দাদা এই মুভিটি আমি দেখিনি কিন্তু পড়ে খুবই ভালো লেগেছে। আগের মত সাধারণত এখন সময় পাইনা। তাই এখন আর এগুলো ঘাঁটাঘাটিও করা হয় না। আগে সব সার্চ করে বের করে খুঁজে দেখতাম। আপনি ঠিক বলেছেন ভাইয়া মেয়েদের গায়ের কালো রং আর ছেলেদের টাক দুটি আমাদের সমাজে বিশাল বড় অভিশাপ। এ দুটি যে ছেলে মেয়ের মধ্যে আছে তারা সমাজে আতঙ্ক নিয়ে বড় হয়, তারা ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষের কাছে অবহেলিত হয়ে থাকে।