এবিবি ফান প্রশ্ন- ৪৮৫ || শীতকালে আপনার সবচেয়ে অস্বস্তি বিষয় কোনটি?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
শীতকালে আপনার সবচেয়ে অস্বস্তি বিষয় কোনটি?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
রাতে ঘুমানোর সময় পা বরফের টুকরো হয়ে যায়। রাত পেরিয়ে ভোররাত চলে আসে তবুও পা গরম হয় না।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
শীতকালে আমার কাছে সব থেকে বেশি অস্বস্তিকর বিষয় হচ্ছে কম্বলের নিচ থেকে বের হওয়া। বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠার পর কম্বলের নিচ থেকে বের হয়ে সকালের নাস্তা তৈরি করা এবং নাস্তা করা অনেক অস্বস্তিকর।
0.00 SBD,
2.93 STEEM,
2.93 SP
তাহলে আপু বাহির না হলে নাস্তাগুলো বেঁচে যাবে। এবং টাকা পয়সাও জমাতে পারবেন।
আসলেই আপু শীতকালে কম্বলের নিচে থেকে বের হতে খুব কষ্ট হয়। এমনটা মনে হয় যে বাইরে গেলে আর আমি বেঁচে থাকব না।
এটা আবার জিজ্ঞেস করতে হয়? সেটা হলো গোসল করা। কিন্তু সমস্যা হলো গোসল না করেও থাকতে পারি না। হি হি হি
0.00 SBD,
2.92 STEEM,
2.92 SP
গোসল না করে বডি স্রে মেরে অফিস করবেন,হা হা হা।
একদম ঠিক কথা বলেছেন আপু গোসল করা মানে জীবন উৎসর্গ করা।
শীতকালে সব থেকে বেশি অস্বস্তির বিষয় হলো পুকুরের ঠান্ডা জলে গোসল করা। শীতকালে বরফের মতো ঠান্ডা জলে গোসল করা আর যুদ্ধ করা সমান কথা।
0.00 SBD,
2.91 STEEM,
2.91 SP
শীতকালে পুকুর হলো হিমালয়, হা হা হা।
আসল কথা বলেছেন ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
একদম ঠিক বলেছেন ভাই ঠান্ডা জলে গোসল করা আর যুদ্ধ করা সমান।
হ্যাঁ ভাই দুই জায়গাতেই মৃত্যুর ভয় আছে।
ধুলাবালি!! সাধারণত শীতকাল টা শুষ্ক মৌসুম বৃষ্টি হয় না বললেই চলে। আর বৃষ্টি না হওয়াই রাস্তাঘাটে এতো পরিমাণ ধুলাবালি উড়ে সেটা বলার বাইরে। আর ধুলাবালি আমার সবচাইতে বেশি অস্বস্তি লাগে। সাধারণত অন্যসময়ে বৃষ্টি হওয়াই এটা এতো থাকে না যতটা না শীতকালে থাকে।
0.00 SBD,
2.90 STEEM,
2.90 SP
ভাইয়া শীতকালে বৃষ্টি হলে তো আরো মুশকিল শীত পড়বে বেশি।
শীতকালে সবচেয়ে অস্বস্তি বিষয় হল ঠান্ডা পানি দিয়ে প্রতিদিন বালতি বালতি কাপড় ধোয়া এবং পানির কাজগুলো করা।
0.00 SBD,
2.89 STEEM,
2.89 SP
তাইলে ওয়াশিং মেশিন কিনে ফেলুন আপু।
শীতের সময়ে ঠান্ডা জল মানেই ভয়ানক কিছু।
শীতের দিনে আমি তো ফ্রেস হয়েই সন্ধ্যাতে কম্বলের মধ্যে ঢুকে পড়ি, তারপর কম্বল থেকে উঠে ডিনার করাটাই সবচেয়ে অস্বস্তির বিষয় মনে হয় আমার কাছে।☺️☺️
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
দিদি শীতের দিনে একবার কম্বলের নিচে চলে গেলে আর বাইরে বের হতে ইচ্ছা করে না।
হুম ওটাই সমস্যার।
সকালবেলা গোসল করতে বেশি অস্বস্তি লাগে 🥱
সকালবেলা ট্যাবের পানি যা ঠান্ডা থাকে ভাই, গায়ের ওপর যখন পানি নিই তখন মন চায় সব কিছু ফেলে রেখে দৌড় দিই।
কনকনে শীতের মধ্যে শেষ রাতে কম্বল ছেড়ে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া,হা হা হা।🤣😃
হাহাহা! এক সের মনের কথা বলেছেন ভাই। এজন্য ঘুমানোর আগেই প্রকৃতির ডাকে সাড়া দেয়া উচিত 🤣
শীতকালে অস্বস্তিকর বিষয় হচ্ছে টাকলা কাকুদের টাক কে মিস করা😂😂।
শীতকালে সবচেয়ে অস্বস্তির ব্যাপার হলো এলার্জির প্রবলেম। ত্বক যেহেতু রুক্ষ হয়ে যায় এসময় এলার্জির প্রবলেমটা একদম মাথাছাড়া দিয়ে উঠে 🥹
হ্যাঁ এটা একদম সত্যি।