নিজের এত প্রশংসা শুনে খুবই ভালো লাগছে। নিজের ভিতর একটা ভাব চলে এসেছে 😁। যাইহোক আমার কাছে মনে হয় গ্রামের বিয়ে গুলোতে কোন সেন্টারে করার থেকেও বাড়িতে করাটাই বেশ ভালো এবং সুন্দর লাগে। গায়ে হলুদের অনুষ্ঠান টা খুব সুন্দর হয়েছিল। সবাই বেশ ইনজয় করেছিল। এখনো মনে পড়ে যাচ্ছে সেই দিনটির কথা।
হয়েছে আপু এভাবে আর ফুলতে হবে না হাহাহা। ঠিক বলেছেন গ্রামের বিয়ে গুলো কিন্তু কমিউনিটি সেন্টার করার থেকে বাড়িতে করাটাই বেশি চমৎকার হয়। গায়ে হলুদের অনুষ্ঠানটি আসলেই অনেক সুন্দর হয়েছিল আমরা অনেক এনজয় করেছিলাম।