ভেরিফাইড ব্লগার হওয়ার সুবাধে বন্ধুদের মিষ্টি মুখ করার অনূভুতি
♥️বিসমিল্লাহির রহমানির রহিম♥️
★আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব★। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে ভেরিফাইড ব্লগার হওয়ার সুবাধে বন্ধুদের মিষ্টি মুখ করার অনূভুতি শেয়ার করবো। আমি সব সময় নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি। আসলে আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।
![]() |
---|
![]() |
---|
আমার বন্ধু নাহিদ, আমি ভেরিফাইড মেম্বার হওয়ার আগেই আমাক বলতেছে যে বন্ধু মিষ্টি খাওয়াবা কবে? তখন আমি বলি যে আগে ভেরিফাইড ট্যাগ পাই তাঁরপর খাওয়াবো। এরপর আমি গত মাসে আলহামদুলিল্লাহ্ ভেরিফাইড ট্যাগ পেয়ে যাই। তাঁরপর আমি আমার বন্ধু @riyadx2 কে এবং নাহিদকে ফোন দিলাম। এরপর আমি ওদেরকে বললাম যে বন্ধু চল মিষ্টি খাইতে যাবো। তোমাদের ইচ্ছা তোমরা কোথায় গিয়ে মিষ্টি খাবা চল । এরপর ওরা দুজনে বলতেছে যে মামুন সুইটস্ এ নাকি ভালো মিষ্টি পাওয়া যায়। এরপর আমরা তিন বন্ধু মিলে বদরগঞ্জের ঐতিহ্যবাহী মামুন সুইটস্ মিষ্টি ভান্ডারে গেলাম। সেখানকার মিষ্টি গুলো অনেক ভালো। অনেক জায়গা থেকে মানুষ আসে শুধু মিষ্টি খাওয়ার জন্য। আমরা ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেখানে গেলাম। সেখানে গিয়ে মিষ্টি দেখে তো আমার পেট ভরে গেছে ।আমি তেমন একটা মিষ্টি খেতে পারি না, শুধু মিষ্টি না আমি মিষ্টি জাতীয় কোন জিনিসই তেমন একটা খেতে পারি না। এরপর আমরা সেখান থেকে মিষ্টি নিয়ে এক সাইডে বসে পড়লাম। তাঁর কারণ হচ্ছে ঐ দোকানে প্রচুর ভিড়। সেখানকার মিষ্টি গুলো খেয়ে এত মজা লেগেছিল তা বলে শেষ করা যাবে না। আমার মুখে এখন পর্যন্ত ঐ মিষ্টির স্বাদ লেগে আছে।ঐ দিনই আমি বুঝতে পেরেছিলাম যে মানুষ এতো দূর দূরান্ত থেকে কেন আসে মামুন ভাইয়ের মিষ্টি খাওয়ার জন্য। আসলেই মিষ্টি গুলো অনেক মিষ্টি এবং সুস্বাদু। মিষ্টি খাওয়া শেষে আমি কয়েকটি ফটোগ্ৰাফি করেছিলাম যা আপনাদের মাঝে শেয়ার করলাম। সর্বোপরি আমি বলতে চাই আমাদের মিষ্টি খাওয়ার অনূভুতি দারুন ছিল।
![]() |
---|
![]() |
---|
আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ্ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
X-promotion
ডেইলি টাস্ক প্রুভ:👇
এটা ভালো একটা বিষয়, তবে শুধু বন্ধুদের খাওয়ালে হবে আমাদেরকে খাওয়াতে হবে না ভাই।হাহাহাহ।যাই হোক আসলে আমার বাংলা ব্লগে ভেরিফাইড হওয়াটা সৌভাগ্যের বিষয় যেটা অনেকের দ্বারা সম্ভব নয়। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।
আমার বাংলা ব্লগ এ ভ্যারিফাইড মেম্বার হতে পারাটা ভীষণ আনন্দের অনুভূতি। আমরা সকলেই এই অনুভূতির সাথে পরিচিত৷ রিয়াদ ভাই আর আপনার বন্ধুত্ব এভাবেই চলতে থাকুক- দোয়া রইলো। ভ্যারিফাইড মেম্বার হওয়ার খুশিতে দুই বন্ধুকে মিষ্টি খাওয়ালেন, আর আমাদের কেবল লোভ দেখালেন ভাই! মামুনের মিষ্টির যে সুনাম করলেন, এখন যে খেতে লোভ হচ্ছে! যাই হোক, আপনার জন্য শুভকামনা। এভাবেই কাজ করতে থাকুন।
তোমার জন্য শুভকামনা রইল ভাইয়া। আশা করছি সব সময় কমিউনিটির প্রতিটি নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করবেন। সেদিন আমরা সকলেই বেশ দারুন একটি সময় উপভোগ করেছিলাম। পরবর্তী সময়ে ও আমরা এরকম সময় উপভোগ করতে চাই।
ভেরিফাইড ব্লগার হওয়ার কি যে আনন্দ সেটা আমরা ও সেই সময় অনুভব করেছিলাম।আপনার পোস্টটি পড়ে মনে পড়ে গেল ভেরিফাইড হওয়ার কথা। ভেরিফাইড হওয়ার জন্য বন্ধুদের মিষ্টি খাওয়ালেন আর বোনদের কথা ভুলে গেলেন । আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাই এগিয়ে যান ।
ভেরিফাইড ব্লগার হওয়ার সুবাদে আপনি সবাইকে মিষ্টি মুখ করিয়েছেন। বিষয়টা জেনে অনেক ভাল লাগলো। আসলেই ভাই দীর্ঘদিন পরিশ্রমের পর যখন সফলতা অর্জন করতে পারি তখন নিজের কাছে অনেক ভালো লাগে। আপনার আনন্দগুলা সবার মাঝে শেয়ার করে নেওয়া জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।