এবিবি-ফান প্রশ্ন- ৪১৩ || এই মুহূর্তে ১০ লক্ষ $PUSS টোকেন পেলে আপনি কি করবেন?


Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

এই মুহূর্তে ১০ লক্ষ $PUSS টোকেন পেলে আপনি কি করবেন?

প্রশ্নকারীঃ

@kingporos

প্রশ্নকারীর অভিমতঃ

আমি ধরে রাখবো। আপনারা কি করবেন, শুনি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 5 months ago 

জমিয়ে রাখবো। যাতে পরবর্তিতে আরও বাড়াতে পারি।

 5 months ago 

আসলেই আপু জমিয়ে রাখতে হবে যাতে পরবর্তীতে ভালো হয়।

 5 months ago 

সঞ্চয় করা ভালো। সঞ্চয় করলে ভালো ফলাফল পাওয়া যায় আপু। আপনার আইডিয়াটা কিন্তু বেশ ভালো ছিল আপু।

 5 months ago 

আমি তো শুধু বলবো ধুর এরকম মজা করার কি দরকার ছিল। 😆

 5 months ago 

১০ লক্ষ #PUSS কয়েন!
খুশিতে, আনন্দে আত্মহারা হয়ে যাবো আর চাইবো কয়েনের দাম যেন Tron এর ভ্যালুর সমান হয়।

 5 months ago 

ভাই আমাদের $PUSS কয়েনের দাম যদি trx এর সমান হয় তাহলে তো সত্যিই চমৎকার হবে।

 5 months ago 

অবশ্যই হবে। আমার মনে হচ্ছে হবে।

 5 months ago 

যদি আমি এই মুহূর্তে ১০ লক্ষ $PUSS টোকেন পেতাম, তাহলে প্রথমেই আমি কিছু গবেষণা করতাম এই টোকেন সম্পর্কে—এটির বাজার মূল্য, ভবিষ্যৎ সম্ভাবনা, এবং কোথায় এটি বিক্রি বা বিনিয়োগ করা যেতে পারে তা জানার জন্য। এরপর আমি সেই টোকেনগুলিকে এমনভাবে বিনিয়োগ করতাম যাতে ভবিষ্যতে একটি ভালো লাভের সম্ভাবনা থাকে। কিছু অংশ সম্ভবত রাখতাম দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য, এবং কিছু অংশ বিক্রি করে তা দিয়ে আমার বিভিন্ন সৃজনশীল প্রকল্পে ব্যয় করতাম। এবং
মানবতার কাজে লাগাতাম। যে কাজ আমাকে মৃত্যুর পরেও বাঁচিয়ে রাখবে।

 5 months ago 

আপনার অনুভূতি সত্যি বেশ দারুন।

 5 months ago 

ঠিক আমার মতোই,,,

 5 months ago 

এই মুহূর্তে ১০ লক্ষ $PUSS টোকেন পেলে আপনি কি করবেন?

১০ বছরের জন্য হোল্ড করে রেখে দিব। তারপরে আমি কোটিপতি হাহাহা 🤣🤣🤣

 5 months ago 

ওয়াও ভাই আপনার বুদ্ধিটা কিন্তু চমৎকার। আমাদের সবার উচিত এই কয়েন হোল্ড করা।

 5 months ago 

এই মুহূর্তে ১০ লক্ষ $PUSS টোকেন পেলে আপনি কি করবেন?

তাহলে তো লুঙ্গির গোচ মেরে দৌড়াবো আনন্দে 🤣🤣। আর এই আনন্দে সবাইকে মিষ্টি খাওয়াতাম।

 5 months ago (edited)

অবশ্যই ভাই আপনি মিষ্টি কিন্তু পাঠিয়ে দেবেন যদি একবারে এত কয়েন পেয়ে যান।

 5 months ago 

আনন্দে দুই হাত তুলে নৃত্য করবো।আর সকলকে চকলেট খাওয়াবো যাতে সবার দাঁতে পোকা ধরে আর আমাকে মনে রাখে দীর্ঘদিন পর্যন্ত।।

 5 months ago 

এই মুহূর্তে ১০ লক্ষ $PUSS টোকেন পেলে আপনি কি করবেন?

তাহলে তো আমি এটার উপর কালো জাদু করতাম😁। যেন আমাকে ছেড়ে এটা কোথাও কখনো চলে না যায়🤣। তারপর বড় একটা গবেষণা করতাম এটার সম্পর্কে। গবেষণার পর কি হবে এটা না হয় ইতিহাস হয়েই থেকে যাক😄।

 5 months ago 

১০ লক্ষ্য $puss কয়েন পেলে আমি জমা করে রাখতাম, আর মঙ্গল গ্রহের জায়গা কেনার জন্য বক দিয়ে রাখতাম।পরে বিক্রি করে বাড়ি তৈরি করতাম।

 5 months ago 

ওয়াও ভাই আপনি মঙ্গল গ্রহে জমি কেনার জন্য প্রস্তুত হয়ে আছেন দেখছি।

 5 months ago 

ভাই মঙ্গল গ্রহে আমাকে নিয়ে যাইয়েন 😁।

 5 months ago 

এই মুহুর্তে ১০ লক্ষ $PUSS পেলে আমি $PUSS কেই বিয়ে করে ফেলব। কারন আমার কাছে $PUSS থাকলেই আমি $PUSS এর মালিক। আর $PUSS এর মালিক মানে আমি কোটি টাকার মালিক হয়ে যাব। আর এই বিয়েতে আমি আমার ব্লগের সকলকে দাওয়াত করে খাওয়াবো।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.037
BTC 102873.88
ETH 3292.16
SBD 4.87