শীতের কুয়াশাচ্ছন্ন রাতে, পুরো পাড়া যখন ঘুমের ঘোরে।
দীঘির অথৈ জলরাশি, মৃদু বাতাসে ছোট ছোট ঢেউ তোলে।
নির্ঘুম রাত একা জেগে আছে , জারা নামের ষোড়শি তন্নি তরুনি ।
সবে মাত্র শুরু করেছে কলেজের নতুন জীবন খানি ।।
হঠাৎ আজিকে তাহার মনে, সৃষ্টি হলো নতুন এক উদাসিনতা,
যখনই হাতে পেলো, জনি নামের সেই দুষ্টটির পত্রখানা।।
হয়ে আসে নিসাড় সব, থেমে যায় কোলাহল,
অবিশ্রান্তভাবে ভেসে আসে কোকিলের কুহুতান।।
হঠাৎ সচকিত হয় জারা, ও পাশ থেকে ভেসে আসে মায়ের গলা,
তুমি কি এখনো জেগে আছো? ঘুমাও নি কি এখন ও?
না মা, হয়েছি কি রাত্রি অধিকখানি? এখনও যে হয়নি শান্ত পাখির কলকাকলি।।
চেয়ে দেখ কৃষ্ণপক্ষের চাঁদ উঠেনি এখনও আকাশে ?
বলো কি তুমি জারা? রাত্রি হয়েছে ঢের মেলা, কান পেতে শুনো শিশির শব্দ কণা
জানালার ফাঁকে দেখ কৃষ্ণপক্ষের চাঁদ ।।
ঘুমের নিবিড় বনে, একাই তুমি জাগ্রত, আসলে কি হয়েছো বলতো?
হচ্ছে কি শীতের তীব্রতায় কোন কষ্ট।।
আসলে কি মা হয়েছে এমন, মনটাও কেমন মনে লয়,
রাত্রিটা কেমন জানি , স্বপ্নাচ্ছন্ন মনে হয়।।
মা বলে উঠেন তখন , কন্ঠে নরম সুর,
ঠিক আছে, এখন শুতে যাও তবে, সব কিছু করে দুর।।
শুইতে গিয়ে হয় না ঘুম, এপাশ ও পাশ করে মেলা,
ভাঁজ করা সেই পত্রখানা, হাত বাড়িয়ে নিলো জারা।।
ঠিঠি টা তার হাতে ধরা, মন উদাসিন, কল্পলোকের আকাশেতে,
উড়ছে যেন সেই ছেলেটি, বাজিয়ে বাতাসের বীণ।
উড়ে আসছে দুলকি চালে, পঙ্খিরাজ কে সাথে নিয়ে,
শ্বেত মেঘমালা তাকে কুর্ণি শ করে , নামিয়ে করে শির।।
লক্ষ তারকা রাশি যেন, সামান্ত সিপাহীর মত করছে প্রদক্ষিন ।।
তাই আজকে জারা হয়েছে অপেক্ষায়মান।।
কোকিল যেন কুহুতানে করছে ঘোষনা,
সে আসছে, সে আসছে সবাই আনন্দে আত্নহারা ।।
ক্ষিপ্র হস্তে খুলল জারা, সেই চিঠি খানা,
নেই যেন আজ তাতে কিছু ভেসে উঠে শুধুই মুখখানা ।।
চিঠি খানা ভাঁজ করে আবার আগের স্থানে রাখে ,
ফিসফিসিয়ে বলছে কে যেন পড়ছ না কোন অনুরাগে।।
আবার জারা হারিয়ে যায়, কল্পলোকের দেশে,
যেখান থেকে তাকে যেন সেই ছেলেটি ডাকে।।
মেঘমালা তৈরি করে নতুন সিংহাসন,
রাজা সেজে আসে যেন সেই প্রিয়জন।।
রাণী কোথায় আছে এখন ? লক্ষ তারার প্রশ্ন এমন,
চাঁদ যেন বলল তখন দেখনা ওদিক চেয়ে।।
লক্ষ তারা মিটমিটিয়ে, বলছে যেন কি,
স্বাগতম সু স্বাগতম মহান রাণীজি ।।
দুষ্ট পেঁচার করুন ডাকে সংবিৎ ফিরে আসে,
কোথায় গেলো মেঘমালা হারিয়ে তারার দেশে।।
আলতোভাবে খোলে জানালা, একরাশ শীতের হাওয়া,
কাঁপিয়ে দিয়ে যায়,
কৃষ্ণপক্ষের চাঁদ ও তখন অস্তে চলে যায়।।
কানের কাছে কে যেন আজ, বলছে চুপি চুপি,
তোমায় শুধূ ভালোবাসি ভালোবাসি।।
প্রথম প্রেমের শিহরন, তাইতো জারা উতালা,
চুপি চুপি বলল সে যে, বন্ধু তোমায় ভুলবো না ।।
265700143_4576668455755783_4480346006458477346_n.jpg

Sort:  
 2 years ago 

আপনি কমিউনিটি রুলস ভঙ্গ করেছেন। আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।

কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

source: Collected

দূ:খিত স্যার !!
আমি স্টিমিট এ একবারেই নতুন, আশাকরি আমার ই অনশ্চিকৃত ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি নিয়মাবলিগুলো পড়েছি এবং ভবিষ্যতে আরো সাবধান হবো ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 60238.27
ETH 3215.90
USDT 1.00
SBD 2.46