টমেটো 🍅 চাষ পদ্ধতি।

in আমার বাংলা ব্লগ2 days ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, কৃষি বিষয় নিয়ে কথা বলবো। তা হলো টমেটো কিভাবে আমি উৎপাদন করছি সেই ‌সম্পর্কে বলতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000042470.jpg

টমেটো চাষাবাদ করতে আমার যেসব উপকরণ সমূহ প্রয়োজন হয়েছে তা হলো:-

১ - জমি
২ - টমেটোর চারা
৩ -কোদাল
৪ -রাসায়নিক সার- ইউরিয়া, টিএসপি,এমপি বা, পটাশ, ফসফেট ।
৫ -জৈব সার- গরুর গোবর, হাঁস-মুরগির বিষ্ঠা, তরু তরকারী কাটার পর অবশিষ্ট অংশ, ছাই- লারকি জ্বালানোর পর অবশিষ্ট অংশ।
৬ -লাঠি (মাটির বড় অংশ ভাঙ্গার জন্য)।
৭-পানি
৮- বালতি এবং জগ ইত্যাদি‌।

আমি যেভাবে টমেটো উৎপাদন করেছি তার বিবরণ :-

↘️ধাপ :- ১↙️

IMG20240108114534.jpg

  • প্রথমে আমি আমাদের ৪ শতাংশ জমিতে বড় ট্রাক্টর দিয়ে দুই চাষ দিয়েছি। তারমধ্যে ২ শতাংশ জমি টমেটো চাষের জন্য নির্ধারণ করি। পরবর্তীতে মাটির যে অংশ গুলো বড় রয়েছে তা লাঠি দিয়ে ভেঙ্গে ছোট করে নিয়ে মাটি ঝুরঝুরে করে নিলাম।

↘️ধাপ :- ২↙️

1000042441.jpg

  • আমি জমির মধ্যে তিন বস্তা জৈব সার- গরুর গোবর, হাঁস-মুরগির বিষ্ঠা, তরু তরকারী কাটার পর অবশিষ্ট অংশ ছারি লারকি জ্বালানোর পর অবশিষ্ট অংশ ছিটিয়ে মাটির সাথে মিশিয়ে দিলাম।

↘️ধাপ :- ৩↙️

1000042437.jpg

  • এখন আমি জমিতে পরিমাণ মতো রাসায়নিক সার ব্যবহার করেছি। আমি রাসায়নিক সার এর মধ্যে ইউরিয়া, টিএসপি,এমপি বা, পটাশ, ফসফেট সার ইত্যাদি জমি প্রয়োগ করি। আমি সার গুলোকে পরিমাণ মতো একটি পাত্রে একসাথে রাখি‌। তারপর মিশ্রন করি এবং জমিতে সমান ভাবে ছিটিয়ে প্রয়োগ করি মাটিতে মিশিয়ে দিলাম।

↘️ধাপ :- ৪↙️

IMG_20240701_145459.jpg

  • আমি জমিতে টমেটো চারা রোপন করার জন্য চার আড়ি প্রায় ৬০ টি চারা বাজার থেকে ক্রয় করে নিয়ে আসলাম ‌ ।

IMG_20240701_145816.jpg

  • তারপর সাড়িবদ্ধভাবে টমেটো চারা গুলোকে দূরত্ব অনুযায়ী রোপন করে নিলাম।

↘️ধাপ :- ৫↙️

1000042446.jpg

  • টমেটো চারা রোপনের পরে পাঁচ থেকে ছয় দিন সকাল বিকেল টমেটোর চারার মধ্যে নিয়মিত পানি দিলাম। পানি দেওয়াতে টমেটো গাছ গুলো সতেজ ভাবে বেড়ে উঠছে।

↘️ধাপ :- ৬↙️

  • টমেটো গাছে লাঠি বেঁধে দিলাম যাতে গাছের শাখা প্রশাখা মাটির সাথে লেগে না যায়। টমেটো গাছ বেড়ে উঠেছে দেখে আমার কাছে ভীষণ ভালো লাগলো।

