আপনার পোস্টটি যতই পড়ছি ততই যেন আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ঠিক বলেছেন ভাইয়া রোজা না রাখলে যতটা অপমান বোধ হতো তার চেয়ে বেশি অপমান বোধ হতো বন্ধু-বান্ধবের রোজা রেখেছে কিনা সে প্রশ্নের উত্তর দিতে। তবে আমার মনে আছে রোজা রাখার জন্য ছোটবেলায় খুব কান্না করতাম, আম্মু বলতো তুই একদিন দুই থেকে তিনটা রোজা রাখ ।প্রথম প্রথম খুশি মনে রাখতাম😎 পরে যখন বুঝ হয়েছে তখন তো শুধু কান্না করতাম। ক্লাস সেভেন পর্যন্ত যেহেতু আপনি আপনার গ্রামের বাহিরে ছিলেন ,সেহেতু আপনার কাছে আপনার কৈশোর টা বেশি উপভোগ্য হয়েছে। চপের কথা আর কি বলব যখন থেকে আম্মু ভাজা শুরু করত তখন থেকেই খেতে খেতে অর্ধেক শেষ করে ফেলতাম। ঠিক বলেছেন ভাইয়া মনে হচ্ছে আর একটা বার যদি ফিরে পেতাম সেই সোনালী দিন গুলো।