নাটক রিভিউ: চিটার এন্ড জেন্টেলম্যান ৬ষ্ঠ পর্ব
★বিসমিল্লাহির রহমানির রহিম★
আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে চিটার এন্ড জেন্টেলম্যান নাটক রিভিউ শেয়ার করবো। আমি সব সময় নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি। আসলে আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক,কমেন্ট করে উৎসাহিত করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক।
আচ্ছা প্রথমে নাটকটি রিভিউ করার পূর্বে নাটকের কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। নাটকের প্রধান ক্যারেক্টার---
- নায়ক: আখম হাসান
- নায়িকা: সালমা খানম নাদিয়া
ড্রামা | চিটার এন্ড জেন্টেলম্যান |
---|---|
রচনা ও পরিচালনা | সঞ্জিত সরকার |
অভিনয়ে | আখম হাসান, আরফান আহমেদ, উর্মিলা শ্রাবন্তী কর,রিমি করিম, নাবিলা তুষ্টি, কুসুম,আরো অনেকেই। |
সম্পাদনা | শেখ মোঃ বুরহান উদ্দিন |
প্রযোজক | আব্দুল কুদ্দুস মিয়া |
ব্যবস্থাপনা | জয় বিশ্বাস |
গ্ৰাফিক্স | নাকিবুর রহমান টিটু |
সহকারী পরিচালক | শরিফুল কবির মানিক |
ভাষা | বাংলা |
দৈর্ঘ্য | ২২ মিনিট ২৪ সেকেন্ড |
দেশ | বাংলাদেশ |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী:
তাঁরপর চেয়ারম্যান বলতেছে যে হ্যাঁ ঠিক আছে তুমি আমার উপকার করছো। আপনার মেয়ে কোথাও পালিয়ে যাবে না। আপনি আমাদেরকে এক করে দেন । তখন চেয়ারম্যান বলে যে এতক্ষণে বুঝলাম তোমার এই মতলব। তখন তো চেয়ারম্যান রাগ করে বলে যে তুই আমার বাসা থেকে বের হয়ে যা। তখন ভাগিনা বলে যে কেন মামা আমি কি লতার যোগ্য না, তখন চেয়ারম্যান সাহেব বলে যে তুই লতার যোগ্য হলেও তোর সাথে আমি লতার কোনদিন ও বিয়ে দিব না। এরপর অনেক রাগারাগী করে ভাগিনা চলে যায়। চলে যাওয়ার সময় চেয়ারম্যান সাহেব কে সালাম ও দেয়।
এরপর শিক্ষক ছাত্রী আর বাবুল এরা সবাই কথা বলতেছিলো । হঠাৎ বাবুল শিক্ষককে বলে আপনি প্রেম চালায় যান। তখন শিক্ষক বলে যে আলাপ করা আর প্রেম করা কি এক জিনিস নাকি। আমরা আলাপ করতেছি। এরপর বাবুল অনেক কিছু কথা বলে সেখান থেকে চলে যায়। মেম্বারের প্রেমিকা মেম্বারকে ফোন দেয় দিয়ে বলে যে এই তুমি কেমন মানুষ যে, তুমি জেল থেকে ছাড়া পেয়ে আমাক একবার ও ফোন দিলা না। আগে আমি জানতাম যে আমার বাবা খারাপ মানুষ কিন্তু এখন তোমার কথা শুনে মনে হইতেছে যে আমার বাবা ভালো মানুষ আর তুমি খারাপ মানুষ। তখন মেম্বার বলে যে তোমার বাবা আমাক ষড়যন্ত্র করে জেলে ঢুকাইছে।
