এবিবি-ফান প্রশ্ন- ৫০ || ভালবাসলে কেন সবাই চোখের জলে বুক ভাসায়?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
ভালবাসলে কেন সবাই চোখের জলে বুক ভাসায়?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
ব্যান্ড শিল্পী হাসানের একটি গান দিয়ে শুরু করলাম "এত কষ্ট কেন ভালোবাসায়"? আসলেই অনেককে দেখেছি বিশেষ করে প্রেমিক-প্রেমিকাকে, সকালবেলা উঠে দেখা যায় চোখ লাল হয়ে গিয়েছে কাঁদতে কাঁদতে,কোন ঘুম নেই। তাই আমার প্রশ্ন ভালবাসলে কেন কাঁদতে হয়? কি এমন আছে ভালবাসায়? তাহলে এই ভালোবাসায় লাভ কি আর? দূরে থাকাই ভালো। আশা করি সবাই অনেক মজার মজার উত্তর দিবেন, অপেক্ষায় রইলাম।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
যে ভালোবাসায় যত বেশি কষ্ট সেই ভালবাসার গভীরতা তত বেশি।পৃথিবীতে মা ও সন্তানের মধ্যে নিবিড় ভালোবাসা আর কোথাও দেখা যায় না সেই মা যখন প্রসব বেদনায় কাতর হয় সেটা এতই তীব্র পৃথিবীর সকল যন্ত্রনা একসাথে হলেও এত কষ্ট হবে না।তাইতো পৃথিবীর সেরা ভালোবাসা মায়ের ভালোবাসা। কষ্ট আছে বলেই ভালোবাসা এত সুন্দর।ভালোবাসাকে আরো গভীর আরো আপন করার জন্যই এত কষ্ট করতে হয়।
সাঁতার জানে কি না সেটা পরীক্ষা করার জন্য, না হলে প্রেমিকার বাবা কিংবা বড় ভাই দৌড়ানি দিলে পুকুরে বা নদীতে ঝাঁপ দিয়ে মরতে হবে। তার চেয়ে ভালো না বুকের জলে সাঁতার কাটা শিখে নেয়া, হা হা হা হা ।
কথিত আছে ভালোবাসার নদীর সাথে হৃদয়ের একটা সংযোগ আছে, ভালোবাসতে গেলেই সেই নদীতে ঝড় উঠে জল গড়িয়ে পরে। আর বেশী ব্যাখ্যা দিলে মাথা আউলাইয়া যাইবো হি হি হি।
ভালবাসলে প্রতিটা প্রেমিক-প্রেমিকার বুকের ভিতর একটা স্পন্দন তৈরি হয় এবং হার্ট বিট বেড়ে যায়.যেখানে সারাটি খন ধুক ধুক ধুক ধুক শব্দ হয়.আর এই শব্দের চোটেভালবাসার মানুষগুলোর বুক শুকিয়ে যায়.আর শুকনো বুক ভিজানোর জন্য ভালোবাসার মানুষগুলোচোখের পানিতে বুক ভাসায়.
ভালোবাসা জল উৎপাদক হিসেবে কাজ করে তাই শরীরে বেশি বেশি জল জমে।চোখ দিয়ে কিছু বের করে দেওয়া দরকার।
যুক্তি আছে দাদার কথায়, এতো জল রেখে কাজ কি কিছু বের করে দেয়াই উত্তম কাজ।
ক্রিয়েটিভ উত্তর। 😆
আমিতো জানি অতিরিক্ত ভালোবাসায় মনের জল শুকিয়ে যায় দাদা।
ভালোবাসা এক উৎপাদিত জিনিস, যার কারণে বেশি উৎপাদন হলে উপরোক্ত গুলো পড়ে যাবে। যার কারণে যিনি ভালোবাসেন অতিরিক্ত ভালোবাসা থাকায় কিছু ভালোবাসা কান্নায় পরিণত হয় এবং সেটিই বুক ভাষায়।
আসলে চোখের জল দিয়ে যতক্ষণ না গঙ্গা, পদ্মা,যমুনা না বয়ে যায় ততক্ষণ না পর্যন্ত ভালোবাসার সঠিক প্রমান মেলে না।তাই সবাই ভালোবাসার গভীরতা পরিমাপ করতে গিয়ে চোখের জলে বন্যা সৃষ্টি করে প্রমান করে।
ভালোবাসার পেছনে থাকে এক বুক জালা। আর এই জ্বালার গোডাউন নিয়ে বসে থাকে মেয়েরা। কারণ মেয়েরা বেশির ভাগ প্রকৃত ভালোবাসে না। তারা ভালোবাসার নামে অভিনয় করে। যার কারণে মেয়েরা অভিনয় করে যখন চলে যায় তখন সেই জ্বালাটা ছেলেদের নিতে পাড়ে না, যার কারণে ভালোবেসে চোখের জলে ভাসতে হয়।
কারন অন্য জল দিয়ে বুক ভাসালে তো ঠান্ডা সর্দি লেগে যাবে। চোখের জল গরম তাই সারা রাত কেদেঁ বুক ভাসালেও ঠান্ডা সর্দি লাগার চান্স নাই। হা হা হা
কেন ভালবাসলে কাঁদতে হবেনা?ভালবাসা নামের শব্দটিতে প্রচুর পরিমাণের পেঁয়াজের ঝাঁজ থাকে 🤪🤪 তাই প্রেমে পড়ার সাথে সাথে কান্না শুরু হয়ে যায়😪😪😪