শিয়াল পন্ডিতের পাঠশালা || লেভেল - ০৪ ক্লাস লেকচার শীট [# Level 04 Lecture Sheet]

in আমার বাংলা ব্লগ3 years ago


Abb_school_Lecture-04.png

Professor : @moh.arif


লেকচার শিট এর শুরুতে কিছু কথাঃ


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। যারা ইতিমধ্যে লেভেল -৩ পাস করেছেন তাদেরকে অভিনন্দন। আজ থেকে আপনারা লেভেল - ৪ এর যাত্রা শুরু করলেন। অন্যান্য লেভেলের মত লেভেল - ৪ এ ও আমরা আপনাদের জন্য কয়েকটি নির্বাচিত বিষয় নিয়ে লেকচার শীট তৈরি করেছি। আশা করছি এই লেকচারশীট পড়ে আপনারা পরীক্ষা দিলে আপনাদের লেভেল আপ করতে পারবেন। লেভেল - ৪ ই হচ্ছে ABB School এর শেষ লিখিত পরীক্ষা। কারণ এরপর লেভেল - ৫ এ আপনাদের শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে লেভেল - ৫ অতিক্রম করে Active List এ আসতে পারবেন। তাহলে এবার চলুন শুরু করা যাক আমাদের লেভেল - ৪ এর লেকচার শিটের প্রধান বিষয় গুলো নিয়ে আলোচনা।

লেভেল - ৪ এর উদ্দেশ্য সমূহঃ


মূলত Steemit ওয়ালেটের লেনদেন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে লেভেল - ৪ এ আলোচনা করা হবে। কিভাবে আপনি আপনার Steemit ওয়ালেট হতে অন্য কারো Steemit ওয়ালেটে P2P এর মাধ্যমে Steem/Sbd/TRX টান্সফার করব, ইন্টার্নাল মার্কেটে কিভাবে Steem /Sbd Exchange করব, এক্সটার্নাল মার্কেট Poloniex এর মাধ্যমে কিভাবে Steem,TRX কে USDT তে রুপান্তর করব তা আলোচনা করা হবে। আমরা অনেকেই কোন কারন ছাড়াই P2P এর মাধ্যমে একজনের Steemit Account হতে আরেকজনের Steemit Accounts এ Steem,SBD, TRX ট্রান্সফার করি। যেটা আসলেই একটি খারাপ বিষয়। কেননা এভাবে p2p ট্রানস্ফার করা মানে, উভয় একাউন্টস ই আপনার বলে ধরে নেয়া হয়। আপনারা যাতে p2p Transfer এড়িয়ে External Exchange Site Poloniex এর মাধ্যমে Steem,Trx কে USDT তে Convert করতে পারেন। এই উদ্দেশ্যেই মূলত লেভেল - ৪ তৈরি করা হয়েছে।

লেভেল - ৪ এ যে সকল বিষয় শিখানো হবেঃ


  • P2P এর মাধ্যমে Steem/Sbd/TRX কিভাবে টান্সফার করব।
  • TRX এর Transaction History বের করার নিয়ম।
  • Steemitwallet.com এর Internal market এর মাধ্যমে কিভাবে Steem কে sbd এবং Sbd কে Steem এ convert করা যাই।
  • Poloniexএ কিভাবে Account খোলা হয়।
  • Steemworld.org এর মাধ্যমে কিভাবে Steem কে sbd এবং Sbd কে Steem এ convert করা যাই।
  • আপনার Steemit Wallet হতে Steem,TRX Poloniexএ Deposit করা এবং Steem , Trx কে USDT তে Convert করা।
  • Poloniex থেকে কিভাবে USDT Withdraw করবেন।

P2P এর মাধ্যমে Steem/Sbd/TRX কিভাবে টান্সফার করব।

Steem Transfer এর ক্ষেত্রেঃ


ধাপ-১ঃ
প্রথমে এখানে যাবেন। এরপর স্ক্রিনশটে উল্লেখিত তীর চিহ্নিত স্থানে যাবেন। তারপর transfer এ ক্লিক করবেন।
Screenshot_1.png

ধাপ- ২ঃ
এখানে To তে যাকে পাঠাতে চান তার steem account username দিবেন। Amount এ কত steem পাঠাবেন তা দিবেন। memo তে যে উদ্দেশ্য steem পাঠাবেন তা লিখবেন।আপনি যদি কোন Exchange site এ steem send করেন তাহলে অবশ্যই মেমো সঠিকভাবে দেখে তারপর বসাবেন। তারপর next button এ ক্লিক করবেন।
Screenshot_2-final.png

ধাপ-৩ঃ
আবার সবকিছু সঠিকভাবে দেখে ok button এ ক্লিক করবেন, তারপর active key দিয়ে steem send করবেন।
Screenshot_3.png

SBD Transfer এর ক্ষেত্রেঃ


ধাপ-১ঃ
প্রথমে এখানে যাবেন। এরপর স্ক্রিনশটে উল্লেখিত তীর চিহ্নিত স্থানে যাবেন। তারপর transfer এ ক্লিক করবেন।
Screenshot_4.png

ধাপ- ২ঃ
এখানে To তে যাকে পাঠাতে চান তার steem account username দিবেন। Amount এ কত SBD পাঠাবেন তা দিবেন। memo তে যে উদ্দেশ্য SBD পাঠাবেন তা লিখবেন।আপনি যদি কোন Exchange site এ SBD send করেন তাহলে অবশ্যই মেমো সঠিকভাবে দেখে তারপর বসাবেন। তারপর next button এ ক্লিক করবেন।
Screenshot_5.png

ধাপ-৩ঃ
আবার সবকিছু সঠিকভাবে দেখে ok button এ ক্লিক করবেন, তারপর active key দিয়ে steem send করবেন।
Screenshot_6.png

TRX Transfer এর ক্ষেত্রেঃ


ধাপ-১ঃ
প্রথমে এখানে যাবেন। এরপর স্ক্রিনশটে উল্লেখিত তীর চিহ্নিত স্থানে যাবেন। তারপর transfer এ ক্লিক করবেন।
Screenshot_7.png

ধাপ-২ঃ
এখানে TO তে যাকে trx পাঠাবেন তার trx address দিবেন। আপনি চাইলে কারো stemit acoount এ TRX পাঠাতে পারেন, সে ক্ষেত্রে লক্ষ রাখতে হবে যাতে ওই steemit account এর সাথে TRx address add থাকে। trx send এর ক্ষেত্রে memo তে সাধারণত কোন কিছু না দিলেও হয়। তারপর next button এ ক্লিক করবেন।
Screenshot_8.png

ধাপ-৩ঃ
আবার সবকিছু সঠিকভাবে দেখে ok button এ ক্লিক করবেন।
Screenshot_9.png

ধাপ-৪ঃ
তারপর আপনার TRX address এর Private key দিয়ে TRX send করবেন।
Screenshot_10.png

TRX এর Transaction History বের করার নিয়ম।


ধাপ-১ঃ
প্রথমে এখানে যাবেন। এরপর স্ক্রিনশটে উল্লেখিত লাল দাগ চিহ্নিত আংশে ক্লিক করবেন।
Screenshot_11.png

ধাপ-২ঃ
এখনএকটি নতুন tab open হবে , ওই tab এ আপনি কাকে কত trx send করেছেন, কত trx receive করেছেন তা দেখতে পাবেন।
Screenshot_12.png

Poloniexএ কিভাবে Account খোলা হয়।


ধাপ-১ঃ
প্রথমে এখানে যাবেন।
Screenshot_13.png

ধাপ-২ঃ
এরপর অনেকগুলো ফিল্ড দেখতে পাবেন। নিচের স্কিনশর্ট এর মত। প্রথমে email এর ঘর টিতে আপনার email address দিবেন। আপনার email address না থাকলে gmail.com এ গিয়ে একটি জিমেইল এড্রেস খুলে নিবেন। এরপর একটি শক্তিশালি password দিবেন। password দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে password টি eight characters long হয়। Confirm password এ এরপর আবার পুনরাই password দিবেন। Referral code এ কিছু দেওয়ার দরকার নেই। এরপর captcha verify করবেন। এরপরের নিচের ঘর টিতে একটি টিক চিহ্ন দিবেন। তারপর sign up বাটন এ ক্লিক করবেন। এরপর আপনার ইমেইল এ একটি লিঙ্ক পাঠানো হবে ওই লিঙ্ক এ ক্লিক করে ইমেইল ভেরিফাই করে নিবেন। এভাবে আপনি আপনার poloniex account টিতে sign up করতে পারবেন।
Screenshot_14.png
Screenshot_15.png

Steemitwallet.com এর Internal market এর মাধ্যমে কিভাবে Steem কে sbd এবং Sbd কে Steem এ convert করা যাই।

ধাপ-১ঃ
প্রথমে এখানে যাবেন। এরপর স্ক্রিনশটে উল্লেখিত তীর চিহ্নিত স্থানে যাবেন।
Screenshot_17.png

ধাপ-২ঃ
তারপর Currency Market এ যাবেন।
Screenshot_16.png

ধাপ-৩ঃ
এখন SBD দিয়ে Steem Buy করার জন্য, Buy Steem এ গিয়ে price এর ঘরে price টি লিখব,price লিখার সময় sell orders থেকে price টি সিলেক্ট করলে তারাতারি steem Buy করা যাবে। তারপর Amount এ কত steem কিনতে চাই তা লিখব। তারপর Buy Steem এ ক্লিক করব।
Screenshot_18.png

Screenshot_19.png

ধাপ-৪ঃ
এখন Steem sell করে SBD buy করার জন্য, Sell Steem এ গিয়ে price এর ঘরে price টি লিখব,price লিখার সময় Buy orders থেকে price টি সিলেক্ট করলে তারাতারি steem Sell করা যাবে। তারপর Amount এ কত steem বিক্রি করতে চাই তা লিখব। তারপর Sell Steem এ ক্লিক করব।
Screenshot_20.png

Screenshot_21.png

ধাপ-৬ঃ
আপনার কোন orders open থাকলে তা এখানে দেখতে পাবেন। এখানে থেকে আপনার orders গুলো cancel কতে পারবেন।
Screenshot_22.png

Steemworld.org এর মাধ্যমে কিভাবে Steem কে sbd এবং Sbd কে Steem এ convert করা যাই।

ধাপ-১ঃ
প্রথমে এখানে যাবেন। এরপর স্ক্রিনশটে উল্লেখিত orders এ ক্লিক করবেন।
Screenshot_23.png

ধাপ-২ঃ
SBD কে STEEM এ convert করার জন্য - আপনি Lowest Ask এবং Available SBD তে ক্লিক করে , BUY STEEM এ ক্লিক করবেন। এরপর steem login হতে active key দিয়ে ok দিবেন।
Screenshot_24.png

ধাপ-৩ঃ
Steem কে SBD এ convert করার জন্য - আপনি Highest Bid এবং Available Steem তে ক্লিক করে , SELLSTEEM এ ক্লিক করবেন। এরপর steem login হতে active key দিয়ে ok দিবেন।
Screenshot_25.png

আপনার Steemit Wallet হতে Steem,TRX Poloniexএ Deposit করা এবং Steem , Trx কে USDT তে Convert করা।

Poloniex এ কিভাবে লগিন করবেনঃ

ধাপ-১ঃ
প্রথমে এখানে যাবেন। তারপর login এ ক্লিক করবেন।
Screenshot_26.png

ধাপ-২ঃ
poloniex এ sign up করার সময় যে email address টি দিয়েছেন , email এর ঘরে ঐ email address টি দিবেন। password এর ঘরে password দিবেন। তারপর captcha verify করে login এ ক্লিক করবেন।
Screenshot_27.png

ধাপ-৩ঃ
এরপর wallet এ ক্লিক করবেন।
Screenshot_28.png

Poloniex এ কিভাবে STEEM deposit করবেনঃ

ধাপ-১ঃ
poloniex এ Steem deposit এর জন্য , প্রথমে deposit এ ক্লিক করবেন। search এর ঘরে Steem লিখবেন। তারপর নিচে Steem লেখার উপর ক্লিক করবেন।
Screenshot_29.png

ধাপ-২ঃ
এখন Address আর memo coppy করব।
Screenshot_30.png

Screenshot_31.png

ধাপ-৩ঃ
কপি করা address and memo বসাব। এরপর amount দিয়ে next button এ ক্লিক করে steem send করব।
Screenshot_32.png

ধাপ-৪ঃ
এরপর poloniex এর activity page এ , আপনার deposit করা steem আসছে কি না তা দেখে নিবেন, ওখানে deposited steem দেখালে বুজবেন আপনার steem deposit হয়ে গিয়েছে। এরপর wallet গিয়ে আপনার জমাকৃত steem দেখতে পাবেন।
Screenshot_33.png

Poloniex এ কিভাবে steem কে usdt তে convert করবেনঃ

ধাপ-১ঃ
polonex এ steem কে usdt তে convert করার জন্য প্রথমে trade এ ক্লিক করবেন তারপর spot এ ক্লিক করবেন।
Screenshot_34.png

ধাপ-২ঃ
তারপর উপরের বাম দিক হতে , search option এ গিয়ে steem search দিব। এরপর STEEM / USDT pair টি select করব।

Screenshot_35.png

ধাপ-৩ঃ
এরপর sell এ ক্লিক করে price এবং amount লিখব। price লিখার ক্ষেত্রে order Book টি ভালভাবে দেখে তারপর price নির্ধারণ করব। তারপর SELL Steem এ ক্লিক করব। এরপর wallet এ দেখবেন আপনার steem গুলো usdt তে convert হয়ে গিয়েছে।
Screenshot_36.png

Poloniex এ কিভাবে TRX deposit করবেনঃ

ধাপ-১ঃ
poloniex এ TRX deposit এর জন্য , প্রথমে deposit এ ক্লিক করবেন। search এর ঘরে TRX লিখবেন। তারপর নিচে TRX লেখার উপর ক্লিক করবেন।
Screenshot_37.png

ধাপ-২ঃ
তারপর Deposit On Tron (TRC20) এ ক্লিক করব।
Screenshot_38.png

ধাপ-৩ঃ
তারপর address টি copy করে নিব।
Screenshot_39.png

ধাপ-৪ঃ
এরপর steemitwallet.com এ গিয়ে trx transfer এ যাব, তারপর SWITCH TO TRON ACCOUNT Select করব। এরপর copy করা address টি past করব, এরপর amount এর ঘরে amount দিব। এরপর next button এ ক্লিক করে , Trx send করে দিব।
Screenshot_40.png

Screenshot_41.png

Poloniex এ কিভাবে TRX কে usdt তে convert করবেনঃ

ধাপ-১ঃ
polonex এ Trx কে usdt তে convert করার জন্য প্রথমে trade এ ক্লিক করবেন তারপর spot এ ক্লিক করবেন।
Screenshot_34.png

ধাপ-২ঃ
তারপর উপরের বাম দিক হতে , search option এ গিয়ে TRX search দিব। এরপর TRX / USDT pair টি select করব।
Screenshot_42.png

ধাপ-৩ঃ
এরপর sell এ ক্লিক করে price এবং amount লিখব। price লিখার ক্ষেত্রে order Book টি ভালভাবে দেখে তারপর price নির্ধারণ করব। তারপর SELL TRX এ ক্লিক করব। এরপর wallet এ দেখবেন আপনার TRX গুলো usdt তে convert হয়ে গিয়েছে।
Screenshot_43.png

Poloniex থেকে কিভাবে USDT Withdraw করবেনঃ

ধাপ-১ঃ
Poloniex থেকে USDT Withdraw করার জন্য , প্রথমে withdraw তে ক্লিক করব। তারপর usdt select করব।
Screenshot_44.png

ধাপ-২ঃ
এরপর TRC20 Select করব। address এর ঘরে সঠিক TRC20 USDT address বসাব। এরপর Amount To Withdraw তে amount বসাব। তারপর contionue তে ক্লিক করব।
Screenshot_45.png

Screenshot_46.png

ধাপ-৩ঃ
সবকিছু ঠিক আছে কি না তা দেখে এ ক্লিক করব। Withdraw USDT তে ক্লিক করব।
Screenshot_47.png

ধাপ-৪ঃ
এরপর আপনার email address এ একটি mail যাবে ।
Screenshot_48.png
ধাপ-৫ঃ
email এ দেওয়া link টিতে ক্লিক করবেন।
Screenshot_20220227_134544.jpg

ধাপ-৬ঃ
আপনার usdt Withdraw complete হয়ে যাবে ১০ মিনিটের মধ্যে এবং আপনার দেওয়া address এ USDT চলে যাবে।
Screenshot_49.png

