DIY-(এসো নিজে করি):পেন্সিল দিয়ে ময়ূরপাখি অঙ্কন||(১০% পে আউট লাজুক-খ্যাকের জন্য)

আজ

৪ঠা কার্তিক, ১৪২৮
20th Oct.-2021 ♦

সসালামু আলাইকুম

শ্রদ্ধেয় ভাই,বোন এবং বন্ধুরা,আশা করি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আজকে আমি সকলের সামনে হাজির হলাম একটি নতুন অঙ্কন পোস্ট নিয়ে।পোস্টের বিষয়বস্তু হলো-"প্রকৃতির এক অপরূপ নিদর্শন ময়ূরপাখিকে অঙ্কন"।তো চলুন বেশি শুরু করা যাক আমাদের আজকের অঙ্কনের প্রক্রিয়াটি-

আমার আঁকানো ময়ূর পাখি


20211020_001815.jpg


প্রয়োজনীয় উপকরণঃ

১.অফসেট পৃষ্ঠা,
২.পেন্সিল(2B)


নিম্নে অঙ্কনের প্রক্রিয়াটি ধাপ ক্রমান্বয়ে দেওয়া হলোঃ

১ম ধাপঃ

20211019_234545.jpg

প্রথমে পেন্সিল দিয়ে ময়ূরের মাথাসহ দেহের অবয়বটি আঁকিয়ে নিতে হবে।

২য় ধাপঃ

20211019_234936.jpg

এবার মাথার উপরের ঝুটি এবং এর নিচ থেকে ময়ূরের ডানা পর্যন্ত উপরের ছবির ন্যায় ডিজাইন করে নিতে হবে।

৩য় ধাপঃ

20211019_235331.jpg

এবার বসে থাকা ডালের ছবিটি আঁকিয়ে নিতে হবে।

৪র্থ ধাপঃ

20211019_235652.jpg

এবার ডাল এবং ময়ূরের দেহে উপরের ছবির মতো পেন্সিল দিয়ে কালার করে নিতে হবে।

৫ম ধাপঃ

20211020_000008.jpg

এবার ময়ূরের লেজের অর্ধেক আঁকিয়ে নিতে হবে।

৬ষ্ঠ ধাপঃ

20211020_000322.jpg

এবার আঁকানো লেজে পেন্সিল দিয়ে কালার করে নিতে হবে।

৭ম ধাপঃ

20211020_000720.jpg

এবার লেজের পরবর্তী অংশটুকু আঁকিয়ে নিতে হবে।

৮ম ধাপঃ

20211020_001039.jpg

এবার লেজের শেষ অংশটুকু পেন্সিল দিয়ে কালার করে নিতে হবে।

সর্বশেষ ধাপঃ

20211020_001815.jpg

এবার ময়ূরের চারিপাশ পেন্সিল দিয়ে গাড় এবং আমার স্বাক্ষর দেওয়ার মাধ্যমেই শেষ হলো আমার আজকের অঙ্কনটি।

তো এই ছিল আমার আজকের পোস্ট।আমার পোস্টে আপনাদের ভালো লাগার মাধ্যমেই আমি স্বার্থকতা এবং কাজ করার অদম্য উৎসাহ খুজে পাই।সর্বোপরি আমার আজকের কার্টুনের ছবিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

🌻ধন্যবাদ আমার পোস্টটি ধৈর্য সহকারে পড়ার জন্য।আমার বাংলা ব্লগ কমিউনিটির কাছে আমি চিরকৃতজ্ঞ আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য।❤️


শুভেচ্ছান্তেঃ@abir10


আমার পরিচয়ঃ

FB_IMG_16326465518590940.jpg

আমি মোঃমাসুম বিল্লাহ(আবির), একজন ছাত্র।বর্তমানে মৎস্য গবেষণা ইন্সটিটিউটে মৎস্য অনুষদ নিয়ে অধ্যয়নরত আছি।আমি নতুন জায়গায় ঘুরতে এবং এর ইতিহাস জানতে খুব ভালোবাসি।তাছাড়া ফুড ব্লগিং,রেসিপি এবং ড্রইং করা আমার শখ।বাংলা ভাষায় কন্টেন্ট লিখে মনের ভাব প্রকাশ করতে আমার ভালো লাগে এর জন্যই আমার বাংলা ব্লগ আমার প্রথম পছন্দ।
Sort:  
 3 years ago 

ময়ূরের চিত্র অঙ্কন করা খুবই কঠিন কাজ। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে পেন্সিল এর সাহায্যে ময়ূরের চিত্র অঙ্কন করেছেন। আপনার অঙ্কিত গাছের ডালে বসে থাকা ময়ূরকে অনেক সুন্দর লাগছে। আপনার অঙ্কন আমার খুবই ভালো লেগেছে। শুভকামনা রইলো ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া ❤️

 3 years ago 

অন্যান্য আর্ট এর চেয়ে আজকের আর্টটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকে আর্টটি দেখে মনেই হচ্ছে না যে আপনি হাতে করেছেন।
দেখে মনে হচ্ছে এটি বুঝি প্রিন্ট করা।

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অসাধারণ হয়েছে আপনার অংকন। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য ❤️

 3 years ago 

আমার দেখা আর্ট গুলোর মধ্যে সেরা একটি আর্ট এটা। অসাধারণ প্রতিভা দেখালেন আপনি।

ধন্যবাদ ভাইয়া ❤️

বাহ ভাইয়া পেন্সিল দিয়ে অনেক সুন্দর ময়ূর পাখি অংকন করেছেন। আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন পুরো পোস্টটি। শুভেচ্ছা ও অভিনন্দন।

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য ❤️

 3 years ago 

ভাই আপনার আর্টগুলো অনেক ভালো হয়। আপনার বেশ কয়েকটি আর্ট আমার কাছে অসাধারণ লেগেছে। আজকের ময়ূরটাও খুব ভালো একেছেন। ধাপে ধাপে যে উপস্থাপন করেছেন এটা অসাধারণ ছিল।

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য ❤️

 3 years ago 

পেন্সিল দিয়ে ময়ূর পাখি অংকন। এত সুন্দর ভাবে আজকে অঙ্কন করেছেন। ভাইয়া দেখে মনটা ভরে গেল এবং অত্যন্ত সুন্দরভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং বর্ণনা গুলো খুবই ভালো ছিল। আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ ভাই।আপনার জন্যেও শুভকামনা রইলো ❤️

ওয়াও! এক কথায় অসাধারণ লাগছে দেখতে। এ ধরনের ময়ূর পাখি অঙ্কনের ক্ষেত্রে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। আপনার ধৈর্যের প্রশংসা করতে হয়। সুন্দর করে বিশ্লেশন করেছেন ময়ূর পাখি সম্পর্কে।শুভকামনা রইল

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য ❤️

সবমিলিয়ে ভালো ছিল।

ধন্যবাদ ভাই

 3 years ago 

ভাইয়া আপনার আর্টটি খুব সুন্দর হয়েছে ।
আপনি খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য । আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.039
BTC 103785.00
ETH 3270.22
SBD 5.91