এবিবি-ফান প্রশ্ন- ৮২ || দিল্লী কা লাড্ডু ....... পস্তাতে হবে। তাও মানুষ সেই দিল্লীকা লাড্ডু গেলে কেনো?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
দিল্লী কা লাড্ডু খেলেও পস্তাতে হবে, না খেলেও পস্তাতে হবে। তাও মানুষ সেই দিল্লীকা লাড্ডু গেলে কেনো?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
কারণ পেটে খিদে মুখে লাজ, লাড্ডু খেলে কি হবে জেনেও খাওয়াটাই মোদের কাজ।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
দিল্লি লাড্ডু না খেয়ে পস্তানোর চেয়ে খেয়ে পস্তানোর অনেক ভালো কারণ শূন্যঘরের চেয়ে দুষ্টু বউ অনেক ভালো।
ভাইয়া ১০০% ঠিক বলছেন। আপনার সাথে সহমত।🤪🤪🤪
হাহাহা, ভাই বুঝতে হবে। বুকে আসেন।
মানুষ বলে কথা সব কিছুর স্বাদ নিতে চায়🤣।আর যেটা না করে সেটার প্রতি আকর্ষণ বেশি থাকে।তাছাড়া লাড্ডু বলে কথা,না খেলে বুঝবে কি করে প্রস্তাতে যে হয়🤣🤣
যেমন আপনার কেক খাওয়ার প্রতি আমার তীব্র আকর্ষণ। জানি খেলে পস্তাবো, তাও খেতে ইচ্ছা করে।🤣
দিল্লিকা লাড্ডু বলে কথা সেটা কি না খেয়ে পারা যায় ! মানুষকে কি এত বোকা পেয়েছেন, যে দিল্লিকা লাড্ডু সে চেখে দেখবে না । আর যে জিনিস না খেয়েও পস্তাতে হবে তাহলে খেয়ে পস্তানোই ভালো ।তবুও তো সেটার স্বাদ পেল।সবাইকে বলতে তো পারবে আরে ভাই স্বাদ টা সেই ছিল।😋😛
ভাই, আপনার মনে হয় দিল্লিকা লাড্ডু খাওয়ার অভিজ্ঞতা আছে, হিহিহি।
আমি তো অনেকবারই খেয়েছি সিয়াম ভাই। বেশ ভালই খেতে। তবে লোকে কেনো এমন বলে জানিনা।
বিয়ে করুন ভাই, বুঝতে পারবেন। খিক খিক।
যাদের সুগার লেবেল কম তারা তা বাড়ানোর জন্য দিল্লিকা লাড্ডু খেয়ে থাকে। তবে লাড্ডু খেয়ে পরবর্তীতে সুগার লেবেল বেড়ে গিয়ে ডায়বেটিকস ছড়িয়ে পরে। এরপর আর কি ফান্দে পরিয়া বগা কান্দে রে। জীবন ছানাবড়া 😅
(বি:দ্র: এখানে লাড্ডু বউ আর ডায়বেটিকস বিয়ে হিসেবে বোঝানো হয়েছে 🤪)
হাহাহা, দাড়ান ভাবি কে জানাতে হবে দেখছি।
হা হা 😄
লাভ নাই , দিনে অন্তত দু একবার বলি।🤪
কি ভুল করলাম, আর তেলে বেগুনে জ্বলে ওঠে 😄
দিল্লীকা লাড্ডু গেলে কারণ বাড়তি এক সুপারম্যানের আমেজ পাওয়া যায় শরীরে।যা একবার খেলে জীবনে অন্য সব লাড্ডু খাওয়ার আশ মিটে যায়।☺️☺️
রঙিন চশমা পরে দিল্লিকা লাড্ডু খেলে রঙিন লাগে। আর চশমা খুললেই বোঝা যায় সে তো লাড্ডু নয় সে ছিল গোবর। 🤪🤪🤪🤪
নিষিদ্ধ জিনিসের উপর মানুষের ঝোঁক বেশি থাকে। ভালো হোক কিংবা মন্দ হোক সেটার প্রমাণ না পাওয়া অবধি বোঝা তো আর যায় না। তাই জন্য দিল্লিকা লাড্ডু খেয়ে ভালো কিংবা খারাপ প্রমাণ করাই ঠিক। আর লাড্ডুর কথা শুনলে জীহ্বাতে এমনিতেই জল চলে আসে।
এই কথাটি শোনার পর মানুষ কোন কিছু না ভেবেই দিল্লির লাড্ডু খেয়ে ফেলে। যাতে পরে না খাওয়ার কারণে পস্তাতে না হয়।
এর কারন মানুষ নিজেকে খুব চালাক ভাবে। মনে করে আমি ওদের থেকে আলাদা, আমি পস্তাব না।আশে পাশের লাড্ডু গেলা মানুষ গুলো দল ভারি করার জন্য তাকে আরো উস্কে দেয়। এই ভাবেই সেই বেচারা বোকামী করে ফেলে।কিন্তু পরে নিজের ভুল বুঝতে পারে তখন আর ফেলতে পারে না তাই পস্তায়। সব দোষ ঐ উষ্কানি দাতাদের।