↘️ধাপ :- ৭↙️

1000042453.jpg

  • ধীরে ধীরে টমেটো গাছ বড় হতে লাগলো। জমিতে মাটির আদ্রতা কমে গেছে। অর্থাৎ মাটি শুকিয়ে গেছে। তাই আমি কয়দিন পরপর মোটর দিয়ে পানি দিয়েছি। নিয়মিত পানি দিলে ফসল ভালো হয়ে থাকে। পানি দেওয়ার পর আমি টমেটো গাছের চারপাশের আগাছা পরিষ্কার এবং গাছের পরিচর্যা করছি।

↘️ধাপ :- ৮↙️

1000042457.jpg

  • টমেটো গাছ দ্রুত বৃদ্ধি এবং ফলন ভালো হওয়ার জন্য আমি ফ্লোরা নাইট্রোবেনজিন ৫ লিটার পানির সাথে ১০মি.লি মিশিয়ে ভালো করে দশ দিন পর পর দুই বার স্প্রে করি। ফ্লোরা নাইট্রোবেনজিন ব্যবহারের ফলে গাছের শিকড় কান্ড পাতার খাদ্য সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পায়। উদ্ভিদের ফুল এবং ফল এর পরিমাণ বৃদ্ধি পায়। ফুল ঝরে পড়া রোধ হয়। অধিক পরিমাণ ফসল উৎপাদন হয়।

↘️ধাপ :- ৯↙️

1000042458.jpg

IMG20240114151453.jpg

  • টমেটো ফুলে সমস্ত ক্ষেত ভরে গেলো। টমেটো গাছে যখন ফুল আসলো তা দেখে আমার কাছে খুব ভালো লাগলো।

↘️ধাপ :- ১০↙️

1000042463.jpg

*মাশাল্লাহ টমেটো গাছে অনেক টমেটো ধরতেছে। টমেটো গাছে অনেক টমেটো ধরতেছে দেখে সত্যি আমার সাথে বেশ অন্যরকম খুশি অনুভব হচ্ছে।

↘️সর্বশেষ ধাপ↙️

IMG20240126145822.jpg

IMG20240126145845.jpg

IMG20240126145942.jpg

IMG20240216105730.jpg

আমি নিয়মিত টমেটো গাছে পরিচর্যা করছি। টমেটো গুলো দিন দিন বড় হচ্ছে। কিছুদিনের মধ্যে টমেটো গুলো পরিপক্ক হবে। তখন পরিবারের চাহিদা মিটিয়ে আত্মীয় স্বজন সকলকে নিজের ক্ষেতের টমেটো দিতে পারবো এই ভেবে বেশ আনন্দ হচ্ছে। আসলে নিজের ক্ষেতের কোন কিছু আত্মীয়-স্বজনকে দিতে পারলে বেশ ভালো লাগে। যখন নিজের হাতে ফসল সংগ্রহ করতে পারবো তখন আরো বেশি আনন্দিত হবো। নিজের হাতে ফসল সংগ্রহ করার আনন্দটাই অন্যরকম হয়ে থাকে।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকৃষি (শাকসবজি উৎপাদন)
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ
  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 days ago 

টমেটো চাষের পদ্ধতি দেখে খুবই ভালো লাগলো। আমিও বাড়িতে কিছু টমেটো গাছ লাগিয়েছিলাম। আর টবে কিছু টমেটো গাছ লাগিয়েছিলাম। সেগুলো অনেক ভালো হয়েছিল। আপনি অনেক সুন্দর করে টমেটো চাষের পদ্ধতি তুলে ধরেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 days ago 

আপনাকে ভাই ধন্যবাদ জানাই পোস্ট দেখে এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 2 days ago 

মাঝে মাঝে আপনার বিভিন্ন সবজির চাষ পদ্ধতি দেখে বেশ ভালোই লাগে।বেশ সময় নিয়ে এগুলো চাষ করা হয়। টমেটোগুলো দেখতে বেশ ভালো লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 2 days ago 

জি আপু, আমি চেষ্টা করি আপনাদের মাঝে বিভিন্ন সবজি পদ্ধতি উপস্থাপন করার জন্য। ধন্যবাদ আপনাকে আপু।

