এ.বি.বি স্কুলের - Verified Member লেভেল অর্জন [ব্যাচ নং - ১৮, ১৯]

in আমার বাংলা ব্লগ2 years ago

এ.বি.বি স্কুলের - Verified Member লেভেল অর্জন [ব্যাচ নং - ১৮, ১৯]
20220103_0033071.gif

প্রায় দশ মাস পূর্বে যাত্রা শুরু হয়েছিল এ.বি.বি স্কুলের। এ.বি.বি স্কুলের প্রধান উদ্দেশ্য ছিল ইউজারদের মধ্যে স্টিমেট প্ল্যাটফর্ম সম্পর্কে সঠিক জ্ঞান দান করা। যেটা ইউজারদের জন্য ছিল এক বিশাল পাওয়া। সঠিক গাইডলাইনের অভাবে অনেক ব্লগার অকালেই ঝরে যেত। যেটা কখনোই কাম্য নয়। এ.বি.বি স্কুলের জন্য এখন বহু ইউজার সঠিক জ্ঞান অর্জন করে ভাল মানের ব্লগার হয়ে উঠেছে।

এ সপ্তাহে এ.বি.বি স্কুলের আরো একটি ব্যাচ গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। তাদেরকে ইতিমধ্যেই রিলিজ দেওয়া হয়েছে। গ্রাজুয়েশন কমপ্লিট করে তাঁরা আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছে। যে সকল ইউজার ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছে তাদের সকলকে অভিনন্দন। আমরা আশাবাদী আপনাদের এই অর্জনকে আপনারা কখনোই কলুষিত করবেন না। সর্বদা সঠিক নিয়ম মেনে, কমিউনিটির সকল গাইডলাইন ফলো করে নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাবেন।

এ.বি.বি স্কুলের যে সকল ইউজাররা নতুন গ্রাজুয়েশন কমপ্লিট করে ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছে তাদের তালিকা নিম্নে দেওয়া হলঃ

SerialStudent NameLevelProfile
1@gopirayVerified MemberLink ✅
2@joniprinsVerified MemberLink ✅
3@sojibuddinVerified MemberLink ✅
4@bidyut01Verified MemberLink ✅
5@solaymanspnVerified MemberLink ✅
6@jahidulislam01Verified MemberLink ✅
7@rituaminVerified MemberLink ✅
8@tarique52Verified MemberLink ✅
9@parul19Verified MemberLink ✅
10@joynalabedinVerified MemberLink ✅
11@anisshamimVerified MemberLink ✅
12@engtariqulVerified MemberLink ✅
13@samratsahaVerified MemberLink ✅


যারা পুনরায় পরীক্ষায় বসবে নিম্নে ঐ সকল ইউজারদের নাম উল্লেখ করা হচ্ছেঃ-

Considered for re-examination

@ripon999


যাঁরা ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছেন আশা করি তারা কমিউনিটির নিয়ম-কানুনের উপর সব সময় সতর্ক থাকবেন ।কমিউনিটির পরিচ্ছন্নতা রক্ষা করতে সর্বদা সহযোগিতা করবেন। সদা চেষ্টা করবেন কমিউনিটির প্রত্যেকটির নিয়ম-কানুন রক্ষা করে চলার। সর্বোপরি আপনাদের জন্য শুভকামনা রইলো। আপনাদের আগামী পথচলা শুভ হোক।


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

অবশেষে অনেক অপেক্ষার পর এ.বি.বি স্কুলের -ব্যাচ নং - ১৯ হিসাবে Verified Member লেভেল অর্জন করেছি। কমিউনিটির সকল এডমিন ও মডারেটরদের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 2 years ago 

স্বাগতম জানাই সে সকল ইউজারদের যারা এবারের ভেরিফাইড পরিক্ষায় সন্মানের সাথে উত্তীর্ণ হতে পেরেছেন । আশা করি আপনারা @abb-school এর শিখানো প্রতিটা নিয়ম-কানুন মেনে পরবর্তী সময়ে আপনাদের ব্লগিং লাইফকে আরো সমৃদ্ধশালী করবেন ।

 2 years ago 

এ.বি.বি স্কুলের - Verified Member লেভেল অর্জনকারী ১৮ এবং ১৯ তম ব্যাচের সকালের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ৷ আশা করি তারা আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়ম কানুন মেনে এবং এবিবি স্কুলের সঠিক শিক্ষার ব্যবহার করে আমাদের প্রিয় কমিউনিটির মাঝে প্রতিনিয়ত নতুন কিছু উপহার দিবে ৷ সবার জন্য শুভকামনা রইল৷

সকল এডমিন মডারেটরদের প্রতি রইল কৃতজ্ঞতা। দীর্ঘ ১০ মাস তারা বিভিন্ন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা সকলেই ভেরিফাইড মেম্বার স্বীকৃতি পেলাম।

 2 years ago 

যারা ভেরিফাইড মেম্বারের লেভেল অর্জন করেছেন তাদের প্রতি রইল আমার অনেক অভিনন্দন। অনেক কষ্ট করে আপনারা বেরিফের মেম্বার হয়েছেন তার জন্য ধন্যবাদ। আশা রাখি ইনশাল্লাহ আপনার নিয়মিত ভালো কাজ করবেন এবং কমিউনিটির নিয়ম-কানুন মেনে পোস্ট করবেন। শুভকামনা রইল সবার প্রতি।

 2 years ago 

আমি খুবই আনন্দিত আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন ভেরিফাইড মেম্বার হতে পেরে ৷আর হে আমি বাংলা ব্লগের সাথে থাকতে চাই ৷সর্বদা চেষ্টা করবো সকল নিয়ম-কানুন মেনে চলার ৷
ধন্যবাদ জানাই বড় দাদাকে তিনি যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে

 2 years ago 

যারা ভেরিফাইড মেম্বার হয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো ।আশা করছি আপনারা সবাই কমিউনিটি নিয়ম-কানুন মেনে কাজ করবেন।

 2 years ago 

সবাইকে ভেরিফাইড ট্যাগ দিতে পেরে আমরাও বেশ খুশি । সবার পথ চলা সুন্দর হোক এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি । শুভেচ্ছা রইল।

 2 years ago 

@abb-school এর মাধ্যমে ভালোভাবে জেনে এবং শিখে আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য একজন ভেরিফাইড মেম্বার হতে সত্যি আমার অনেক ভালো লেগছে। আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে আমি সকল নিয়ম-কানুন মেনে কাজ করবো ইনশাআল্লাহ। আমার সাথে অন্যান্য সকল ভেরিফাইড মেম্বারদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।

 2 years ago 

এবিবি স্কুল থেকে ক্লাস করে ভেরিফাইড মেম্বার হয়েছেন ।তাদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি অনেক কিছু ও নিজের চিন্তা ভাবনার প্রকাশ করবেন সেটাই কামনা করি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.23
JST 0.034
BTC 92832.44
ETH 3114.64
USDT 1.00
SBD 2.89