আমি আগেই জানতান আজ বৌদিকে নিয়ে একটা পোস্ট হবে। তা যে এতো সুন্দর হবে ভাবিনি।কবিতার মধ্যে দিয়ে আপনি বৌদির প্রতি যে ভালবাসা প্রকাশ করেছেন তা নিয়ে আসলে কি বলব ভেবে পাচ্ছিনা। কবিতার প্রথম দিকে জীবনের অপূর্নতা ছিল, ক্লান্ত ছিল কিন্তু বৌদি আপনার জীবনে এসে নিসঙ্গ জীবনকে রাঙ্গিয়ে দিয়েছে। আপনার জীবনকে গুছিয়ে দিয়েছে। আপনার সুখ, দুঃখ গুলো নিজের করে নিয়েছে। আপনার মাঝে ভালবাসা, প্রেম যেন এইভাবে আজীবন থাকেন। প্রতিটি দিন যেন স্বপ্নের মতো করে কাটে। অনেক অনেক ধন্যবাদ দাদা। ভালবাসা রইল আপনাদের জন্য। 💝💝💝