তখন মেম্বার সাহেব এর প্রেমিকা বলে যে একদম ভালো কাজ করছে। তুমি আসলেই একটা বেইমান। মেম্বার বলতেছে যে তুমি বেইমানের সাথে কথা বলতেছো কেন ফোন রাখো। এরপর তাঁরা দুজনই ঝগড়ায় লিপ্ত হয়। ঝগড়া করতে করতে এক পর্যায়ে দুই জন রাগারাগী করে ফোন কেটে দেয়। এরপর শিক্ষক তাঁর ছাত্রীকে বলে যে তুমি তো অনেক সুন্দর করে কথা বলতে পারো। শুনতে ভালো লাগে আমার। তখন ছাত্রী বলে যে একদিন অনেক কথা শোনাবো মন ভরে কথা শোনাবো। এরপর শিক্ষক বলে যে একটা গান শুনবা? তখন ছাত্রী বলে যে কি গান অবশ্যই শুনবো বলো এরপর শিক্ষক গান গাইতে শুরু করে ভ্রমর গাইয়ো গিয়া সে যে কৃষ্ণবী শেতের অনলে অঙ্গ জায় জলিয়ারে ভ্রমর কইয়ো গিয়া। এরপর ছাত্রী বলে যে গান থামান স্যার নাহলে আমি ফিট খায়া যামু। আপনি গান শুনায়েন তবে আজকে না আরেকদিন এই কথা বলে ঝিলিক সেখান থেকে চলে যায়।
এরপর কুসুম আর নাদিয়া তাঁরা দুজন মিলে এক ফোনে গান ছেড়ে দিয়ে ড্যান্স করতে থাকে আরেক ফোন দিয়ে টিকটক ভিডিও বানায়। হঠাৎ করে তাঁর দুলাভাই ঘরে চলে আসে এসে বলে যে তোমরা কি শুরু করছো আমি কি এখানে যাত্রা পালা নিয়ে এসেছি নাকি। এরপর তাঁদের শালি দুলাভাই এর মাঝে অনেক কথা কাটাকাটি হয় এক পর্যায়ে দুলাভাই ঘর থেকে বের হয়ে যায়। আখম হাসান তাঁর বড় সাহেব এর সামনে যায় তখন তো বড় সাহেব আখম হাসানকে দেখে রাগ হয়ে যায়। এবং আখম হাসানকে বলে যে আমি তো আগে জানতাম যে তুমি একটা ছাগল এখন তো দেখতেছি তুমি একটা রাম ছাগল।
তখন আখম হাসান বলে যে স্যার আপনি যদি আমাক রাম ছাগল বলেন তাহলে আমি রাম ছাগল। নাদিয়া তাঁর বাসার বাইরে বসে ছিল তখন বড় সাহেব এর এক কর্মকর্তা তাঁর পাশ দিয়ে যাইতে ছিল। তখন নাদিয়া তাঁকে দাড় করায়,দাড় করিয়ে বলে যে এই যে আপনার বড় সাহেব আর আপনি আপনারা আমাদের বাসা দখল করতে কেন চান।আর কোনদিন যদি আমাদের বাড়ি দখল করার কথা শুনি তাহলে কিন্তু আপনার খবর আছে। নাদিয়া আরো বলে যে আপনি এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যান,তা নাহলে কিন্তু আমি লাঠি দিয়ে আপনার মাথা ফেটে দিব।
তখন সে বলে যে লাঠি আনা লাগবে না আমি এখনে চলে যাইতেছি।এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর রাস্তা দিয়ে আখম হাসান আর মেম্বারের দুলাভাই যাইতে ছিল। হঠাৎ করেই আখম হাসানের সঙ্গে মেম্বারের দুলাভাই এর দেখা হয়, তখন আখম হাসান দুলাভাই কে সালাম দেয়। দিয়ে বলে যে দুলাভাই কেমন আছেন? দুলাভাই সালামের উত্তর দিয়ে বলে যে গ্ৰামের মান সম্মান তো সব ধুলায় মিশে গেলো। তখন আখম হাসান বলতে শুরু করল যে দুলাভাই কি বলেন আপনি মান, সম্মান, ইজ্জত সব ধুলায় মিশে গেলো আপনার কে আপনার মান সম্মান ইজ্জত ধুলোয় মিশাইছে।
