এবিবি- ফান প্রশ্ন-১০৪ || চোর পালালে বুদ্ধি বাড়ে কেন?steemCreated with Sketch.

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

চোর পালালে বুদ্ধি বাড়ে কেন?

প্রশ্নকারীঃ

@swagata21

প্রশ্নকারীর অভিমতঃ

চোর থাকলে বুদ্ধি ছুটিতে থাকে। চোর চলে গেলে ছুটি বাতিল হয়। তারপর বুদ্ধি তার কাজ শুরু করে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
চোর মনে হয় চুরি করে পালানোর সময় গৃহস্থের বাড়ি ব্রাহ্মী শাক ভাজি করে রেখে যায়। সেই শাক ভাজি খেয়ে গৃহস্থের বুদ্ধি বাড়ে।
 2 years ago 

ওমা না হলে চোর ধরা পড়ে যাবে না! আর ধরা পড়ে গেলে বাড়িতে ফিরে বউয়ের ঝাটা খেতে হবে তো! তাই চুরির আগে বুদ্ধির সাথে আতাত করে তাকে ছুটিয়ে পাঠিয়ে দেয়া হয়, হা হা হা।

 2 years ago 

সহমত

 2 years ago 

আহারে চোর বউকে কতই না ভালোবাসে। তাইতো বউয়ের হাতে ঝাঁটা উঠুক সেটাও চায় না। 🤪🤪

 2 years ago 

হা হা হা, কি আর করার, এতো ভালোবাসা প্রকাশ করতে পারে না।

 2 years ago 

ঘটনা কি? আমি এত কিছু জানলেন কেমনে😜😜

 2 years ago 

আপনি যেভাবে জেনেছেন, হি হি হি।

 2 years ago 

ঠিক বলেছেন ধরা পড়ে গেলে তো সমস্যা।

 2 years ago 

চোর চুরি করতে এসে ভুল করে বুদ্ধির বাক্সটা রেখে যায়। তাই চোর পালালে সবার বুদ্ধি বাড়ে।

 2 years ago 

চোর পালালে বুদ্ধি বাড়ে কেন?

চোরের বুঝি বউ নেই 🤪 ধরা খেয়ে এখানে কি মার খাবে বাসায় বেচারার অবস্থা আরো খারাপ হবে। তাইতো বাড়িতে ঢুকে আগে বুদ্ধি বশিকরন মন্ত্র পড়তে থাকে 😄 সে চলে গেলে তাই বুদ্ধিরা সব আসতে থাকে।

 2 years ago 

চোর এবং বুদ্ধি যেন খুব নিকট আত্মীয়, একজন আর একজকে সুযোগ করে দেওয়ার জন্যই এমনটি হয়।

 2 years ago 

বুদ্ধি চোরকে চুরি করার সুযোগ দেয়। হাজার হলেও চোর বুদ্ধির পুরনো কালের বয়ফ্রেন্ড ছিল। হঠাৎ করে বয়ফ্রেন্ডকে দেখে বুদ্ধি নিজের বুদ্ধি হারিয়ে ফেলে।😅😅😅

 2 years ago 

আগেই যদি জানতো চোর আজকে চুরি করতে আসবে। তাহলে তো সচেনত থাকতো 😄
চোর বাবাজী চলে গেলেই মনে হয়, ইশ! কেন যেন মোবাইলটা বালিশের পাশে রেখে ঘুমিয়ে গেছিলাম!!

চোর পালালে বুদ্ধি বাড়ে কেন?

চোরের সাথে বুদ্ধির একটা অলৌকিক মিল রয়েছে। তাই চোর যখন চুরি করতে আসে তখন দামি জিনিসপত্রের সাথে সাথে সব বুদ্ধিগুলো চুরি করে নিয়ে যায়।😅 চোরের চুরি করা শেষ হলে চলে যাওয়ার আগেবুদ্ধিগুলোকে আবার ফেরত দিয়ে যায়। তাই চোর পালালে বুদ্ধি বাড়ে।

 2 years ago 

চোর পালালে বুদ্ধি বাড়ে কেন?

ঐ সময় বউকে বা গার্লফ্রেন্ডকে সান্তনা দিয়ে তাদের সামনে হিরো সাজার জন্য,হি হি হি।😅😅😅
গোপন রহস্য পাস করে দিলাম ভাইয়েরা, হা হা হ।🤪🤪🤪

 2 years ago 

চোর তো পেটের দায়ে এখানে সেখানে চুরি করতে আসে। তাই তাকে ধরে কি লাভ, সেজন্যই চোর যখন চলে যায় তখন বুদ্ধিটা নাড়া দেয়। 😄😄

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.038
BTC 105027.92
ETH 3262.08
SBD 5.30