নাটক রিভিউ: চিটার এন্ড জেন্টেলম্যান ১১ তম পর্ব
★বিসমিল্লাহির রহমানির রহিম★
আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে চিটার এন্ড জেন্টেলম্যান নাটক রিভিউ শেয়ার করবো। আমি সব সময় নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি। আসলে আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক,কমেন্ট করে উৎসাহিত করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক।
![]() |
---|
আচ্ছা প্রথমে নাটকটি রিভিউ করার পূর্বে নাটকের কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। নাটকের প্রধান ক্যারেক্টার---
- নায়ক: আখম হাসান
- নায়িকা: সালমা খানম নাদিয়া
ড্রামা | চিটার এন্ড জেন্টেলম্যান |
---|---|
রচনা ও পরিচালনা | সঞ্জিত সরকার |
অভিনয়ে | আখম হাসান, আরফান আহমেদ, উর্মিলা শ্রাবন্তী কর,রিমি করিম, নাবিলা তুষ্টি, কুসুম,আরো অনেকেই। |
সম্পাদনা | শেখ মোঃ বুরহান উদ্দিন |
প্রযোজক | আব্দুল কুদ্দুস মিয়া |
ব্যবস্থাপনা | জয় বিশ্বাস |
গ্ৰাফিক্স | নাকিবুর রহমান টিটু |
সহকারী পরিচালক | শরিফুল কবির মানিক |
ভাষা | বাংলা |
দৈর্ঘ্য | ২০ মিনিট ২৭ সেকেন্ড |
দেশ | বাংলাদেশ |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী:
![]() |
---|
তখন সে তাঁকে অনেক রাগ দেখায় এবং বলে যে এখনে ঠিক করে দিয়ে আসো। এরপর কুসুম তাঁর সাথে অনেক কথা বলে সেখান থেকে চলে যায়। এরপর নাদিয়া রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতে ছিল।আর এক পাশ দিয়ে মাস্টার যাইতে ছিল। তখন হঠাৎ মাস্টার নাদিয়াকে দেখে গান বলতে থাকে। নাদিয়া বলে যে আপনি কি আমাক দেখে গান বলা শুরু করলেন। দেখেন এটা কিন্তু বেশি বেশি হইতেছে,গ্ৰামের কোন মানুষ যদি দেখে তাহলে কিন্তু বদনাম হয়ে যাবে। এরপর তাঁদের মাঝে অনেক কথা হয় এক পর্যায়ে সেখান থেকে নাদিয়া চলে যায়।
![]() |
---|
এরপর কুসুমের দুলাভাই বসে চা খাইতে ছিল, তখন সেখানে কুসুম এসে বলে যে এখানে বসে চা খাওয়া হচ্ছে তাই না! তখন তাঁর দুলাভাই বলে যে এটা চা না এটা হলো গ্ৰিন টি মানে সবুজ চা এটা ভদ্রলোকেরা খায়। তখন কুসুম বলে যে আপনি ডিসের বিল দেন নাই কেন? আর আপনার জন্যে আমরা টিভি দেখতে পারি না। তখন তাঁর দুলাভাই বলে যে আমি খুব খুশি তুমি টিভি দেখতে পারো না ঐ জন্য।আমি ডিস বিল দিবো না বলে দিলাম। তাঁদের সালি দুলাভাই এর মাঝে অনেক কথা কাটাকাটি হয় এক পর্যায়ে কুসুম সেখান থেকে চলে যায়।
![]() |
---|