 2 days ago 

আমরা অনেকেই এই টমেটো চাষ পদ্ধতি জানি না। আজকে আপনি আমাদের সকলের সুবিধার্থে টমেটো চাষ পদ্ধতি তুলে ধরেছেন। আপনি একদম সঠিক চাষ পদ্ধতি আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন। ভাইয়া আপনার টমেটো গাছ গুলোর মধ্যে দেখছি খুবই সুন্দর টমেটো ধরেছো।

 2 days ago 

আপনি দীর্ঘ সময় ধরে কিছু পোস্ট শেয়ার করেন যেগুলো আমার কাছে বেশ ভালো লাগে। এর আগে আপনি কয়েকটি সবজি চাষ পদ্ধতি আমাদের সাথে শেয়ার করেছিলেন। আজকে টমেটো চাষ পদ্ধতি নিয়ে উপস্থিত হলেন ভীষণ ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি বিস্তারিত তুলে ধরেন অনেক সময় সারাক্ষণ ব্যাপার। আশা করি আপনার থেকে এরকম চাষ পদ্ধতি আরও দেখতে পাবো শুভকামনা রইল।

 2 days ago 

আমি যদি ভুল না হয়ে থাকি, এর আগেও আপনি এভাবে করে অনেকগুলো শাকসবজি ফলনের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটি ধাপ উপস্থাপন করেছেন যা সত্যি অনেক সময় সাপেক্ষ একটি বিষয়। আজকেও আপনি ঠিক একই ভাবে একটি পোস্ট করেছেন টমেটো চাষের পদ্ধতি। আসলে যারা আমরা বাসায় বাগান করে টমেটো কিংবা বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করতে চাই আপনার এই পোস্টটি আমাদের সকলের জন্য অনেক উপকারে আসবে বলে আমি মনে করি।

 2 days ago 

আজ আপনি আমাদের সাথে টমেটো চাষের পদ্ধতি শেয়ার করেছেন। অনেকেই হয়তো জানেন না টমেটো কিভাবে চাষ করতে হয়। আপনি খুব সুন্দর ভাবে টমেটো চাষ পদ্ধতি বর্ণনা করেছেন। যে কেউ আপনার পোস্টটি পড়লে এরূপভাবে টমেটো চাষ করতে পারবেন। সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 days ago 

আমি যেমন বাগান করতে পছন্দ করি তেমনি যারা চাষাবাদের সঙ্গে সংযুক্ত আছেন তাদের কাছে আপনার এই পোস্টটি বেশ কার্যকরী হবে। টমেটো চারার প্রথম থেকে শেষ অব্দি কিভাবে পরিচর্যা করতে হবে তা সম্পূর্ণ আপনার পোস্টে তুলে ধরেছেন। বেশ ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ ভাইয়া টমেটো চাষ পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 yesterday 

টমেটো ভীষণ জনপ্রিয় একটি সবজি।টমেটো সব কিছুর সুস্বাদ বেড়ে দেয়। আপনি চমৎকার সুন্দর পদ্ধতি তে টমেটো চারা রোপন করছেন এবং চারা রোপন পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। বেশ ভালো লাগছে আপনার টমেটো লাগানোর জন্য তৈরি করা জমি টি দেখতে।আপনি চারা রোপন জমি তৈরি, চারা রোপন,সেস দেয়া, চারাগুলো বড়ো হওয়া,ফুলও ফল আসা সব কিছুই ধাপে ধাপে তুলে ধরেছেন। আপনার পোষ্টটি দেখে বুঝতে পারছি বেশ অনেক সময় অপেক্ষা করতে হয়েছে আপনাকে ধাপে ধাপে পুরা পোস্ট টি সাজানোর জন্য। আপনাকে টমেটো রোপন করার জন্য জমি তৈরি করা পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 yesterday 

ভাইয়া আপনি দেখতেছি টমেটো চাষ করার পদ্ধতি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে টমেটো কিভাবে চাষ করতে হয় আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম। এখন বেশিরভাগ মানুষ বাজার থেকে টমাটো চারা এনে রোপন করে। আপনি দেখতেছি ৬০টি চারা বাজার থেকে এনে রোপন করেছেন। তবে আমার হাজব্যান্ড অল্প কিছু টমেটো চারা রোপন করে খাওয়ার জন্য। তবে আপনার পোস্টটি দেখে সত্যি অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60191.28
ETH 3302.01
USDT 1.00
SBD 2.36