এবিবি-ফান প্রশ্ন-৩৫| বিয়ের বহু বছর পর প্রাক্তন এর সাথে হঠাৎ দেখা হলে কিভাবে স্বাগতম জানাবেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
বিয়ের বহু বছর পর প্রাক্তন এর সাথে হঠাৎ দেখা হলে কিভাবে স্বাগতম জানাবেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি প্রথমে, কষে দুই গালে ৩ টা থাপ্পর মারব । তারপর বলব, অতীতে যা হবার হইছে, চল এখন আবার নতুন করে শুরু করি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
অতীতে তার পিছনে নষ্ট করা সময় এবং গিফট এর জন্য খরচ করা টাকার হিসাব চাইব। হিসাব ঠিক মত না দিতে পারলে খবর আছে।
হা হা হা এটা ভালো বলেছেন।
ধন্যবাদ ভাইয়া
খুব সুন্দর হয়েছে ।
ধন্যবাদ ভাইয়া
এটাই আসল প্রতিশোধ
যদি প্রাক্তনের সাথে দেখা হয় তাহলে বলবো তোমার দেওয়া নীল শাড়িটা আজও যত্নে রেখেছি তোমার বউকে দেবো বলে। যখন তোমার বউ সেই শাড়িটি পড়বে তখন বুঝবে কেমন লাগে। কারণ সেই শাড়িটি তুমি তোমার মায়ের আলমারি থেকে চুরি করেছিল।😅😅
মজা পাইছি 😁😁
প্রথম ভেবেছিলাম অন্যকিছু হবে, পরে কি হলো চুরি করা শাড়ি🤔
একরাশ দীর্ঘশ্বাস নিয়ে বলবো তুমি এখন আগের থেকেও মোটা হয়ে গেছো 🤭
😂😂😂
তোমার জীবনে প্রাক্তন ও ছিলো?
থাকুক বা না থাকুক কল্পনা করতে সমস্যা কোথায়। হা.. হা.. হা.. হা..। সবই তো তুমি জানো দাদা, সবাই তোমাকে দেখলে ক্রাশ খায়। আমার দিকে কেউ ফিরেও তাকায় না।😁
স্বাগতম সিরিয়াসলি? বউ খুন করে ফেলবে ভাই।আমার জানের ভয় আছে। আমি প্রাক্তন কে চিনিই না।
হা হা হা হা বুদ্ধিমান স্বামী
ভাই বুদ্ধিমান ভবিষ্যত স্বামী।এখনো ব্যচেলর আছি।ধন্যবাদ প্রশংসার জন্য।
প্রাক্তনকে দেখলে স্বাগত জানাবো? আমিতো সাপুড়ে ডাকবো, কারন আমি শুনেছিলাম প্রাক্তন মানেই নাকি নাগিনী 😄
বলবো আসেন বেয়াইন,বসেন কাছে।ছেলে মেয়ে কয়টা আছে?আমার ছেলে আপনার মেয়ে,বিয়ে ঠেকায় কার বাপে।বেয়াই বেয়াইন হয়ে দুজন,প্রেম করবো গোপে তেল মেখে।
🥳😀🥳
ভাই খুব কি ব্যপার ভাবি জানতে পারলে খবর আছে কিন্তু বেয়ানের সাথে প্রম করতে চাচ্ছেন হাহাহা🤣
হাহা,
সমস্যা নাই ভাই আপনার ভাবি থেকে অনুমতি নিয়ে নেব ধন্যবাদ আপনাকে।😀😀
একদম পারফেক্ট উত্তর দিয়েছেন ভাই সত্যিই অনেক হাসি পেয়েছে।
😂😂😂
অস্থির।।
তাই নাকি ভাই তাহলে নিজেও সে আশায় বসে থাকুন দেখা যাক কি হয়😀😀😀
বেয়াইনের সাথে প্রেম🙄
হ ভাই সেইরাম মজা হবে কিন্তু, ধন্যবাদ আপনাকে মন্তব্যের ফিডব্যাক দেওয়ার জন্য।
বলব
তুমি কী সেই আগের
মতোই আছো
নাকী অনেকক্ষানি বদলে গেছ
খুব জানতে ইচ্ছা করে।
এখনো কী রাগ হলে
থাপ্পড় দাও স্বামীর গালে
যেমনটা দিতে আমার গালে
রিলেশনে থাকার কালে
আমি তাকে বলবো→দেখো সেদিন আমার টাকা ছিলো না আমাকে বেকার ভেবে আমাকে ছেড়ে চলে গেছো। তবে স্টিমিটে কাজ করে আজ আমি কোটি টাকার মালিক। তুমি চাইলে আমার কাছে ফিরে আসতে পারো। 🤪
বলব নতুন করে শুরু করতে এসেছো, নাকি আবারও ভন্ডামি করতে এসেছ???ভন্ডামি যাই করো আগে আমার থেকে যে গিফট এবং টাকা পয়সা নিয়েছিলা। তার সুদে লাগবোনা আসলটা ফেরত চায়।
এতদিনেও ফেরত নেওয়া হয়নি পালিয়ে গিয়েছিল নাকি হা হা হা হা হা।