লেভেল ৩ হতে আমার অর্জন - By abubakar121
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব।আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য। আমি @abb-school থেকে লেভেল ০৩ এর ক্লাস শেষ করেছি। আজকে আমি লেভেল ০৩ এর লিখিত পরীক্ষা দিব। যদি কোন ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, তার কারণ মানুষ মাত্রই ভুল এবং তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি ইনশাআল্লাহ আমার ভুল সংশোধন করার চেষ্টা করবো। তাহলে এবার শুরু করলাম।
১/ প্রশ্ন: মার্কডাউন কি ?
- নির্দিষ্ট কিছু কোড বা টেক্সট ফরম্যাট। যা দিয়ে লেখা বিভিন্ন রুপে সাজানো হয়, বা গুছিয়ে কোন কিছু উপস্থাপন করার জন্য যে সকল কোডিং ব্যবহার করা হয় তাই মার্কডাউন।
২/ প্রশ্ন: মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?
- এই মার্কডাউন কোড গুলোর মাধ্যমে আমরা আমাদের ব্লগ আরো আকর্ষণীয় ও দৃষ্টি নন্দিত রুপে উপস্থাপন করতে পারি, তাই এর গুরুত্ব অনেক।
৩/ প্রশ্ন: নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন?
|User|Posts|Steem Power|
|---|---|---|
|User1|10|500|
|User2|20|9000|
⏬
দৃশ্যমান ফলাফল নিম্নরূপ।
User | Posts | Steem Power |
---|---|---|
User1 | 10 | 500 |
User2 | 20 | 9000 |
৪/ প্রশ্ন: পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?
- লেখা শুরু করার পূর্বে চারটি স্পেস দিতে হবে। তাহলে মার্কডাউন দৃশ্যমান হবে।
৫/ প্রশ্ন: সোর্স উল্লেখ করার নিয়ম কি ?
- ছবির লিংক এর নিচে থার্ড ব্রাকেট এর মধ্যে লোকেশন বা সোর্স এবং ফাস্ট ব্রাকেট এর মধ্যে স্থানের লিংক গুগল ম্যাপ থেকে কপি করে বসাবো।
যেমন,সোর্স
৬/প্রশ্ন: বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন?
# header 1
## header 2
### header 3
#### header 4
##### header 5
###### header 6
header 1
header 2
header 3
header 4
header 5
header 6
৭/ প্রশ্ন: টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন?
| <center> <i><div class="text-justify">আমার বাংলা ব্লগ</div></i> </center> </div> |
আমার বাংলা ব্লগ
৮/ প্রশ্ন: কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?
- কনটেন্টের টপিকস নির্বাচনে তিনটি বিষয়ের উপর বেশি গুরুত্ব দেয়া উচিত।
১. জ্ঞান
২. অভিজ্ঞতা
৩. সৃজনশীলতা
৯/ প্রশ্ন: কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?
- আমরা যে বিষয়ের উপর ব্লগ লিখবো সেই বিষয়ের উপর যথেষ্ট পরিমাণে জ্ঞান থাকা আবশ্যক। সেটা কবিতা, গল্প, ভ্রমণ কাহিনী, ফটোগ্রাফী, রেসিপি, রিভিউ পোস্ট যাই হোক না কেন। আমরা যখন একটি বিষয় নিয়ে ব্লগ লিখবো তখন যদি আমাদের সেই বিষয় সম্পর্কে কোন ধারণা না থাকে তাহলে আমরা খুব ভালো ভাবে লিখতে পারবো না। অপরিচিত অথবা অজানা কোন পোস্ট লিখলে আমাদের অনেক গুলো ভুল হবে, তখন আমাদের পোস্টে ডাউনভোট পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে।তাই আমাদের উচিত যে বিষয়টি নিয়ে পোস্ট লিখবো সেই বিষয়ে পুরোপুরি জ্ঞান অর্জন করা, তারপর পোস্ট লেখা।
১০/ প্রশ্ন: ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?
- Steem কয়েনের মূল্য ০.৫০ সেন্ট হলে, আমি কিউরেশন রিওয়ার্ড হিসেবে ৩.৫০ USDT পাবো।
১১/ প্রশ্নঃ সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?
- সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার জন্য কিছু ফর্মুলা অনুসরণ করতে হবে,তা না হলে সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়া যাবে না। তবে সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার জন্য আমাদের কাছে যথেষ্ট স্টিম পাওয়ার থাকা লাগবে। যদি কোন অথর একটি পোস্ট করে, সেই পোস্টটি করার সাথে সাথে ভোট দেয়া যাবে না, সাথে সাথে ভোট দিলে আমরা কিউরেশন রিওয়ার্ড হতে বঞ্চিত হবো।তাই আমাদের উচিত পাঁচ মিনিট পর একটি পোস্টে ভোট দেয়া। আমরা যদি পাঁচ মিনিট পর একটি পোস্টে ভোট দেই তাহলে কিউরেশন রিওয়ার্ড এর ১০০% আমরা পাবো। আমাদের সকলের উচিত নির্দিষ্ট সময় পর পোস্টে ভোট দেয়া।
১২/ প্রশ্ন: নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?
- নিজে কিউরেশন করার থেকে @heroism এ আমরা ডেলিগেশন করলে বেশি আয় করতে পারবো। কেননা নিজে কিউরেশন করলে আমাদের অনেক সময় নিয়ে ভালো ভালো পোস্ট খুঁজে বের করে ভোট দিতে হবে, এবং নিজে কিউরেশন করলে কিউরেশন রিওয়ার্ড সম্পুর্ন স্টিম পাওয়ারে চলে যাবে।আর @heroism প্রজেক্টে ডেলিগেশন করলে আমাদের কোন সময় অপচয় করা লাগবে না, আপনি আপনার প্রতিদিনের রিওয়ার্ড প্রতিদিন পেয়ে যাবেন, এবং আপনার যদি পোস্ট করার সময় না থাকে তাহলে আপনি আপনার রিওয়ার্ড লিকুইড স্টিম ব্যালেন্স পেয়ে যাবেন। আর আপনি লিকুইড স্টিম দিয়ে আপনার যে কোন ধরনের কাজ করতে পারবেন।
আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
https://x.com/MdAbuBakarR1/status/1854742565331124475?t=uvdA4_f3aeoK81WiHGPD0Q&s=19
আপনি দেখছি আজকে লেভেল তিনের লিখিত পরীক্ষা দিয়েছেন। আপনার লিখিত পরীক্ষা দেখে মনে হচ্ছে আপনি লেভেল তিনের বিষয় গুলো বেশ ভালোই বুঝতে পেরেছেন।আর লেভেল তিন একজন স্টিমিট ব্লগারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার জন্য শুভকামনা রইল। আশা করছি সামনের দিকে আরো ভালো করবেন।
জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর কমেন্ট করার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য।