এবিবি ফান প্রশ্ন- ২৮০|| মেয়ে দেখলে ছেলেদের bike এর স্পীড বেড়ে যায় কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মেয়ে দেখলে ছেলেদের bike এর স্পীড বেড়ে যায় কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
মেয়েদের রূপের আগুন খুব মারাত্মক তাই ভয় পেয়ে bike এর ইঞ্জিন জোরে দৌড়ায়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ঝামেলায় জড়াতে কেউ চায় না। বিশেষ করে আমরা ছেলেরা বা বাইকাররা মোটেও চাই না। তাই ঝামেলা দেখলে এড়িয়ে যাওয়ার জন্যই বাইক স্পিড বাড়িয়ে চলে যাই।
আসলেই ভাই আমরা ছেলেরা ঝামেলা দেখলে সব সময় এড়িয়ে যেতে চাই তাই তো বাইক জোরে টান দিয়ে মেয়েদেরকে ইগনোর করে চলে যায়।
আসলে এখানে একটা সায়েন্টিফিক বিষয় কাজ করে। সুন্দরী রমণী দেখলে ছেলেদের হার্টবিট অনেক বেড়ে যায়। ফলে শরীরের কাজ গুলো দ্রুতো হয়। এ কারণে বাইকের থ্রটলে দ্রুতো চাপ পরে। আর বাইকের গতিও বৃদ্ধি পেয়ে যায়। তবে আসল উদ্দেশ্য হচ্ছে বাইকের পেছন দেখানো কারণ টেনে গেলে সামনে থেকে তো আর দেখলোনা।
বাইকার ভাই নিজেই যেহেতু বলেছেন, তাই যুক্তিযুক্ত বলেই মেনে নিলাম। তবে অতিরিক্ত স্পীড এ রাস্তায় বাইক চালাবেন না! প্রয়োজনে টিনের চশমা ব্যবহার করুন 😂
আপনি তো স্পিড কমিয়ে কানা হয়ে বাইক চালাতে বললেন। হায় হায় শেষ আমার বাইক শেষ 🤣🤣🤣🤣।
এইটাই জানার ছিল! নিজের জীবন এর চেয়ে, বাইকের জন্য দরদ বেশি! 🙄🙄😒
ভাই কথাতে কিন্তু বেশ লজিক আছে। একদম পারফেক্ট কথা বলেছেন ভাই।
কারণ ছেলেরা মনে করে যে বাইকের স্পিড যত উঠাতে পারবে ঠিক ততো তাড়াতাড়ি মেয়ের সাথে প্রেম হবে।
🤣🤣🤣
মেয়েরা হলো আগুনের ন্যয় আর বাইকে যেহেতু পেট্টল বা অকটেন থাকে যা খুব দ্রুত আগুনের ছোয়া পেয়ে যায়।তাই মেয়েদের দেখলে ছেলেরা জোরে বাইক চালাই যেনো আগুনের ছোয়া না পাই আর নিরাপদ থাকে।😁😁🕺
মেয়েদের দেখলে মনে হয় ছেলেদের মনের স্পিড বেড়ে যায় তাই তো bike এর ও স্পিড বেড়ে যায়। মেয়েদের সৌন্দর্য যত বেশি bike এর স্পিড তত বেশি।
কারণ ছেলেরা bike এর স্পীড বাড়িয়ে স্টাইল দিয়ে মেয়েদের পটানোর কৌশল অবলম্বন করে।
মেয়েরা বাইকে উঠতে পছন্দ করে আর বাইকওয়ালা ছেলেরা এই বিষয়গুলো জানে তাই মেয়ে দেখলে তাড়াতাড়ি স্পিড বাড়িয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় যেন তার বাইকের পিছনে মেয়েরা উঠতে না চায় । হিহি 🤣🤣🤪🤪 ছেলেদের পক্ষ থেকে নিষ্পাপ মনে উত্তরটা দিলাম দাদা। 🤭🤭
ছেলেরা বাইক চালানোর সময় মেয়ে দেখলে, অজানা এক কল্পনায় হারিয়ে যায় মুহূর্তেই। সেই কল্পনার মধ্যে ছেলেরা দেখে, মেয়েরা বলতে থাকে, বাইক রেইসে যে জিতবে সে আমাকে পাবে। তখন ছেলেরা ভাবে ১০০ জন বাইকারদের সাথে বাইক রেইস করছে 😂😂। আর জিততে পারলেই মেয়েটিকে পাবে🤣🤣। সেটা ভেবেই বাইকের স্পিড বাড়িয়ে দেয়😂😂।
যে নিজে দশ টাকার চকলেট খায় না তবে প্রিয়তমার জন্য ৩৫০ টাকার চকলেট কিনে নিয়ে যায়,নিজের পকেটে টাকা থাকে না কিন্তু গোলাপ কিনতে মিস হয় না। ওই একই কারণে স্লো বাইকটিও হঠাৎ করে ফার্স্ট হয়ে যায় এটা অটোমেটিক ছেলেদের কোন হাত নেই।
এটা একটা রহস্যময় ব্যাপার ৷ আমার মনে হয় , বাইক আর বালিকার মাঝে একটা বড়সড় ঝামেলা আছে ৷ যার জন্য বাইক বালিকা দেখলেই অটোমেটিক স্পীডে চলতে শুরু করে ৷ এখানে অবশ্য ছেলেদের কোনো হাত নেই ৷ ছেলেরা নিস্পাপ , তারা কিছু জানে না ৷