বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ০১/০৪/২০২৩ইং

in আমার বাংলা ব্লগlast year

আমার বাংলা ব্লগ কমিউনিটি সকল সদস্য গণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন। আশা করি সবাই আল্লাহ রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি ইসলামি ফাউন্ডেশনের রিলিফ নিয়ে কিছু কথা বলবো।

IMG_20230401_104739~2.jpg

IMG_20230401_104739.jpg

IMG_20230401_104537.jpg

আমি একজন শারীরিক প্রতিবন্ধী বাড়িতে বসে থেকে অনলাইনে গ্রাফিক্স ডিজাইন কাজ করি এর ফাঁকে ফাঁকে আমাদের এলাকার খুব গরিব ও বন্যায় খতি গ্রস্ত মানুষদের নিয়ে আমি একটা সংগঠনে কাজ করি।

IMG_20230401_105819~2.jpg

সংগঠনের নামঃ-

সংগঠনের নাম হলো ইসলামিক ফাউন্ডেশন রিলিফ । এই সংগঠনের মাধ্যমে আমরা খতি গ্রস্ত মানুষদের সহযোগিতা করে থাকি। আমরা এই রমজানের আগের ১৯০ জন গরিব পরিবারকে ৫ কেজি সোলাবোট ৩০ কেজি চাউল, ২ লিটার তেল, ২ কেজি সেমাই, ৩ কেজি চিনি,এক ডজন সেলাইন, ও হাতে হাতে এক হাজার করে টাকা দিয়েছি। এই রমজানের আমরা আরো পরিকল্পনা করছি আরো ২৩০ জনকে ২০ রমজানের পরে কিছু ঈদের জন্য কিছু দিবো সেই বিষয়টা নিয়ে আজকে আমরা সবাই একখানে জমা হয়ছি।

IMG_20230401_105815.jpg

আমরা প্রতি দুই মাস পর পর মিটিং করি এসব বিষয় নিয়ে আলোচনা করি। প্রতিবার মিটিং হয় আমাদের প্রাথমিক বিদ্যালয়ের আজকে শনিবার তাই ইস্কুল বন্ধ ছিলো তাই ইস্কুলে পাশে বাড়িতে মিটিং করতে হয়েছে।

IMG_20230401_104532.jpg

আজকে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সামনে আসতেছে বন্যার সময় কি ভাবে রেহায় পাওয়া যায় তাই নিয়ে আলোচনা। তাছাড়া আমরা বন্যার সময় ওষুধ, বিশুদ্ধ পানি, খাবার দিয়ে থাকি।

IMG_20230401_105901.jpg

IMG_20230401_105903~2.jpg

IMG_20230401_105903.jpg

IMG_20230401_105914~2.jpg

IMG_20230401_105922.jpg

IMG_20230401_105924.jpg

ইসলামিক ফাউণ্ডেশন কি?

ইসলামিক ফাউন্ডেশন হল একটি সংগঠন যা ইসলামের শিক্ষা ও মূল্যবোধ প্রচার ও প্রসারে নিবেদিত। এটি ১৯৭৩ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এবং মার্কফিল্ড, লেস্টারশায়ারে অবস্থিত।

ইসলামিক ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হল মুসলিম ও অমুসলিমদের সমানভাবে শিক্ষা ও সাংস্কৃতিক সেবা প্রদান করা। এই পরিষেবাগুলির মধ্যে রয়েছে ইসলামিক শিক্ষা, একাডেমিক গবেষণা, প্রকাশনা, সম্মেলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে বৃহত্তর বোঝাপড়া এবং কথোপকথন গড়ে তোলার লক্ষ্যও সংস্থাটির।

ইসলামিক ফাউন্ডেশনের একটি একাডেমিক গবেষণা বিভাগ, একটি প্রকাশনা বিভাগ এবং একটি শিক্ষা বিভাগ সহ বেশ কয়েকটি বিভাগ রয়েছে। এর গবেষণা বিভাগ ইসলাম এবং মুসলমানদের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর একাডেমিক গবেষণা পরিচালনা করে, যখন এর প্রকাশনা বিভাগ ইসলামিক বিষয়ের উপর বই এবং অন্যান্য উপকরণ তৈরি করে।

ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষা বিভাগ প্রাপ্তবয়স্ক এবং শিশুদের জন্য কোর্স এবং একটি ইসলামিক স্কুল সহ বেশ কয়েকটি শিক্ষামূলক প্রোগ্রাম পরিচালনা করে। সংগঠনটি ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে বৃহত্তর বোঝার প্রচারের জন্য প্রদর্শনী এবং বক্তৃতার মতো সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে।

Sort:  
 last year 

ইসলামিক ফাউন্ডেশন এর বিষয়ে এত কিছু জানা ছিল না। যা আপনার পোষ্ট থেকে আজকে অনেক কিছুই জানতে পারলাম। তাদের মূল উদ্দেশ্য মুসলিম ও অমুসলিমদের সমানভাবে শিক্ষা ও সাংস্কৃতিক সেবা প্রদান করা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইসলামী ফাউন্ডেশন সম্পর্কে কিছু তথ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60122.55
ETH 3199.29
USDT 1.00
SBD 2.43