আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৮১steemCreated with Sketch.

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

সবুজ প্রকৃতির মমতায় স্নিদ্ধ
তোমার রূপের মায়া
ভালোবাসার আবেগে স্পন্দিত
তোমার মিষ্টি ছায়া।

প্রকৃতির শীতলতায় চঞ্চল হৃদয়
নিশ্চল ভালোবাসার তৃষ্ণায়
তোমার কায়া-তোমার মায়া
হৃদয়ে জাগায় প্রেমের আকাংখা।

লেখক

@hafizullah

লেখক এর অনুভূতি:

ভালোবাসা অনেকটা প্রকৃতির মতো, কখনো সতেজ আবার কখনো সজীব, তার ছায়া কখনো জাগায় আকাংখা আবার কখনো স্পন্দন বাড়িয়ে করে পাগলপারা।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

তোমার রুপের লাবণ্যতায়
প্রকৃতি পাই খুঁজে,
স্নিগ্ধ তোমার হাতের পরশ
অনুভবে চোখ বুজে।

মুগ্ধ তোমার ভালোবাসায়
মন যে হাওয়ায় দোলে,
একলা ঘরে আমায় রেখে
তুমি কেন যাও চলে?
যাবে তুমি বলে!!
♥♥

খুব সুন্দর লিখেছেন আপু।🌝🌝

 last year 

ধন্যবাদ ভাইয়া♥♥

 last year 

☘️প্রকৃতি হাতছানি দিয়ে ডাকে
হারাতে ইচ্ছে হয় পাহাড়ি নদীর বাঁকে,
দুর্গম পথ পেরিয়ে পাহাড় জয়ের নেশা
প্রকৃতির একান্ত সান্নিধ্যে নিজেকে ভালোবাসা।


☘️পশু পাখির কলোরবে মুখরিত চারিধার
এখানে ফিরতে মন চায় বারংবার,
ক্লান্তি শেষে ঝিরির ঠান্ডা জল পান
একমুঠো জুৃম ভাতে দেহ ফিরে পায় প্রান।


☘️বর্ষায় প্রপাতের সৌন্দর্য দেখার বড় স্বাদ
জুম ঘরে বসে বৃষ্টি দেখার আহ্লাদ,
পিচ্ছিল পাথুরে পথে দুঃসাহসিক অভিযান
দুর্গম বন পেরেবো হাতে নিয়ে প্রান।

 last year 

প্রকৃতির অপরূপ সুন্দর্যে
তোমাকে খুজে পাই
বৃষ্টির মেঘ বর্ষাতে ।
কখনো বা রোদেলা দুপুরে
তোমাকে ভাবি তাই,
তুমি কি বন্ধু আমার
নাকি অবুঝ মনের কল্পনা।
সারাটা দিন সারাবেলা
তোমায় ভেবে আমি দিশেহারা।
নিশিরাত বাকা চাঁদ
চেয়ে দেখি আকাশে।
তোমাকে যেন খুঁজে পাই
অপরূপ সুন্দর্য্যের প্রকৃতিতে।

 last year 

প্রকৃতির মতো স্নিগ্ধ তুমি,
তুলোর মতো কোমল ও মন।
সময় ভেদে কঠিনও হয়,
কিন্তু আমার ছোঁয়ায় সব গলে যায়।

গাছের সবুজ পাতার মতো,
মিষ্টি তোমার হাসি।
তোমায় কাছে পেলে ওগো,
ফুলের সুবাসে ভাসি।

সত্যিই অনেক সুন্দর হয়েছে কবিতাটা। প্রত্যেকটা লাইন মন ছুঁয়ে যাওয়ার মতো।🌝

 last year 

অনেক অনেক ধন্যবাদ। খুব খুশি হলাম কবিতাটা ভালো লেগেছে জেনে 😍।

সবুজ প্রকৃতির মত স্নিগ্ধ তোমার;
কোমল রূপের মায়া,
মনে তোমার ভালোবাসার সীমাহীন মায়াজাল;
ভালোবাসায় ঘেরা বটের ছায়া।

