আমার বাংলা ব্লগঃ–||শৈশবের স্মৃতিময় কার্টুন 'ডোরেমন' কে অঙ্কন||

আজ ২৯শে ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ,শরৎকাল

সসালামু আলাইকুম



শ্রদ্ধেয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি।আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি পোস্ট নিয়ে।পোস্টটির ক্যারেক্টারের সঙ্গে আপনারা কম বেশি অনেকজনই পরিচিত।কারণ আমাদের শৈশবের এক অনুভূতিপূর্ণ কার্টুন ছিল ডোরেমন।আর আমি আজকে তাকেই অঙ্কন করতে চলেছি।তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক-

ডোরেমন

IMG_20210913_111320_1.jpg

প্রয়োজনীয় উপকরণাদিঃ

20210912_174536-1.jpg

১.ডায়মন্ড রঙ-৩টি(লাল,আকাশি এবং হলুদ)
২.পেন্সিল(2B)
৩.রাবার
৪.অফসেট পৃষ্ঠা

অঙ্কনের প্রক্রিয়া নিম্নে ধাপ ক্রমান্বয়ে দেওয়া হলোঃ

প্রথম ধাপঃ

20210912_172233-1.jpg
(প্রথমে চোখ,নাক এবং মাথার শেপ এঁকে নিতে হবে)

দ্বিতীয় ধাপঃ

20210912_172509-1.jpg
(এবার মুখ এবং চোয়ালের শেপ এঁকে নিতে হবে)

তৃতীয় ধাপঃ

20210912_172836-1.jpg
(এবার গলায় ডোরেমন বেল্ট এবং হাত এঁকে নিতে হবে)

চতুর্থ ধাপঃ

20210912_173133-1.jpg
(এবার হাতের নিচ থেকে পা পর্যন্ত একে নিতে হবে)

পঞ্চম ধাপঃ

20210912_173357-1.jpg
(এবার ডোরেমনের স্পেশাল পকেট আঁকালেই অঙ্কনের কাজ শেষ হয়ে যাবে)

এবার চলুন চিত্রটিতে রঙ করা যাক-

ষষ্ঠ ধাপঃ

20210912_173813-1.jpg
(প্রথমে মাথা হাত এবং পায়ে আকাশি রঙ করে নিতে হবে)

সপ্তম ধাপঃ

IMG_20210913_111252-1.jpg
(এবার মুখ ও বেল এ রঙ করে নিতে হবে।আমি সর্বশেষে ডোরেমন এর প্রিয় খাবার ডোরাকেও আকিয়ে নিয়েছি)

↓↓↓

IMG_20210913_111320_1.jpg

এই ছিল আমার আজকের মতো পোস্ট।ছোটবেলার স্মৃতিময় একটি কার্টুন ডোরেমন।এখনো টিভিতে কার্টুনটি প্রচারিত হলেও ছোটবেলার সেই অনুভূতি আর পাওয়া যায় না।তাই আজকে চিত্রটির মাধ্যমেই সেই স্মৃতি রোমান্থন করার চেষ্টা করলাম।কার্টুনটি সম্পর্কে আপনাদের অনুভূতি কেমন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।সবিশেষে সকলের সুস্বাস্থ্য কামনায় আমার পোস্টটি আজকে এখানেই শেষ করলাম।আশা করি আপনারা আমায় সাপোর্ট করে পাশে থাকবেন।ধন্যবাদ।

💖আমার পোস্টটি পড়ার জন্য সবাইকে আনরিকভাবে ধন্যবাদ💖

পোস্ট সম্পাদনকারীঃ@abir10

স্বাগতম


Sort:  

ছবিটা মোটামুটি হয়েছে। তবে চেষ্টা করার জন্য আপনাকে সাধুবাদ। আপনার আলসে পান্ডা এর থেকে সুন্দর হয়েছিল। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।আজকে ক্লাসের পর অনেক ক্লান্ত হয়ে গেছিলাম তাই হয়তো অতোটা ফুটিয়ে তুলতে পারি নাই ছবিটা।তবে ইনশাআল্লাহ এবার থেকে আর এমন হবে না।

ধন্যবাদ আপনাকে।

আলসে পান্ডার নতুন একটি ভার্সন আকছি ভাইয়া।আশা করি আগামিকাল পোস্ট করতে পারবো।

আপনার দক্ষতা কে আমি সন্মান করি।আপনার চেষ্টা ছিল ১০০% যার ফলে আপনার আর্ট টি সম্পন্ন হয়েছে।অনেক সুন্দর হয়েছে ভাই।আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের এবং ছবিটির ভাবার্থ বোঝার জন্য।

 3 years ago 

সুন্দর এঁকেছেন ভাই এবং শৈশব স্মৃতি মনে করিয়ে দিয়েছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে ডোরেমন তৈরি করেছেন,ছোট বাচ্চা রা ওই কাটুন টা খুব বেশি দেখে, এখন অবশ্য এটা দেখে না অনেক নতুন নতুন কাটুন এসছে, যাইহোক, আপনার অংকন টা খুবই সুন্দর হয়েছে, শুভ কামনা রইল আপনার জন্য

ধন্যবাদ ভাইয়া...আপনার জন্যও শুভকামনা রইলো।

 3 years ago 

আমার খুব খুব পছন্দের কার্টুন।এখনো দেখি। আপনার অংকন অসম্ভব সুন্দর হয়েছে। অনেক শুভ কামনা রইলো 😇।

আমারো অনেক পছন্দের কার্টুন আপু তবে সময়ের অভাবে আর তেমন দেখা হয় না।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

খুবই পছন্দের একটি কার্টুন। আমি সময় পেলে এখনো এই কার্টুনটি দেখি। ছোটবেলায় অনেক দেখেছি কার্টুনটি। অনেক সুন্দর একটি ড্রয়িং করেছেন। সবচেয়ে ভালো লাগছে ডরিমনের সাথে ডোরা কেক দেখে। অনেক শুভকামনা আপনার জন্য।

ডোরেমন আর ডোরাকেক যে একই সুঁতায় বাঁধা তাই ছবির সাথেও ওটাও জুড়ে দিলাম।ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95924.26
ETH 2810.51
SBD 0.67