প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন রিভিউ পাটঃ৩ (১৯-০২-২০২৩ ইং)

in আমার বাংলা ব্লগlast year

আমার বাংলা ব্লগ” এর কমিউনিটির সকল সদস্য আসসামু আলাইকুম সকলে কেমন অছেন। আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকেউ আমি আমার গ্রাফিক্স ডিজাইনের একটি প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইনের রিভিউ নিয়ে কিছু কথা।

#3 Man Holding Business Card.png
নিজের তৈরী ডিজাইন

89.jpg
নিজের তৈরী ডিজাইন

বিজনেস কার্ড ডিজাইরে সাইজ

আমরা যারা ডিজাইন তৈরী করি অথবা কাউকে ডিজাইন তৈরী করাই তখন বিজনেস কার্ড ডিজাইরে মাপ দিতে হয় । বিজনেস কার্ড ডিজাইরে সাইজ সাধারণত ৩.৫ ইঞ্চি লম্বা আর ২ ইঞ্চিচোওরা এর সাথে ০.২৫ ইঞ্চি ব্লেড যোগ করতে হয়। তা হলে এর সাইজ ৩.৭৫ ইঞ্চি লম্বা আর চোওরা ২.২৫ ইঞ্চি।

mockup2.jpg
নিজের তৈরী ডিজাইন

বিজনেস কার্ড কি?

আমরা সবাই জানি একটি প্রফেশনাল বিজনেস কার্ড একজন ব্যক্তি পরিচিতি যার মাঝে ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানের নাম ও যোগাযোগের সকল তথ্য দেওয়া থাকে। বিজনেস কার্ড এর মাধ্যমে ব্যক্তির সাথে খুব সহজেই তার সাথে যোগাযোগের সম্পর্ক স্থাপন করতে পারে।

একটি বিজনেস কার্ড সুধ অন্যদের কাছে পরিচয় তুলেই ধরেনা বরং আপনার লেভেল কারো সাধে পরিচিতিরও সুযোগ সৃষ্টি করে। এ জন্য ভালো একটি বিজনেস কার্ড আপনার ব্র্যান্ড হিসাবে কাজ করে।

Clean Business Card Mockup-Recovered-Recovered.png
নিজের তৈরী ডিজাইন

একটি বিজনেস কার্ডে কি কি তথ্য থাকে?

যেহেতু বিজনেস কার্ডে ডিজাইন ছোট একটি কাগজের টুকরা সেহেতু ডিটেলস কোন বর্ণনা থাকেনা অল্প কয়েটি তথ্য দেওয়া থাকে সেটার মাধ্যমে পরিচিতি লাভ করে। নিচে কয়েটির তথ্য উল্লখ করা হলোঃ-

১। লোগো

আপনি যখন বিজনেস কার্ড ডিজাইন তৈরী করবেন সেটা শুধু আপনার পরিচয় নয় সেট আপনার কেম্পানিরও পরিচয় ।এজন্য কোম্পানির লোগো ব্যবহার করতে হয়। আপনার বিজনেস কার্ড একটি ব্র্যান্ড এজন্য লোগো থাকা দরকার।

২। নাম ও টাইটেল

একজন মানুষের নামেই পরিচয় । আমরা জানি কোন বেক্তীর নাম ধরে ডাকে । কারো কারো দুইটি নাম থাকে যেমন ধরেন আমার নাম আতিকুর রহমান ডাক নাম আবুবক্কর সবাই আবুবক্কর নামে চিনতে পারে এর জন্য বিজনেস কার্ডে আবুবক্কর নামটি দিতে হবে।

৩। যোগাযোগ নাম্বার

যোগাযোগ তথ্য হচ্ছে বিজনেস কার্ডের সবচেয়ে গুরুত্বপুর্ণ অংশ। আপনি চাইলেই কোন বেক্তির আপনার সাথে কন্টাক্ট করুক, তাহলে অবশ্যই তাদের যোগাযোগের উপায় করে দিতে হবে। তাহলে আপনাকে কল করে আপনার সাথে পরিচয় হতে পারবে।

শেষ কথা

একটি বিজনেস কার্ডে ৭ থেকে ৮ টি তথ্য দেওয়া থাকে। আজকে আমি ৩টি তথ্য দিয়ে শেষ করলাম। বাকি ৫টা অন্য কোন দিন বিজনেস কার্ড নিয়ে লেখবো সে দিন বাকি ৫টা বিষয় নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 60238.27
ETH 3215.90
USDT 1.00
SBD 2.46