তোমার ঐ মিষ্টি কোমল মুখের;
সীমাহীন মায়া ভরা হাসি,
করে আমার সব ক্লান্তি নিমিষেই দূর;
মনে হয় অনন্তকাল ধরে তোমায় ভালোবাসি।

আমি যে তৃষ্ণার্ত প্রিয়তমা;
তোমার ভালোবাসার স্নিগ্ধ ছোঁয়া পেতে,
কাছে এসে ছুঁয়ে দাও আমায়, ধরো দুটি হাত;
কথা দিলাম আজীবন ভালোবাসবো, দেবনা ছেড়ে যেতে।

 last year 

মায়া ভরা পৃথিবী,লাগে আরো মায়াময়।
তুমি পাশে থাকলে আমার,সবকিছুতে করব জয়।
একসাথে থাকলে দুজন,হবেনা কখনো পরাজয়।
মাঝে মাঝে একের ভিতর,অন্য আমির বিনিময়।

মনের ওই মণিকোঠায়,আছো তুমি সর্বদায়।
ভালোবেসে সারা জীবন,থেকো তুমি সে ভরসায়।
আমি আছি তোমার মধ্যে,তুমিও আছো আমার।
একি দেহে দুটি হৃদয়,হয়ে যাব একাকার।

ভালোবাসা কাছে আসা,মুখের ভাষা নয়।
ভালোবেসে জয় করা যায়,মানুষের হৃদয়।
ভালো থেকো ভালোবাসা,আমার হৃদয় জুড়ে।
এই মনটা তোমার জন্য,আজও শুধু পুড়ে।

 last year (edited)

প্রকৃতিই তার অপার সৌন্দর্যের পূজারী!

চলো আজ দূর আকাশের নিচে,
যেখান থেকে বৃষ্টি নামে!
প্রকৃতিকে ভালোবেসে দেখো অনেক শান্তি পাবে।

আমি হতে চাই সূর্যের মতো দীপ্ত প্রখর,
চাঁদের মতো স্নিগ্ধ নরম !
জাগ্রত হোক এই মনের চেতনা,
বুঝতে শিখুক প্রকৃতির এই আকুল বেদনা।

 last year 

তোমার শুদ্ধ ভালোবাসাগুলি
তরুছায়ার মতোই আবেগী
আমার হৃদয় কম্পিত এই মায়া
মিশে যায় সবুজে বিরাগী।

প্রকৃতির স্নিগ্ধতা আমাকে ছুঁয়ে
নদীর ঢেউয়ের মতো কলবরে
ভালোবাসার অনুভূতিরা ভাসমান
পাল তোলা প্রেমের জোয়ারে।।

 last year 

বৃষ্টির মাঝে তোমার মৃদু হাসি,
মনের মাঝে ফুটে ওঠে তোমার ছবি।
প্রকৃতির সৌন্দর্যে মোহিত হৃদয়,
প্রেমের কল্পনায় ভরা আকাশ,
আমি তোমায় পাবো, এই আমার বিশ্বাস।

বনের সুরে বাজে তোমার শব্দধ্বনি
ফুলের মেলায় প্রকাশ পায় সুন্দরতা
ভালোবাসার প্রহরে চমকে উঠি
দেখে তোমার অপূর্ব মুখের হাসি।

 last year 

এই সবুজ প্রকৃতির মাঝে
খুজে পাই তোমার কুশুম ভালোবাসা
যার মাঝে রয়েছে মায়া।
প্রকৃতির মতো চঞ্চল মনে
কখনো আলো কখনো অন্ধকার
যার মাঝে খুঁজে চলে
ভালোবাসার স্পর্শ।
রূপে আর রসে আজ ভরে আছে
ভরে আছে ভূবন খানি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 60946.76
ETH 3395.14
USDT 1.00
SBD 2.57