এডোবি ফটোশপ দিয়ে একটি ল্যান্ডস্কেপ ছবির কি ভাবে ম্যানিপুলেশন তৈরী করতে হয় পাঠঃ১

in আমার বাংলা ব্লগ2 years ago

হাই
বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করবো। বিষয়টি হচ্ছে এডোবি ফটোশপ দিয়ে একটি ল্যান্ডস্কেপ ছবির কি ভাবে ম্যানিপুলেশন তৈরী করতে হয়।

photo-manipulation-and-photoshop-editing-3.jpg
ফটোশপ দিয়ে এডিট করা

photo-manipulation-and-photoshop-editing-4.jpg
ফটোশপ দিয়ে তৈরী করা

আমরা সবাই জানি এডোবি ফটোশপ দিয়ে যে কোন পিকচার ম্যানিপুলেশন তৈরী করতে পারবেন। আমরা যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করি তাদের কাছে এডোবি ফটোশপ পরিচিতি ও জনপ্রিয়। আমরা চাইলে যে কোন পিকচার এডোবি ফটোশপ দিয়ে কোন ছবির ব্যাগরাউন্ড বাতিল করতে পারবো । আবার আমরা চাইলে নতুন ব্যাগরাউন্ড এড করতে পারবো। অথবা কেউ যদি ড্রাগন ল্যান্ডস্কেপ ছবির ম্যানিপুলেশন করতে চাইলে করতে পারবেন।

photo-manipulation-and-photoshop-editing-1.jpg
নিজের তৈরী ডিজাইন

ধরেন আপনি একটা গাছের পিকচার ম্যানিপুলেশন করবেন । আপনি চায়তেছেন মাটির নিচেও গাছের মত দেখা যাবে। এই কাজটি খুব সহজ প্রথমে সেই পিকচার নিবেন । তার পর পিকচারে মাপ যতটুকু ততটুকু নিচের দিকে অংশ বাড়তি করে নিবেন অথবা প্রথমে A4 সাইজের একটা পপাপ নিবেন তার পর পিকচারটা নিবেন । পিকচারটা উপর দিকে মিলিয়ে নিবেন তারপর পিকচারটা কন্টল (সি) দিয়ে কপি করবেন এর পর কন্টল (ভি) পোষ্ট করতে হবে। এখন পিকচারটা ডাবল হয়ছে দ্বিতীয় পিকচারটা নিচের দিকে নিয়ে আসতে হবে এখন আপনি কন্টল (টি) দিয়ে পিকচারটি মার্ক করবেন এরপর রাউন্ড ঘুড়িয়ে দিতে হবে এরপর দেখতে পারবেন পিকচারটি ম্যানিপুলেশন হয়েছে।

I-will-do-photo-manipulation-and-photoshop-editing-6.jpg
নিজের এডিট করা

আপনারা চাইলে বিভিন্ন লেয়ারের মাধ্যমে কাজ করতে পারবেন। এখানে অনেক রকমের টুলস আছে , বিভিন্ন ধরনের ব্রাশ আছে আপনি চাইলেয় ফিল্টার, কালার এরপর বিভিন্ন এক্সটেনশন, এর মাধ্যমে আপনার যে ভাবে ইচ্ছা সেই ভাবে কাজ করতে পারবেন।

শেষ কথা

ম্যানিপুলেশন নিয়ে সংক্ষীপ্ত ভাবে আলোচনা করলাম। পরর্বতী সময় যখন ম্যানিপুলেশন নিয়ে লেখবো তখন দিখিয়ে দিবো ইস্টেপ বাই ইস্টেপ । ধন্যবাদ

Sort:  
 2 years ago 

ফটোশপের কাজ খুব একটা করা হয়নি। তবে এই কাজগুলো শেখার আমার খুব ইচ্ছে আছে। আপনার এই পোস্ট খুব শিক্ষনীয় ছিল। অনেক সুন্দর ভাবে পুরো বিষয়টি তুলে ধরেছেন।
দেখে দেখে যে কেউ করতে পারবে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভিন্ন ধরনের একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেউ অনেক অনেক ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য

 2 years ago 

আপনার আজকের এই পোস্ট এর মধ্য দিয়ে আমি বেশ নতুন কিছু ধারনা অর্জন করতে পারলাম। তবে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে হবে যেন সকল শ্রেণীর মানুষ বুঝতে সুবিধা বোধ করে। এ জাতীয় পোস্টগুলো আমার খুবই ভালো লাগে, তাই আরো সুন্দরভাবে বিস্তারিত বর্ণনার সাথে উপস্থাপন করার চেষ্টা করলে খুশি হবে।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ এরপর থেকে যেগুলো পোস্ট করবো সেখানে দেখিয়ে দিবো এবং ডিটেইলস উল্লেখ করে দেখাবো।

 2 years ago 

আপনার পোস্টটি সত্যিই শিক্ষনীয় এবং এই পোস্টের মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পারলাম। আশা করছি পরের বার থেকে আরও বিস্তারিত আলোচনা করে আমাদের কাছে উপস্থাপন করবেন। অনেক ধন্যবাদ আপনাকে, এমন শিক্ষনীয় একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 97530.68
ETH 3346.63
USDT 1.00
SBD 3.06