুর রেনডম ফটোগ্রাফি করলে আমার কাছে সেটা দেখতে অনেক সুন্দর লাগে। আর যদি ফুলের রেনডম ফটোগ্রাফি করা হয় তাহলে তো কোন কথাই নেই। কারণ ফুল এমনিতেই সুন্দর, আর ফুলের রেনডম ফটোগ্রাফি করলে ফুলগুলোর সৌন্দর্য আরো অনেক সুন্দর ভাবে ফুটে উঠে। যা দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাই। আজকে আপনি যে ফুলগুলোর ফটোগ্রাফি করেছেন এগুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।

 2 days ago 

জি ভাই, ফুলের সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 9 days ago 

ভাই আপনি যে চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেন সেটা অনেক আগে থেকেই বুঝতে পেরেছিলাম আপনার ফটোগ্রাফি গুলো দেখে। আজকেও অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন দেখে বেশ ভালো লাগলো। ফুলের ফটোগ্রাফি সব সময় আমি অনেক বেশি পছন্দ করি। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 days ago 

এত সুন্দর প্রশংসা করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 8 days ago 

ভাইয়া এত চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। এত সুন্দর সুন্দর ফুল দেখলে ফটোগ্রাফি না করে থাকা যায় না। জবা, বাগান বিলাস,শাপলা ও গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। বিশেষ করে শাপলা ফুলের মধ্যে বৃষ্টির ফোঁটার মতো পানি লেগে রয়েছে দেখে আরও বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 days ago 

ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60191.28
ETH 3302.01
USDT 1.00
SBD 2.36