RE: জটিলতাপূর্ণ সময় গেল ||@shy-fox 10% beneficiary
ভাইয়া আমার ভোটার আইডি ক্ষেত্রেও আমি অনেক ঝামেলা সহ্য করেছি ।কেননা আমার ভোটার আইডিতে আমার বাবার নাম ভুল ছিল। আমি যখন নির্বাচন অফিসে যাই তখন তারা আমাকে বিভিন্ন ধরনের হয়রানি করতে থাকে তখন আমি সিটির এক নির্বাহি অফিসার কে ফোন করি। যিনি আমার বিশ্ববিদ্যালয়ে বড় ভাই ছিলেন। তারপর যখন আমি তাদের সাথে কথা বলি তারা অল্প সময়ে আমার কাজটা করে দেন। কিন্তু আমার কথা হচ্ছে আপনার আমার হয়তোবা ফোন করা কেউ আছে কিন্তু যাদের কেউ নেই যারা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে তাদের কি হবে? তারাও ভোটার তারাও সাধারণ মানুষ তারা বাংলাদেশে নাগরিক। আমার কথা হচ্ছে যেটা তাদের দায়িত্ব যে দায়িত্বের জন্যে তাদের চাকরি দেওয়া হয়েছে সেই কাজে তারা অবহেলা কেন করবে? কেন মানুষকে হয়রানি করবে এটাতো তাদের কাজের বাহিরে না। কবে যে এদেশের মানুষের মন মানসিকতা পরিবর্তন হবে। তবে প্রত্যাশা করছি এই মানুষগুলো দ্রুত পরিবর্তন হোক । সমাজে সুস্থ ধারায় ফিরে আসুক।