আপু আপনি একদম ঠিক বলেছেন আমরা এখন নিশাচর প্রাণী। আমাদের আগেকার দিনগুলো খুব ভালো কাটতো। সব টাইমিং করা ছিল। সকালে উঠে নাস্তা করা তারপর স্কুল যাওয়া স্কুল থেকে উঠে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমানো পড়াশুনা রাতে তাড়াতাড়ি ঘুম সব একদম পারফেক্ট ছিল। কিন্তু আমরা এখন দিন দিন খুব ব্যস্ত হয়ে পড়ছি। সারাদিন কাজ শেষ করে রাতেও মনে হয় আমাদের কাজ শেষ হয় না। তাইতো সারারাত কাজ করে আমরা প্রায় ভোররাতে যাই ঘুমোতে। সেজন্য আমাদের সকাল বেলার ঘুমগুলো এতো মজার হয়।
হ্যা,রাতে আরো বেশি কাজ চলে আসে।