আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৭৫
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতাঃ
মাঝে মাঝে নিজেকে চঞ্চলতায় ভাসিয়ে রাখি
প্রশান্তির ছায়ার মাঝেও হঠাৎ আতকে উঠি,
মান অভিমানের জটিলতায় চিৎকার করো তুমি
আবোল-তাবোল শব্দমালায় লুকিয়ে হাসি আমি।
লেখকঃ
লেখকের অনুভূতিঃ
ভালোবাসার সম্পর্কগুলো মাঝে মাঝে মান-অভিমানে ভরে যায় কিন্তু তবুও সেটা হারিয়ে যায় না। কারণ মান-অভিমানে নাকি ভালোবাসা মজবুত হয় বেশি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
হাফিজ ভাইয়া, যে এত চঞ্চলতার কবিতা কোথা থেকে লেখেন এটাই বুঝি না☺️☺️.যাইহোক তাই আমিও লিখলাম একটুখানি---
মাঝে মাঝেই ভেসে যেতে চাই চঞ্চলতার
ভাঙা তরী জোড়া লাগিয়ে নদীর ওপাড়ে,
শীতলতার ঘূর্ণিবেগে মাঝে মাঝে ঘুম ভাঙে
ভয়ের সব ঢেউ মাখা আতঙ্ক বুকে নিয়ে।
মান-অভিমানের পরিমাপে ব্যস্ত তুমি
উৎকণ্ঠার এক নতুন চারণভূমি,
ছড়ানো-ছিটানো শব্দের তর্কে
মিশে যাই আমি আনন্দের মিছিলে।।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
আমারও একই কথা হাফিজুল্লাহ ভাই এত চঞ্চলতার কবিতার ভাষা কোথা হতে পান। তবে আপনার লেখা কবিতাটাও দারুন হয়েছে।
হি হি,ধন্যবাদ ভাইয়া☺️.
বাহ! বাহ! বেশ সুন্দর লিখেছেন আপু, দারুণ লেগেছে আমার কাছে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া😊.
গোধূলীবেলায় হারিয়ে যেতে চাই বহুদূর,
চাঁদনী রাতে হাতে হাত রেখে ভেবে যাই অদূর,
তোমার আমার মন মাঝারে থাকবো একসাথে,
নিও তুমি আপন করে সাজিয়ে রেখো আদরে।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
কখনো আমি নিজেকে কল্পনার সাগরে ভাসিয়ে রাখি
তবুও আমি ভালোবাসার মায়া জালে ধমকে দাঁড়ায়।
সম্পর্কের এলোমেলো বাঁধনে তুমি চিৎকার করো
দূর থেকে আমি মনের অনুরাগে ঠোঁটে হাসি ফুটায়।
কখনো আমি মনের চঞ্চলতার অনুভূতিতে হারায়
হৃদয়ের নির্মলতার মাঝেও আমি চমকে উঠি।
মনের আবেগ অনুভূতির মিছিলে তোমার কন্ঠ
ভালোবাসার মুখোশ পড়ে মুখের হাসি ঢাকি আমি ।
কখনো কখনো আমি নিজেকে হারিয়ে ফেলি,
প্রশান্তির সাগরে ঢেউয়ের মত ভেসে চলে।
তবু এক মুহূর্তে আতঙ্কে ঘিরে ফেলে,
আত্মার ভিতর গভীর এক শূন্যতায়।
বাহিরে শান্তি, ভিতরে বিক্ষোভের ঘূর্ণি,
চোখের কোণে এক অজানা কষ্ট ।
কথা না বলে, শুধু একে অপরকে বোঝা,
বিশ্বের সব শব্দ থেকে যেন নিজেকে দূরে রাখি।
তবে, অদ্ভুত এক হাসি ফুটে ওঠে মুখে,
আবোল-তাবোলের মাঝে এক প্রগাঢ় রহস্য।
মান অভিমান মিশিয়ে দেয় এক অদ্ভুত সম্পর্ক,
এভাবেই জীবনের গল্প, যাত্রা, ও অগাধ রহস্য।
অভিমানের ঠেলায় রাস্তায় জ্যাম বাড়লে
ছবি বিক্রেতার মুখ ম্লান হয়
পথচলতি দাম জিজ্ঞেস করা মানুষগুলোর
হাতে সম্পর্কের মিছিল
জোড়ায় জোড়ায় চিৎকার
জবাব চাই জবাব দাও
রাগ, বিতৃষ্ণা...
বৃদ্ধ গোলাপ বিক্রেতা পেটের দায়ে হাত বাড়ালে
পাপড়ি হয়তো খসে পড়ে না
অভিমানের বুকে জন্ম নেয়
নবাঙ্কুরিত প্রেম
ধুলো, ঘাম, বিরক্তি সবকিছুর ওপর
বৃষ্টি পড়ে
আর শহর ভেসে যায় আহ্লাদ বোঝাই ট্রামের পিঠে চড়ে।
অনুরাগে তুমি আছো বিরহেও চাই,
অনুতাপ সহ্যের বাহিরে যেন না যায়,
অনুনয়ে বিনয়ে থেকো আমার হয়ে,
অনুভূতি ছাড়িয়ে রেখো আপন করে।
তুমি আছো অনুরাগে
তুমি আছো বিরহ বেদনায়,
কখনো হৃদয়ের চঞ্চলতায়
কখনো নিঃসঙ্গ নীরবতায়,
তুমি আছো বলেই মান অভিমান
তোমাকে ছাড়া হায়না আবেগ
হয় না ভালোবাসার গল্প ,
তুমি আছো বলেই তো
হৃদয়ের যত স্বপ্ন।
একেবারে মন জুড়িয়ে গেলো আপনার লেখা অনু কবিতা টি পড়ে।
ক্ষণে ক্ষণে এ মন হয়ে ওঠে দুরন্ত
স্বর্গময় শান্তিতেও হয় অস্থির অবিরত,
অহেতুক ভুলের গরিমায় করো মোরে খ্যান্ত
তুমি কি জানো?তোমার বাচ্ছামি স্বভাবে
আমি অনন্দ পাই কত?
ভুলের আঁধারে ডুবে দূরে ঠেলোনা,আমাকে তুমি
ঐ খোদা জানে তোমায় আমি ভালবাসি কতখানি।