আখম হাসান তাঁর উকিলের কাছে গিয়ে অনেক রাগ দেখায় বলে যে আমি যদি এই মামলায় হেরে যাই। তাহলে আমি কিভাবে কাজ করবো। তখন উনি বলেন যে সব মামলায় তো জিতে গেলে হবে না। কিছু মামলায় হেরে যাওয়া ভালো। নাদিয়া তাঁর নিজের বাসার গেটের সিঁড়িতে বসে আছে। হঠাৎ করে চেয়ারম্যান এর মেয়ে অর্থাৎ নাদিয়ার বান্ধবী তাঁর বাসায় এসে হাজির। তখন নাদিয়া তাঁকে জড়িয়ে ধরে, বলে যে হায় হায় আমি কাকে আমার বাসায় দেখতেছি। গরিবের বাড়িতে বড় লোকের পাড়া।ইশ তুই তো আমার বাসায় আসিস না আমি তো তোর বাসায় পায়ে হেঁটে আসলাম। তখন নাদিয়া বলে যে তুমি তো আমার জন্য আসো নাই, তুমি আসছো আমার ভাইয়ের জন্য। তাঁরা অনেকক্ষণ ধরে কথা বলতে বলতে এক পর্যায়ে সেখানে মেম্বার এসে হাজির হয়।
![]() |
---|
এসে বলে যে তুমি কিন্তু আমার বাসায় এসে নিজের বিপদ টেনে আনতেছো। তুমি ভালো করে জানো যে তোমার বাবা চায় না যে, তুমি আমার সাথে মেলামেশা করো, তুমি আমার সাথে সম্পর্ক রাখো। তখন সে বলে যে আমি কি আমার বাবার কথা শুনে তোমাকে ভালোবেসেছি।আমি আমার নিজের পছন্দে তোমাকে ভালোবেসেছি। কিন্তু আমার একটাই আফসোস যে, আমি যাকে ভালোবাসি সে শুধু বোঝে না। তাছাড়া সবাই আমার ভালোবাসা বোঝে। এরপর কথা বলতে বলতে মেম্বারের প্রেমিকা মেম্বারকে বিয়ের জন্য বলে। তখন সে বলে যে আমার দুই বোন এখনো অবিবাহিত আমি তাদেরকে বিয়ে না দিয়ে তাঁর আগে আমি বিয়ে করবো না।
![]() |
---|
আমার ব্যক্তিগত মতামত:
আর টিভি কে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দর একটা ধারাবাহিক নাটক উপহার দেওয়ার জন্য।নাটকটা দেখে অনেক ভালো লেগেছে আমার। তাই তো আপনাদের মাঝে রিভিউ করতে চলে আসলাম। আপনারা যারা এই নাটকটি দেখেন নি তাদেরকে এই নাটকটি দেখার অনুরোধ রইল। আপনারা সময় করে এই নাটকটি দেখে নিয়েন। যেহেতু এই নাটকে আখম হাসান আছেন , আশা করছি আপনাদের ও এই নাটকটি বেশ ভালো লাগবে। এবার যদি রেটিং এর কথায় আসি তাহলে আমি এটিকে ১০/০৮ দিব।
বি:দ্র: উপরের সব কটি ফটোগ্ৰাফি ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং নাটকের লিংক টিও ইউটিউব থেকে কপি লিংক করা হয়েছে।
🔗নাটকের লিংক🔗:
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ্ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
X-promotion
ডেইলি টাস্ক প্রুভ: 👇
আজকে আপনি এই নাটকটার ১১তম পর্বের রিভিউ শেয়ার করেছেন, এটা দেখে অনেক ভালো লাগলো। আশা করি এরকম ভাবে নাটকটার সব গুলো পর্বের রিভিউ শেয়ার করবেন আমাদের সবার মাঝে। অপেক্ষায় থাকলাম এখন পরবর্তী পর্বটার রিভিউ পড়ার জন্য।
খুবই সুন্দর করে চিটার এন্ড জেন্টেলম্যান নাটকের ১১ তম পর্বের রিভিউ শেয়ার করেছেন আপনি। আসলে নাটকের রিভিউ পোস্ট দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। যে নাটকটি আমি দেখি নাই সে নাটক দেখার সুযোগ হয়। কারণ সব সময় আপনারা সুন্দর নাটক গুলোর রিভিউ করে থাকেন। চমৎকার ভাবে এই পর্বের রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ।