একের ভেতর সব || শিয়াল পন্ডিতের পাঠশালা ।
হ্যালো বাংলা ব্লগ কমিউনিটির সকল ছাত্রছাত্রীবৃন্দ। আশা করি আপনারা এবিবি স্কুল থেকে দারুন কিছু শিখতে পেরেছেন। এ পর্যন্ত অনেকগুলো ব্যাচ ভেরিফাইড মেম্বার খেতাব অর্জন করেছে। প্রত্যেকটি ভেরিফাইড মেম্বারের জন্য এটি অত্যন্ত সুখকর বিষয়। আপনারা জানেন ইতিমধ্যেই লেভেল ওয়ান থেকে লেভেল ফোর পর্যন্ত সকল প্রশ্নপত্র এবং লেকচার শিট পাবলিস্ট করা হয়েছে। কমিউনিটিতে প্রত্যেকটি লেকচারশিট পিন করা আছে। কিন্তু প্রশ্নপত্র গুলো পিন করার নেই। আমরা চাচ্ছি প্রত্যেকটি প্রশ্নপত্র এবং লেকচারশিট একটি পেজের মধ্যে রাখতে। এই পোস্টের মধ্যে প্রত্যেকটি লেভেলের প্রশ্নপত্র এবং লেকচার শিট গুলো একত্রে প্রকাশ করা হচ্ছে।
![](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmbMdvaaqEkmuUDnoRnbsTDDKwRGnMGNnoe4NQa8VWZGbq/Polish_20211102_233336025.jpg)
আমার বাংলা ব্লগ কমিউনিটির লেভেলিং সিস্টেমে অনেক পরিবর্তন আনা হয়েছে। একজন নতুন ইউজার কমিউনিটিতে জয়েন করার পর তার একটা পরিচয় মূলক পোস্ট করতে হয়। পরিচয় মূলক পোষ্ট টি যাচাই-বাছাই করে তাকে লেভেল ওয়ানে' উন্নতি করা হয়। 'লেভেল ওয়ান' ট্যাগ প্রাপ্ত ইউজারদের আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রফেসর দের দ্বারা ক্লাস নেওয়া হয়। বিস্তারিত......
![](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmNYeprkakBg7Wkk9SiEzQwhCS5LsihknRC9poiZsSP3NV/Thumbnails.jpg)
স্টিমিট হচ্ছে একটি রিওয়ার্ড ভিত্তিক ব্লগিং প্লাটফর্ম যা আপনার সময় এবং ক্রিয়েটিভিটি কে মূল্যায়ন করে থাকে। অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক, টুইটার ইত্যাদি-তে আমরা যে সময় ব্যয় করি তা থেকে ওই মিডিয়াগুলো জনপ্রিয় হয় এবং তাদের ভ্যালু বৃদ্ধি পেতে থাকে আর তার পুরোটাই পেয়ে থাকে হচ্ছে মালিকপক্ষ। আর এখানে যারা স্টিমিট ব্যবহারকারী রয়েছেন তারা তাদের মূল্যবান সময় এবং ক্রিয়েটিভিটির মাধ্যমে এই প্লাটফর্মে অনেক ভাল ভাল কনটেন্ট দিয়ে এই প্ল্যাটফর্মকে সমৃদ্ধ করে যাচ্ছেন । বিস্তারিত......
![](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmVjCCyKe6yKP8DpcWGq87YeRXyyQxqDgamDgxSqwpzXZK/Mon_8_11_2021_15_54_15.png)
লেভেল ওয়ান থেকে সফলভাবে ভেরিফাই হয়ে আসা ইউজাররা ইতিমধ্যেই লেভেল টু এর ক্লাস শেষ করেছেন। আবার অনেকেই সবে মাত্র শুরু করেছেন। যাঁরা লেভেল টু এর ক্লাস গুলো শেষ করেছেন তাদের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে বলা হয়েছিল । আশা করি সবাই সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। লেভেল ২ খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেজ ছিল। আপনি যেখানে যে কাজটাই করেন না কেন, ব্যাসিক বিষয়গুলো এবং সিকিউরিটি সম্পর্কে আপনাকে প্রথমেই যথেষ্ট জ্ঞান অর্জন করে নিতে হবে। বিস্তারিত......
![](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmfZWJT7iTLH1549t6k18CrZzK7Wuc8e7nwuzy3gpHAgJ3/Thumbnails.jpg)
যেহেতু আপনারা এখানে দীর্ঘমেয়াদে কাজ করবেন তাই আপনাদের ওয়ালেট কিভাবে নিরাপদ থাকবে সেই বিষয়টি আপনাদের জন্য অবশ্যই জরুরি। তাই লেভেল ২ এর ক্লাসগুলো সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। শিয়াল পন্ডিতের পাঠশালা-য় লেভেল টু-তে স্টিমিট অ্যাকাউন্টের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে পাঠদান করা হয়। প্রথমে লেভেল টু এর বিষয়বস্তু গুলো জেনে নেয়া যাক। বিস্তারিত......
![](https://steemitimages.com/640x0/https://cdn.discordapp.com/attachments/859464724868759562/912361513069727774/Mon_22_11_2021_21_17_45.png)
ইতিমধ্যেই আপনি লেভেল ২ ব্যাজ অর্জন করেছেন। আপনাকে অভিনন্দন। লেভেল ওয়ানে' স্টিমেট প্ল্যাটফর্ম সম্পর্কে বেসিক বিষয়গুলো আপনি জানতে পেরেছেন। এরপর সিকিউরিটি এবং ওয়ালেট সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন। এখন সময় এসেছে পোষ্টের গুণগত মানের দিকে মনোনিবেশ করার। এ পর্যায়ে এসে আপনার প্রফেসর আপনাকে যেই বিষয়গুলো সম্পর্কে শিক্ষা দান করেছে সেগুলো হলঃ- বিস্তারিত......
![](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmPAabMvVMmnEZ1ZU9EdT7PnJfHKG1sKCho2NagktbpqXB/Abb_school_Lecture-3.png)
আমরা যারা স্টিমিটে কিছু করার প্রত্যাশা করি এবং ভবিষ্যতে ভালো একটি অবস্থান তৈরীর স্বপ্ন দেখি, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো আজ আমরা জানার চেষ্টা করবো। কারন ভালো অবস্থান তৈরীর পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দক্ষতা, আর দক্ষতা অর্জনের জন্য চাই সঠিক বিষয়ের সঠিক জ্ঞান। আজ চেষ্টা করবো সেই রকম কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করার।বিস্তারিত......
![](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmXG1ZctxXFtMaJaoU7t6o2WMmz9hKHKgLiTf2VT75x7Hp/Img_1638853031653.jpg)
ইতিমধ্যেই আপনারা অনেকেই লেভেল ৩ ব্যাজ অর্জন করেছেন। আপনাদের কে অভিনন্দন। লেভেল ওয়ানে স্টিমেট প্ল্যাটফর্ম সম্পর্কে বেসিক বিষয়গুলো আপনি জানতে পেরেছেন। এরপর লেভেল-টু তে সিকিউরিটি এবং ওয়ালেট সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন। লেভেল-৩ তে Learning Markdown Coding, Content Category ,Curation সংক্রান্ত বিষয়গুলো জেনেছেন। লেভেল-৪ এর এ পর্যায়ে এসে আপনার প্রফেসর আপনাকে যেই বিষয়গুলো সম্পর্কে শিক্ষা দান করেছে সেগুলো হলঃ -বিস্তারিত......
![](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRpvFB1zaFbwsXAxbpvHGeen4ygXEttP9hhjtV4257GgM/Abb_school_Lecture-04.png)
যারা ইতিমধ্যে লেভেল -৩ পাস করেছেন তাদেরকে অভিনন্দন। আজ থেকে আপনারা লেভেল - ৪ এর যাত্রা শুরু করলেন। অন্যান্য লেভেলের মত লেভেল - ৪ এ ও আমরা আপনাদের জন্য কয়েকটি নির্বাচিত বিষয় নিয়ে লেকচার শীট তৈরি করেছি। আশা করছি এই লেকচারশীট পড়ে আপনারা পরীক্ষা দিলে আপনাদের লেভেল আপ করতে পারবেন। লেভেল - ৪ ই হচ্ছে ABB School এর শেষ লিখিত পরীক্ষা। কারণ এরপর লেভেল - ৫ এ আপনাদের শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে লেভেল - ৫ অতিক্রম করে Active List এ আসতে পারবেন। বিস্তারিত......
উপরে সকল লেভেলের প্রশ্নপত্র এবং লেকচার শিট সুন্দর ভাবে তুলে ধরা হলো। আপনারা খুব সহজেই এইখান থেকে প্রয়োজন মতো যেকোন প্রশ্ন পত্র বা লেকচারশিটে ভিজিট করতে পারবেন। শুধুমাত্র ক্লাসের ক্ষেত্রেই এগুলো প্রযোজ্য এমন নয়। অন্যান্য সময় সবকিছু এক জায়গাতেই পাওয়া যাবে। যে কেউ শিক্ষা অর্জনের জন্য এই পেইজের হেল্প নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
এইটা একদম ভালো হয়েছে । মানে একের ভিতরেই সব । আশাকরা যায় এরপর থেকে আর স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বেশি কিছু ঘাটাঘাটি করতে হবে না । সব কিছু এক জায়গাতে পেয়ে তারা ভালোই উপকৃত হবে । ধন্যবাদ ভাই ।
দারুন পোস্ট
দারুণ একটি পোষ্ট ছিলো ৷ একের ভিতর সব ৷ বেশি খুজাখুজি না করেই এক জায়গায় সব পাওয়া যাবে ৷ ধন্যবাদ সুন্দর একটি পোস্ট সবার সাথে শেয়ার করে নেওয়ার জন্য ৷
অনেক ভালো লাগলো এবিবি স্কুলের প্রতিটি ক্লাসের লেকচার শিট, সবগুলো একই পোস্টে সংযুক্ত করে, আমাদের সবার সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
এই লেকচার শিট থেকে আমি নিজে অনেক কিছু শিখতে পেরেছি। অনেক গুরুত্বপূর্ণ বিষয় জেনেছি। আর একসাথে হওয়ার আরো সহজ হয়েছে।
আশা করি সকলের জন্য এটি গুরুত্বপূর্ণ।
একের ভেতর সব বাক্য টা খুব পরিচিত। ছোট বেলায় যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন গাইডে একের ভেতর সব বাক্য লেখা থাকতো।যে কোন সমস্যায় এই পোস্ট থেকে সাহায্য নিতে পারবো।
সবগুলো লেকচার শিট ও প্রশ্নপত্র এক জায়গায় খুঁজে পাওয়া সবার জন্য অনেক সহজ একটি বিষয় হবে। ধন্যবাদ।
চমৎকার একটি উদ্যোগ নিয়েছিল আমাদের এবিবি স্কুল। এখান থেকে অনেক মেম্বার তাদের দক্ষতা যাচাই করে আজ এ পর্যন্ত এসেছে। এর ফলে জানা-অজানা অনেক কিছু সম্পর্কে ধারণা হয়েছে আমাদের সকলের। অনেক স্মৃতি জড়িয়ে আছে সেই ক্লাসগুলোর সময়।
সকল শীট এবং প্রশ্নপত্র একত্রীকরণ এটি বেশ সুবিধাজনক হয়েছে। এক পোস্টের মাধ্যমে আমরা সকল লেভেলের সম্পর্কে সহজে ধারণা লাভ করতে পারো।
সত্যি বলতে আমার বাংলা ব্লগ মানেই ভিন্ন কিছু।অনেক গুরুত্বপূর্ণ একটি পোষ্ট শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো। আশা করি এটি বজায় থাকবে ভবিষ্যতে। সুন্দর সুন্দর কাজ উপহার দিয়ে যাবেন।
এই ধরনের উদ্যোগ সবার জন্য খুবই উপকারে আসবে। সকল ছাত্রছাত্রীবৃন্দ খুব সহজেই পড়ার সুযোগ পেয়ে গেল।এই ধরনের সুচিন্তিত পরিকল্পনা খুবই উপকারী ধন্যবাদ। ❤️❤️