আপনি শুধু নামটা বলেন আপনি শুধু আমার বড় ভাই না আপনার মান, সম্মান ধুলোয় মিশাবে আর আমি খাড়া হয়ে তা দেখবো এটা হতে পারে না। আপনি শুধু তাঁর নামটা বলেন আমি তাঁর খবর করবো। এরপর দুলাভাই বলতে লাগলো যে এই তুমি আবার বিয়ে করলা কোনদিন আমি তোমার ভাই হইলাম কবে তোমার কথার মধ্যে কিন্তু ভেজাল আছে।
আমার ব্যক্তিগত মতামত:
আর টিভি কে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দর একটা ধারাবাহিক নাটক উপহার দেওয়ার জন্য।নাটকটা দেখে অনেক ভালো লেগেছে আমার। তাই তো আপনাদের মাঝে রিভিউ করতে চলে আসলাম। আপনারা যারা এই নাটকটি দেখেন নি তাদেরকে এই নাটকটি দেখার অনুরোধ রইল। আপনারা সময় করে এই নাটকটি দেখে নিয়েন। যেহেতু এই নাটকে আখম হাসান আছেন , আশা করছি আপনাদের ও এই নাটকটি বেশ ভালো লাগবে। এবার যদি রেটিং এর কথায় আসি তাহলে আমি এটিকে ১০/০৮ দিব।
বি:দ্র: উপরের সব কটি ফটোগ্ৰাফি ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং নাটকের লিংক টিও ইউটিউব থেকে কপি লিংক করা হয়েছে।
🔗নাটকের লিংক🔗:
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ্ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
X-promotion
ডেইলি টাস্ক প্রুভ: 👇
এই রকম সুন্দর সুন্দর নাটক রিভিউ যত পড়ি তত ভালো লাগে।আজ আপনি চিটার এন্ড জেন্টেলম্যান নাটকের ষষ্ঠ পর্ব রিভিউ শেয়ার করেছেন ভাইয়া আপনি।এত সুন্দরভাবে নাটক রিভিউ শেয়ার করেছেন ভাইয়া আপনি । রিভিউ পড়লে আর নাটক দেখার প্রয়োজন হবে না কারোর ।এত সুন্দর একটি নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
চিটার এন্ড জেন্টলম্যান নাটকের ষষ্ঠ পর্বটি এরই মধ্যে আমাদের মাঝে রিভিউ করে ফেললেন। ষষ্ঠ পর্বের মধ্যে সবথেকে মজার স্ক্রিপ্ট টা হচ্ছে আখম হাসান এবং দুই শালিকার মধ্যে tiktok করার বিষয়টি নিয়ে ঝগড়া বেধে যাওয়া। তাছাড়াও পুরো রিভিউ টি পড়ে বেশ উপভোগ করলাম। সুন্দর করে উপস্থাপন করেছেন । আপনার পরবর্তী নাটক রিভিউ এর অপেক্ষায় রইলাম। কেননা আপনার এই রিভিউ টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
আগে যখন নাটক দেখতাম তখন মীর সাব্বিরের নাটক অনেক দেখা হতো। মীর সাব্বির চঞ্চল নাটক মানেই হাসির নাটক। আপনার আজকের এই রিভিউ করা নাটকটিতে যারা অভিনয় করেছে সবাই খুব হাস্যকর অভিনয় করে। পাশাপাশি তাদের সুন্দর অভিনয় দিয়ে প্রতিটা নাটককে ফুটিয়ে তোলে।
আজকে আপনি এই নাটকের আরো একটা পরম শেয়ার করেছেন দেখে খুব ভালো লেগেছে। অনেক সুন্দর করে ৬ নাম্বার পর্বের রিভিউ টা শেয়ার করেছেন আপনি। এরকম নাটক গুলো খুব একটা দেখা হয় না। তবে আপনার মাধ্যমে এই নাটকটা রিভিউ দেখে দারুন লাগলো। এই পর্বের রিভিউটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।