জীবন ও মৃত্যু নিয়ে আপনি অসাধারণ একটি কবিতা রচনা করেছেন দাদা। আসলে জীবন হচ্ছে সমুদ্রের মতো যেখানে উত্তাল ঢেউ এসে আমাদের ভাসিয়ে নিয়ে যায়। প্রতিনিয়তঃ আমাদের ঢেউয়ের মোকাবেলা করতে হয় শক্ত হাতে। যে মোকাবেলা করে শক্ত ঢেউ থাকে নিয়ে যেতে পারে না কিন্তু যারা মোকাবেলা করতে পারে না সমুদ্রের ঢেউ থাকে তাদের ভাসিয়ে নিয়ে যায়। অন্যদিকে মৃত্যু নিয়ে দারুন একটি কবিতা রচনা করেছেন মৃত্যু আসলেই নদীর মতো যা একবার প্রয়োজনে আর ফিরে আসে না।
এ পার ও পাড়ের খবর আমার কখনোই জানতে পারি না। মৃত্যু হচ্ছে আমাদের আসল ঠিকানা।
Thank You for sharing...