এবিবি ফান প্রশ্ন- ৩২৬ | চা এর ইংরেজি যদি tea হয়,তাহলে চাচা এর ইংরেজি teatea কেন হলোনা।
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
চা এর ইংরেজি যদি tea হয়,তাহলে চাচা এর
ইংরেজি teatea কেন হলোনা।
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
ছোটবেলা থেকেই এরকম শুনে এসেছি তবে এটার ব্যাখ্যা জানা নেই। তাই আপনাদের কাছ থেকে জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
চাচার চা চাইতে লজ্জা করে তাই teatea হয়ে গেছে uncle. 🤩সেজন্য teatea হয় নাই এটাই হলো মূল কারণ। 😜
চাচার ইংরেজি যদি teatea হতো, তাহলে চাচীর ইংরেজি শব্দ আরো কুৎসিত হয়ে যেত। আর তখন চাচী এসে ঝগড়া বাধিয়ে চায়ের কাপ ভাঙতো, তাই চাচীর ভয়ে এমন শব্দ হয়নি।🤣🤣
হাহাহা এইভাবে তো চিন্তা করিনি।🤣🤣
ভাই, তাহলে আপনার মতে চাচীর ইংলিশটা তখন কি হতো? সেটা যদি একটু শেয়ার করতেন, আমরাও নতুন কিছু শিখতে পারতাম। হিহি.. 🤭🤭
তাহলে তো দোকানে বসে বসে সব চাচাদের চা বিক্রি করতে হতো😂😂। কারণ নামের সাথে কর্মের একটা সামঞ্জস্য থাকতে হয়। আর সব চাচারা সেই প্রস্তাবে রাজি হয়নি বিধায়, চাচার ইংরেজি টি টি রাখা হয়নি 🤣🤣।
নতুন কিছু শিখলাম ভাই।🤣🤣।
আমার জন্য হয় নাই ভাই। মানে, ইংরেজি টিচারের মেয়ের নামও বোধ হয় তিথী ছিলো। তিনি ভেবে দেখলেন যদি চাচার ইংরেজি Teatea করে, তবে তার মেয়ের বন্ধু-বান্ধবীরা তার মেয়েকে খেপাবে চাচা চাচা বলে। তিথী> টিটি> tea tea> চাচা!! এ কি মানা যায়! তাই মেয়েকে তার বন্ধু-বান্ধবীর ক্ষেপানোর হাত থেকে রক্ষা করতেই চাচার ইংরেজি বুদ্ধি করে আংকেল করে দেন।
আমার তো তাহলে মনে হচ্ছে সেই টিচারের মেয়েটাই আপনি ছিলেন😜।
একদম ঘরোয়া খবর ফাঁস করে দিলাম আপু 🤣🤣
ভাই, এটা না হওয়ার পিছনে অনেক বড় কারণ আছে, সেটা হল চাচার হাতে মার খাওয়ার ভয়! teatea বলে একবার চাচাকে ডেকে দেখুন, ডাকের সাথে মার ফ্রি পেয়ে যাবেন! হিহি..😂🤭🤭😂 চাচার হাতে মার না খাওয়ার জন্যই আমরা teatea বলে ডাকি না চাচাকে, মিষ্টি করে আঙ্কেল বলেই ডাকি। 🤭🤭
চাচায় চা চায় চাচী চ্যাঁচায়😜😜😜
তাই চাচীর চাপে চাচা teatea হতে পারেনি।
কারণ যখনই চাচা এর ইংরেজি teatea করে ডাকা
হবে তখনই হাঁসের ঝাঁক ছুটে আসবে। আর এইভাবে হাঁস জাতির অপমান করে যখন তখন ক্ষেপিয়ে দেওয়ার কোনো মানেই হয় না, সেই কারণে চাচা এর ইংরেজি teatea হয় নি।
দেখুন চা'য়ের ইংরেজি তো tea সেই লজিকে যদি চাচার ইংরেজি teatea হতো তাহলে তো চাচা আর কোথাও গিয়ে tea চাইতে পারতো না। তার তো চা খাওয়াই মুশকিল হয়ে যেতো।😜😜😜
চা এর জীবনে কেউ এসে জীবন পরিবর্তন করতে পারেনি কিন্তু চাচার জীবনে চাচি এসে সব কিছু পরিবর্তন করে দিয়েছে এই জন্যই তো চাচার ইংরেজি uncle হয়ে গিয়েছে।
আরে কেমনে হবে?চাচার ইংরেজী যদি tea tea হতো তখন সবাই চাচাকে খেতে চাইতো। আর চাচাী তখন চাচা কে সন্দেহ করতো। এই জন্যই তো চাচার ইংরেজী tea tea হলো না।
🤣😂
সবাই যদি চাচাকে খেতে চাইতো, তাহলে তো "চাচা আপন প্রাণ বাঁচা" -এমন অবস্থার সৃষ্টি হয়ে যেত আপু। হিহি..🤭🤭