রেসিপি || মুরগির রোস্ট
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল সদস্যগণ আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার রহমতে পরিবার নিয়ে আপনারা সকলেই ভালো ও সুস্থ আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো ও সুস্থ আছি।
আজ আমি আপনাদের মাঝে আবারও একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপিটি হলো মুরগির রোস্ট।
উপকরণসমূহ | পরিমাণ সমূহ |
---|---|
মুরগি | ২টি |
টক দই | ১কাপ |
কাজুবাদাম | ৮/১০টি |
কিসমিস | ১৫/২০টি |
মৌরী | ২চামচ |
পোস্তদানা | ২ চামচ |
গোলমরিচ | ১০/১২টি |
লং | ৭/৮টি |
দারচিনি | ৪/৫টি |
সাদা এলাচ | ৭/৮টি |
আদা বাটা | ২ চা চামচ |
রসুন বাটা | ৩ চা চামচ |
জিরা বাটা | ১ চামচ |
টমেটো সস | পরিমাণ মতো |
লেবু | ১ চামচ |
চিনি | ১ চামচ |
পিয়াজ বাটা | ৪/৫ টি |
কাঁচা মরিচ | ৫/৬ টি |
তেল | পরিমাণ মতো |
লবণ | পরিমান মত |
ঘি | ৩ চা চামচ |
আসসালামু আলাইকুম। আমি আফরিন খান উপমা। আমি রাজশাহী বিভাগের বগুড়া জেলায় বসবাস করি। আমি ইন্টার সেকেন্ড ইয়ারের মানবিক বিভাগের একজন ছাত্রী। আমার জাতীয়তা বাংলাদেশী। আমি একজন ব্লগার উদ্যোক্তা। আমি গান গাইতে , নতুন নতুন রেসিপি তৈরি করতে এবং ছাদ বাগান করতে খুব ভালোবাসি। আমি আনন্দময়ী এবং সকলকে নিয়ে হৈহুল্লর ও একসঙ্গে সকলকে নিয়ে মজা করতে পছন্দ করি। আমি সকলের দুঃখে দুঃখী এবং সকলের সুখে সুখী
আমার পছন্দের খাবার গুলোর মধ্যে রোস্ট অন্যতম। মুরগির রোস্ট টা দারুণ তৈরি করেছেন আপু। দেখে বেশ লাগছে। রোস্ট তৈরির প্রতিটা ধাপ খুবই সুন্দর উপস্থাপন করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার রোস্টের রেসিপি টা। ধন্যবাদ আপনাকে।।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
খুব সুন্দর একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন রেসিপিটি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। মুরগির রোস্ট দেখে খুব লোভনীয় লাগছে দেখে খেতে ইচ্ছা করছে। খুব সুন্দরভাবে উপকরণ এবং ধাপগুলো উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
মুরগির রোস্ট রেসিপি দারুন হয়েছে আপু। দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আর কালারটাও দারুণ এসেছে। আপনি অনেক সুন্দর করে মুরগির রোস্ট রেসিপি তৈরির প্রসেস তুলে ধরেছেন। মজার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
আপু ঠিক বলেছেন খেতেও বেশ সুস্বাদু হয়েছিল। আপনার জন্য রইল শুভকামনা।
খুব সুন্দর একটি মুরগির রোস্ট এর রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটি দেখে জিভে জল এসে গেল। রেসিপিটি দেখতে লোভনীয় এবং সুন্দর লাগছে। খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। রেসিপিটি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করে শেয়ার করার জন্য ধন্যবাদ
ঠিক বলেছেন আপু মুরগির রোস্ট খেতে দারুন হয়েছিল। আপনার জন্য রইল শুভকামনা।
আসলে এতো সুন্দর রেসিপি দেখলে খাওয়ার লোভ কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ে। আপনার মুরগির রোস্ট উপস্থাপন বেশ দুর্দান্ত হয়েছে। দেখে মুরগির রোস্ট খেতে খুব ইচ্ছে করতেছে। আপনি বেশ সুন্দর করে রন্ধন প্রক্রিয়া উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।
সুন্দর ও উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
মুরগির রোষ্ট সবার প্রিয় একটি খাবার।আপনি চমৎকার সুন্দর করে মুরগির রোষ্ট বানিয়েছেন এবং তা চমৎকার সুন্দর গুছিয়ে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর মুরগির রোষ্ট রন্ধন প্রনালী আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপু কি রেসিপি শেয়ার করলেন দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। মুরগির রোস্ট খেতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে পোলাও এর সাথে মুরগির রোস্ট খেতে দারুন হয়। অনেক ভালো লেগেছে আপনার রেসিপির উপস্থাপনা এবং কালার কম্বিনেশন।
আপু সময় পেলে আসবেন অবশ্যই রান্না করে খাওয়াবো। আপনার জন্য রইল শুভকামনা।
মুরগির রোস্ট আমাদের সবারই অনেক পছন্দের একটি খাবার।আপনার রেসিপি দেখে আমার খুবই লোভ লাগছে।খুবই সুন্দর করে ধাপ গুলো তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর করে উপস্থাপন করার জন্য ন
সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
অতিশয় সুস্বাদু একটি রোস্ট রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। বেশ চমৎকার হয়েছে আপনার এই রেসিপি তৈরি করা। প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন আমাদের মাঝে। দেখে যেমন লোভনীয় মনে হলো আপনার এই রেসিপি ঠিক তেমনি ভালো লাগলো উপস্থাপনা।
জ্বী ভাইয়া রোস্ট খেতে খুব মজাদার হয়েছিল। সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন মুরগির রোস্ট রেসিপি। আসলে আমি মুরগির রোস্ট রেসিপি খেতে বেশ পছন্দ করি। আপনি বাড়িতে একা একা তৈরি করে খেয়ে ফেলেছেন আমাকে দাওয়াত দিলেই পারতেন। এত সুন্দর ভাবে রেসিপি তৈরির পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
আসলে আমার আম্মু খুব মজা করে রোস্ট রান্না করে। রোস্ট খেতেও দারুন হয়েছিল। আপনার সময় হলে চলে আসবেন অবশ্যই খাওয়াবো।