You are viewing a single comment's thread from:

RE: একটি ননপ্রফিটেবল ইনিশিয়েটিভ

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আমাদের অবশ্যই লড়াই করতে হবে। অনেক ভালো কন্টেন্ট রাইটার এবিউজ ইউজারদের কারনে হারিয়ে যাচ্ছে,কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। তারা যখন দেখছে তাদের থেকে অনেক কম কোয়ালিটি সম্পন্ন পোস্ট করে কেউ ভালো রিওয়ার্ড পাচ্ছে তখন তারা কাজের প্রতি আর আন্তরিকতা দেখায় না।তারাও ভাবে যে যেকোনো ভাবেই পোস্ট করলেই যখন ইনকাম করা যায় তাইলে এতো কষ্ট করে কেন পোস্ট করব। আশার ব্যাপার হলো দাদা সব কিছুই বোঝেন, সবার কথায় ভাবেন। আমাদের কমিউনিটি অনেক পরিছন্ন। কিন্তু আফসোস অন্য কমিউনিটি গুলোর অবস্থা দেখে। সেই ক্ষেত্রে আমাদের কমিউনিটির যে ইউজার অন্য কমিউনিটিতে এবিউজ করছে বা কপি পেস্ট বা মাইক্রো পোস্ট করছে তাদের কোনো রুপ দয়া দেখানো উচিত না।

এইটা যেহেতু সব কমিউনিটির জন্য হুমকিসরুপ সেইক্ষেত্রে সব কমিউনিটির ফাউন্ডার, এডমিন, মডারেটর নিয়ে এক সমন্বয় গ্রুপ করা যেতে পারে বা প্রাইভেট চ্যানেল থাকতে পারে সকল কমিউনিটির মডারেটররা যাতে একে অপরের কমিউনিটির কোয়ালিটি নিশ্চিত করতে পারে সেই জন্য এক মানদণ্ড তৈরি করা যেতে পারে। সব কথার উর্ধে হচ্ছে সকল কমিউনিটির ফাউন্ডার, এডমিন, মডারেটর সবর্পোরি সদস্যদের আন্তরিক ও সহযোগিতার মনোভাব দেখাতে হবে।একাই লড়াই চালানো অনেক কঠিন হবে।তবে যুদ্ধ কাউকে না কাউকে শুরু করতে হবে।যুদ্ধ না হয় আপনার থেকেই শুধু হোক। শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.25
JST 0.038
BTC 100604.02
ETH 3135.78
SBD 3.98