এবিবি-ফান প্রশ্ন-৩৭ || যত গর্জে তত বর্ষে না। এ কথা কি সঠিক?

cover.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

যত গর্জে ততো বর্ষে না। একথা কি সঠিক?

প্রশ্নকারীঃ

@rupok

প্রশ্নকারীর অভিমতঃ

আমি তো দেখি এখন গর্জন আর বর্ষণ ওপ্রতভাবে জড়িত। যত বর্ষণ তত গর্জন।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

মেয়েরা গর্জে বেশি কিন্তু ভয়ে বর্ষেনা। কারণ বর্ষণ হলে মেকআপ উঠে যাওয়ার সম্ভাবনা থাকে।😆😆

 2 years ago 

আসলেই ঠিক বলেছেন, মাঝে মাঝে আমিও পাল্টা রিএ্যাকশন করি, তখন দেখি একদম চুপসে যায়, হা হা হা

 2 years ago 

ভাই আস্তে বলেন ভাবি শুনতে পাবে তো।

 2 years ago 

আশে পাশে কেউ নাইতো, ভয় কিসের হা হা হা

 2 years ago 

মাঝে মাঝে বর্ষণ টাও কিন্তু ভালোবাসার হয়।

 2 years ago 

চিল্লাইয়া তো আর মার্কেট পাওয়া যায় না।তাই নীরবে বিপ্লবই আসল বিপ্লব।তাই যত গর্জে ততো বর্ষে না।

 2 years ago 

যেটা বেশি বাজে তার ভিতরে আসলে কিছুই থাকেনা।

 2 years ago 

এক্ষেত্রে মেয়েদের সাথে মিলে যায়, প্রেম করার আগে একরকম হয়। প্রেম করার পরে অন্যরকম এবং বিয়ের পর অন্যরকম, সবসময় বাঘিনীর মত আচরণ করতে থাকে।

দারুন বলেছেন তো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

ঠিক যেন বিবাহিত পুরুষদের মত। বাইরে গর্জন বউয়ের সামনে গেলে একেবারে চুপ। 😅😅

সর্বনাশ প্রথমেই পুরুষদের উপর আক্রমণ।

 2 years ago 

আপুরা আসলে জেগে থাকে ভাই কখন পুরুষের উপর আক্রমণ করবে

 2 years ago 

একদম যথার্থ কথা বলেছেন আপু।

 2 years ago 

হুর কিসের সাথে কি পানতা ভাতে ঘি, আজকালের মেয়েরা ভালোবাসা সম্মান মোটেও বুঝে না

 2 years ago 

ভালোবাসা নাকি ভয় এটা আমরা বুঝি।😅😅

 2 years ago 

ভালোবাসার প্রতি সম্মান সেটা মেয়েরা দুর্বলতা ভাবে।

 2 years ago 

যথার্থ বলেছেন, সেটা তারা বুঝতে পারে না।

 2 years ago 

আর সেকারণেই এত গর্জন
কবে যে তারা ভালোবাসার সম্মান দেয়া শিখবে !!

 2 years ago 

আমার মামার মত

 2 years ago 

ঠিক ময়দা মাখা মেয়েদের মতো। বাহিরে ময়দা মাখা সাদা রূপের ঝর্না, একটুখানি পানি দিয়ে ধুতেই বেরিয়ে আসে কয়লার বন্যা। 😁😁😁

হা হা হা চমৎকার বলেছেন। তবে মেয়েরা আপনার কমেন্ট দেখলে খবর আছে।

 2 years ago 

আজকের প্রশ্নঃ
যত গর্জে ততো বর্ষে না। একথা কি সঠিক?

অবশ্যই সঠিক কারন ছেলেরা মেয়ে পটানোর জন্য কত বড় বড় গর্জন দেয় সেই অনুযায়ী তো বর্ষে না হা হা হা হা

 2 years ago 

এক্ষেত্রে বিষয়টা কিছুটা মেয়েদের মেকআপ এর মত।উপর দিয়ে যতই প্রসাধনী সামগ্রী মাখুক না কেন, ভিতরে কিন্তু তেমন নয়। মেকআপ করে নিজেকে সুন্দরী বানায় অথচ মুখ ধোয়ার পরে তারা অসুন্দর হয়ে যায়। যার কারণে যতই গর্জুক মাগার তাকে দেখে বর্ষণ হবে না😀😀😀😀🥳🥳🥳

 2 years ago 

একদমই যথার্থ উদাহরণ, পানি পড়লেই বুঝা যায় ভেতরা কত ফাঁকা হা হা হা

 2 years ago 

ভাই এখন এমন অত্যাধুনিক মেকআপ আছে যা এক মাস পানি দিয়ে ধুইলেও উপরের আবরণ যায় না।

 2 years ago 

তাই নাকি ভাই তাহলে তো আগামী প্রজন্ম বিয়ে করে ঠকবে

 2 years ago 

ঠিক বলেছেন ভাই অনেক মজা পেলাম ধন্যবাদ আপনাকে

 2 years ago 

বর্ষণ হলেই তো সবকিছু ধুয়ে যাবে হা হা হা।

 2 years ago 

তাই নাকি ভাই,ধন্যবাদ মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

হ‍্যা কথাটা একেবারে সঠিক। আমরা বলি না ফাঁকা কলসি বাজে বেশি এটা যেমন সঠিক এবং প্রমাণিত। ঠিক একইভাবে ঐ যে মেঘ গর্জে সে মেঘ কিন্তু বর্ষে না। এই কথাটাও ঠিক।।

 2 years ago 

যত গর্জে ততো বর্ষে না। একদম সঠিক কথা কারণ
বর্তমান বর্ষার মৌসুম এ সময় আকাশ প্রচুর মেঘাচ্ছন্ন থাকে যে মেঘের গর্জন বেশি হয় সেই মেঘে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম সেই দিক দিয়ে কথাটা সত্য।

 2 years ago 

যত গর্জে তত বর্ষে না, দারুণ একটা প্রশ্ন রেখেছেন আমাদের প্রিয় মডারেটর রূপক ভাইয়া। আর এই প্রশ্নের যথাযথ উত্তর কম বেশি আমরা সবাই জানি বা বুঝি। এক কথায় আমরা যে কোন কারো কথায় অথবা যে কোন পরিস্থিতিতে যতটা আতঙ্কিত হই বা গুজব ছড়াই দেখা গেছে পরবর্তীতে তার কিছুই নয়। তাই একে অপরকে কথার প্রসঙ্গে বলে, যত গর্জে তত বর্ষে না।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.040
BTC 104940.76
ETH 3335.54
SBD 5.64