সকলকে ধন্যবাদ।



Amar Bangla Blog


Amar Bangla Blog Discord Server

Sort:  
 3 years ago 

খুবই সুন্দর ও সাবলিল ভাষায় চিত্রের মাধ্যমে উপস্থাপন করেছেন পুরো বিষয়টি। আমার মনে হয় এরপর কারো কোন সমস্যা হওয়ার সুযোগ নেই। কিন্তু কেউ যদি পুরো টিউটোরিয়ালটি ভালোভাবে না পড়ে তাহলে হয়তো কিছুটা গ্যাপ থাকতে পারে। তাই সবাইকে পুরো টিউটোরিয়ালটি ভালোভাবে পড়ার অনুরোধ করছি।

অসংখ্য ধন্যবাদ । জেনে উপকৃত হলাম।আমি একজন নতুন স্টিমিট মেম্বার।

 3 years ago 

অবশেষে স্টিমিট এর সবথেকে গুরুত্বপূর্ণ একটি লেকচার শীট আজকে প্রকাশিত হলো। আমি মনে করি প্রত্যেকের উচিত আজকের এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞান অর্জন করা।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ। এতদিন প্রতীক্ষায় ছিলাম এমন একটি পোস্ট পাওয়ার জন্য। লেভেল চার এর পোস্টটি পেয়ে আমি খুবই আনন্দিত। এখান থেকে অনেক কিছু জানতে এবং বুঝতে পারলাম। আশা করি খুব সহজভাবে ও ভালোভাবে পরীক্ষাটি দিতে পারব।

 3 years ago 

অনেক শিক্ষনীয় পোস্ট। অনেক প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় গুলো শিখলাম। ভালো লাগলো অনেক। অনেক ধন্যবাদ আপনাদের কপ আমাদের এতোকিছু সুন্দর করে শেখানোর জন্য।

 3 years ago 

লেভেল -৪ এর লেকচার শিট খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আপনি খুবই সুন্দর ভাবে টিউটোরিয়ালটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সত্যিই এই টিউটোরিয়ালটি যদি ভালোভাবে দেখে পড়ি। তাহলে আর কোন সমস্যা হওয়ার কথা না। আপনি খুবই সুন্দর ভাবে চিত্রের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। সত্যিই আমার খুবই ভালো লেগেছে। এটি খুব সহজেই আমরা ভালভাবেই বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আমাদের মাঝে পুরো বিষয়টি উপস্থাপন করার জন্য।

আমাদের জানার অনেক অজানা অংশ পুরন করাতে সক্ষম হবে এই লেখা। প্রচারণার অংশ ভালই ভাল ছিল।

 3 years ago 

এটা সত্যি অনেক গুরুত্বপূর্ণ। আমরা যেখানে কিছু টোকেন সংগ্রহ করি কিংবা ইনকাম করি সেগুলো যদি ভালোভাবে সেল করতে না পারে তবে এটা আমাদের জন্য অনেক চরম একটা ব্যর্থতার বিষয়।

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে প্রবেশ করার পূর্বে আমিও অনেক চেষ্টা করেছি ডলার গুলো কিভাবে বিক্রি করা যায়। কিন্তু অনেক চেষ্টা করেও সেখান থেকে ব্যর্থ হয়ে গিয়েছিলাম এবং কাজ করার প্রতি একটা অনীহা চলে এসেছিল। তবে যখন আমি আমার বাংলা ব্লগ পরিবারে জয়েন্ট করলাম তখন দেখছি এখানে সবকিছু খুব সুন্দর ভাবে শিখিয়ে দেওয়া হয়।

❤️ @amarbanglablog family

 3 years ago 

আলহামদুলিল্লাহ অবশেষে লেভেল ৪ এর লেকচার শীট প্রকাশ করা হলো দেখে খুবই ভালো লাগলো।আমরা এখন চিন্তা মুক্ত হলাম অনেক কিছুই জানতে পারব লেকচার শীট থেকে।ধন্যবাদ আপনাদের

খুবই সুন্দর ও সাবলিল ভাষার মাধ্যমে উপস্থাপন করেছেন পুরো বিষয়টি। সবগুলো বিষয় সম্পর্কে আরো ভালো ভাবে জানতে পারলাম। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 96989.50
ETH 3378.64
USDT 1.00
SBD 3.23